নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।
অনেকদিন আগে আমার জীবনে খুব চমৎকার এক বন্ধু এসেছিলো
যার হৃদয়ে মমতায় পরিপূর্ন ছিলো। আমি তাকে হাসতে হাসতে প্রায়ই বলতাম “বিয়ে করো না কেন?
সে কখনো কিছু বলতো না, কেবল হাসতো। তার হাসি খুব সুন্দর ছিলো এমন না, তবে সে হাসিতে মুখে একটা মায়া ভেসে উঠতো।
একদিন সে আমার হাত শক্ত করে ধরে বললো, আমার বিয়ে হয়ে গেলে তোমার খারাপ লাগবে না?
“আমার কেন খারাপ লাগবে”।
পরিশিষ্ঠঃ
আমার যখন মন খারাপ হতো, তাকে ফোন করতাম। হুটহাট করে তার কাছে চলে যেতাম। আমার মন ভালো হয়ে যেত। এখন আর পারি না, এই নিয়ে আমার দুঃখ নেই।
দুঃখ এই তাকে বলতে পারিনি, “হ্যা, আমার খুব খারাপ লাগবে”!!!
২| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:২৮
সচেতনহ্যাপী বলেছেন: ওমন পরিস্থিতিতে “হ্যা, আমার খুব খারাপ লাগবে”!!! বলাটাও কঠিন হয়ে দাড়ায়!!
৩| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ১:৪৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রেম করিনি। কেউ কি নাটক/উপন্যাসের মত এত ঘুরিয়ে জিজ্ঞেস করে যে, তার বিয়ে হয়ে গেলে খারাপ লাগবে কিনা? বিশেষ করে এই যুগে কেউ এত ভনিতা করে না প্রেমের ক্ষেত্রে...
৪| ১১ ই নভেম্বর, ২০১৭ রাত ৩:১৯
ওমেরা বলেছেন: সময় গেলে সাধন হয় না এখন আর কষ্ট পেয়ে কাজ হবে না।
৫| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
সাগর শরীফ বলেছেন: আঁট-সাট করে বসেছিলাম গল্প পড়ব বলে । এতো শুরুর আগেই শেষ হয়ে গেল । তবুও সংক্ষেপে অনেক অনেক ভাল । ++++
৬| ১১ ই নভেম্বর, ২০১৭ সকাল ১০:২৮
রাজীব নুর বলেছেন: আহারে ---
©somewhere in net ltd.
১| ১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:৪৬
আখেনাটেন বলেছেন: অাবেগঘন লেখা।
ছোট হলেও ভালোলাগার একটা ঝটকানি দিয়ে গেলো।