নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি, আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত)

আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত) › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা

০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:২৬


তোমার বুকের উষ্ণ দীর্ঘশ্বাস এসে ছুঁয়ে যায় আমার শরীর
আমার বুকের বেদনা পূর্ব দিগন্তে ছিটিয়ে দেয়-
করুণা’র অবর্ণনীয় দীপ্তিকণা-বহু বিচিত্র এক চিত্তগ্রাহী আনন্দে
এক অপরূপ সূর্য ওঠে আকাশে,
দিবালোকে কার স্নিগ্ধ কন্ঠ ক্রমেক্রমে স্ফুটতর হয়
আমার মুর্চ্ছিত হৃদয় আবার সংজ্ঞা ফিরে পাই এই দূর নির্জনে;

যেখানে ঝরা শেফালির অস্ফুস্ট কথা শোনা যায়-
অনেক আলোর তরঙ্গ ওঠে প্রখর দুপুরে।
যদিও বাইরের এই আলো ছাড়া চোখের কোনই সার্থকতা নেই-
তবুও আকাঙ্খার চিত্রপটে এর চেয়ে গভীর এক আলোর ঠিকানা আছে;

আমাদের স্থির ইন্দ্রিয়ের ভিতর আছেই তো!
আর তুমি আছো এই নিমগ্ন হৃদয়ের নিভৃত পুলকে
রঞ্জিত করেছ আমার মনোনীলিমা।

হায় প্রেম! চিরদিন অনিবর্চনীয় তুমি-
এই শরৎ শেষের গোধুলী বেলা।

২৩.০৯.১৯৯৮
উৎসর্গ ছB আপুকে

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০২০ দুপুর ২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর কবিতা । এই প্রতিভা লুকিয়ে রাখেন আশ্চর্য্য। লিখবেন আর পোস্ট দিবেন ইনশাআল্লাহ সাথেই আছি।

কবিতাটি আমাকে উৎসর্গ, কৃতজ্ঞতা রইলো ভাইয়া, থাকুক পোস্ট প্রিয়তে। জাজাকাল্লাহ খাইরান
সুস্থ ও নিরাপদ থাকুন স্বপরিবারে। ফি আমানিল্লাহ

০৪ ঠা আগস্ট, ২০২০ বিকাল ৩:০৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমার কবিতাগুলো কলেজে পড়ার সময় লেখা, তাই যতি চিহ্নের ব্যবহার অনেকটা খামখেয়ালিপনায় ভরা।
আপু, ধন্যবাদ আপনার উৎসাহমূলক মন্তব্যের জন্য।

২| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৫ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ, আপনার মন্তব্যের জন্য।

৩| ১০ ই জানুয়ারি, ২০২১ দুপুর ১২:০৩

মনিরা সুলতানা বলেছেন: বাহ ! বেশ লেখা।
চমৎকার উৎসর্গে ও ভালোলাগা।

১০ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপু, ভালো লাগায়! আর যাকে উৎসর্গ করেছি তার লেখা ও ক্যামেরার ক্যারিশমায় অনেক হিংসা হয় !!! :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.