![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
জীবন-মৃত্যুর চিত্রপটে যে রঙ এঁকেছ তুমি
রহস্যের ঘোমটাখানি পরায়ে দিয়েছ তাঁকে-
সন্ধ্যা বেলার অস্পষ্ট আলোয়;
তবুও আমার প্রাণে যে পিপাসা
দিবালোকের নির্জন প্রহরে-
গভীর বিরহের অস্ফুস্ট শব্দে ভেঙ্গে পড়েছিল আকুল কান্নায়,
চন্দ্রালোকে চোখের সেইজল জোৎস্নার কন্ঠে পেয়েছিল বৃষ্টির ভাষা।
সকল পাওয়া বেদনার মতো ধীরে ধীরে প্রাণে এসে বাজে-
হৃদয়ে যে রক্ত ঝরে পথের শূণ্য হাহাকারে;
তখন তোমাকে পাই অনুভবে
অশ্রুত বাঁশরির রূপহারা সঙ্গীতে।
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপু, আপনার মন্তব্যের জন্য।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতায় আমার কথা নেই!
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনার কথা ব্লগে সবার জন্যই প্রযোজ্য !
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: @ চাঁদগাজী আপনার প্রিয় কফি- তবে ফ্লেবারটা আমার পছন্দের !
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮
সাগর শরীফ বলেছেন: দারুণ লাগল
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ, আপনার দারুন লাগায়!
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:৫৭
নেওয়াজ আলি বলেছেন: বাহ
নিপুণ রচনাশৈলী
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আহা! কি দারুন মন্তব্য । ধন্যবাদ ভালো থাকুন।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: হুম! বুঝলাম! ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে
শুভকামনা