![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই মিরপুর ১২১৮ পোস্ট অফিস কোন জায়গাতে কেউ কি বলতে পারবেন? আমার ওডেস্কের মাষ্টার কার্ডের জন্য পোস্টাল কোড মিরপুর ১২১৮ দিছি। অবশ্য পোস্টাল কোডের নম্বর আমি পোস্ট অফিসের অনলাইন সাইট থেকে নিছি। ওইখানে লিখা ছিল এভাবে- Mirpur TSO-1218।
কিন্তু ওই পোস্ট অফিস কোন জায়গাতে আমি বুঝতে পারছি না। মিরপুরের কোনও ভাইয়ের কাছে সাহায্যের আশা করছি।
২| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৬
বীর সেনানী বলেছেন: মিরপুর পোষ্ট কোড-১২১৬ ।
মিরপুর ২ নাম্বারে ও ১২ নাম্বারে পোষ্ট অফিস আছে ।
৩| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৪
ব্লগার ইমরান বলেছেন: মিরপুরে-২ নাম্বার, মিরপুর -১২ ( সাড়ে এগারোর পূরবীতে ) এবং মিরপির ক্যান্টনমেন্টে একটি সাব অফিস আছে। সবচেয়ে ভালো হয়, আপনি নিকটস্থ কোনো পোস্ট অফিসে যোগাযোগ করেন।
৪| ০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৫৯
ম্যাক্সপেইন বলেছেন: আপনার এই লিঙ্কগুলা দেখতে পারেন, সব লিঙ্কেই মিরপুর ১২১৮ নামের পোস্ট অফিস আছে
Click This Link
Click This Link
Click This Link
একদম শেষেরটা বাংলাদেশ পোস্ট অফিস এর অফিসিয়াল সাইট।
এখন বলেন আমি কই যাই? আপনারা বলতেছেন মিরপুর ১২১৮ নামের কোনও পোস্ট অফিস নাই। অইদিক দিয়া সব সাইটে বলতাছে আছে। আমার তো মাথার চুল ছিঁড়ার দশা হইছে। কার্ডটা আমার অনেক দরকার।
৫| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:০৩
নাঈম_নাজিউর বলেছেন: মিরপুর বেসিক্যালি ১২১৬। দারুস সালাম/১ নম্বর/মাজার রোড এর ঐদিক টা ১২১৮ তে পড়ছে আপনে মিরপুরের কোথায় থাকেন তা বললে হয়ত সাহায্য করতে পারতাম। তবে পোষ্টাল কোড ১২১৬ দিলেও আপনি জিনিস পাইয়া যাইবেন। এডি কোনো ব্যাপার না।
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:২০
ম্যাক্সপেইন বলেছেন: আমি মিরপুর ১৪ তে থাকি। ১২১৮ পোস্ট অফিস জেখানেই হোক আমি নিজে গিয়ে কার্ড নিয়ে আসবো। কিন্তু স্পেসেফিকলি কেউ মনে হয় জানেনা ১২১৮ পোস্ট অফিস কোন জায়গাতে। সব চাইতে আশ্চর্য লাগছে মিরপুর বেসিক্যালি ১২১৬ কিন্তু, অফিসিয়াল সাইটে ১২১৬ নামের কোন পোস্টাল কোড নাই। হায়, কোন দেশে বাস করছি আমি।
৬| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:১২
সাহিত্য প্রেমিক বলেছেন: আমি মিরপুর ১০ এ থাকি । আমি আপনাকে হেল্প করতে পারবো। নো টেনশন। আপনি আমার সাথে যোগাযোগ করুন।
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:২২
ম্যাক্সপেইন বলেছেন: ভাই আপনি যোগাযোগ করতে বললেন কিন্তু কিভাবে যোগাযোগ করবো সেইটা বললেন না। মোবাইল নম্বর না দিলেন কিন্তু অন্তত মেইল এড্রেসটা তো দিতে পারতেন।
৭| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৪১
নাঈম_নাজিউর বলেছেন: ১৪ তে? তাইলে চোখ বুইজা ১২১৬ বসায় দেন। পেওনিয়ারের কার্ড? চলে আসবে। দোস্ত থাকে কাফরুল পোষ্ট অফিস হইল ক্যান্টনম্যান্ট যেইটা হইল ১২০৬ কিন্তু দিছে ১২১৬ ঠিকি পাইছে যদিও অনেকদিন পর।
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫২
ম্যাক্সপেইন বলেছেন: আমি ১২১৮ দিয়ে ফেলছি। এখন এইটা কোন পোস্ট অফিসে জাইতে পারে?
৮| ০৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:৫৩
স্বাধীকার বলেছেন:
মীরপুর-১২১৮ হলো মীরপুর বড় বাজার ও ঋষীপাড়ার মাঝ খানে একটি সাব পোস্ট অফিস। আপনি গাবতলী বিউটি সিনেমা হলে যেখানে ছিলো সেখান থেকে একটি শাখা রোড মেইনরোড থেকে বাগবাড়ী হয়ে-বড় বাজার হয়ে-ঋষীপাড়া হয়ে-হরিরামপুর হয়ে-মীরপুর সিদ্ধান্ত সকুল হয়ে-বড় মাঠ হয়ে-বুদ্ধিজীবী শহীদ মিনার হয়ে দ্বিতীয় কলোনীর সাথে মাজার রোডে মিলেছে।
আপনি মীরপুর মাজার রোড হয়ে বুদ্ধিজীবী শহীদ মিনারের পাশ দিয়ে যে রোডটি ভিতরে গিয়েছে , সেই রোডেই রিক্সায় হরিরামপুর পার হলেই একটি মোড় পাবেন, ওখানে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দিবে।
অন্যভাবে গাবতলী খালেক পরিবহন মার্কেট/বিউটি সিনেমা হলের পাশের রাস্তা দিয়ে রিক্সায় বাগবাড়ী পার হয়ে হরিরামপুর ঢুকার আগেই মোড়ে জিজ্ঞাসা করবেন, যেকেউ আপনাকে বলে দিবে।
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১:০১
ম্যাক্সপেইন বলেছেন: যাক আশার আলো কিছুটা হলেও দেখতে পাইলাম। অনেক ধন্যবাদ।
৯| ০৭ ই আগস্ট, ২০১২ সকাল ৮:৫৪
সাহিত্য প্রেমিক বলেছেন: ০১৭৫১০১৬০৭০ [email protected] আপনি থাকেন কোথায় সেটা বলেন। তবে সামহয়্যারে নাম্বার শেয়ার করলে কোন প্রবলেম হয়নাতো?
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১২ রাত ১১:৩৩
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: আমি মিরপুর ১ এ থাকি । কিন্তু আমার এলাকার পোষ্টাল কোড ১২০৬ । পুরা মিরপুরে একটাই পোস্ট অফিস । মিরপুরে আইসা রিক্সারে কইলেই নিয়ে যাইব
১০ নাম্বার গোল চত্তর থেকে আগায়ে স্টেডিয়াম পার হয়ে বামে