নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি, আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত)

আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।

কাজী আবু ইউসুফ (রিফাত) › বিস্তারিত পোস্টঃ

শিরোনামহীন কবিতা-২

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২৯

একই বৃন্তে দু’টি কুঁড়ি
হেসে-খেলেই বাড়াবাড়ি;

সোনা রোদের চুমু খেয়ে
ভালবাসার পরশ নিয়ে
গোলাপ হয়ে গন্ধ ছড়ায়;

ছোট্ট একটা প্রজাপতি
উড়ে এসে পাশে বসে
ফিসফিসিয়ে কানে কানে
কি যে বলে আপন মনে!!

গোলাপ কুঁড়ি মিষ্টি হাসে;
আচমকা এক প্রেমিক এসে
তুলে নিল একটিকে
আর পরিয়ে দিল প্রেমিকার খোঁপায়,

প্রেমিকা মিষ্টি হেসে
ভালবাসার আবেগ নিয়ে
এগিয়ে চলে প্রেম আবেশে।

গোলাপ কুঁড়ি জীবন শেষে
ভালোবাসার গোলাপ বেশে
ছড়ায় সুবাস প্রেমের পাশে।

অন্যটি-কে তুলে নিল মালি
মালা গেঁথে পরালো শ্মশানের শবদেহে-

--কাকে দোষ দেব এর জন্য?
আর কাকে-ই বা দাঁড় করাবো
আসামি-র কাঠগড়ায়!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া
+

০৬ ই আগস্ট, ২০২০ সকাল ১১:০৫

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপু, আপনারগুলোই আমার কাছে ভালো লাগে!

২| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৩৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.