নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভালবাসি কবিতা, গান, আবৃত্তি------- আর ঘুরে বেড়ানো।জীবনের স্বপ্নগুলো স্বপ্নেই ভেসে বেড়ায়...বাস্তবে ধরা দেয় না!, তবুও স্বপ্ন দেখি...ঘুম থেকে জেগে উঠি আশায় বুক বাঁধি ...ভুল-ত্রুটি শুধরে নতুনে পথ চলার।
তোমাকে পেলে আর চাওয়ার কিছু-ই নেই
হয়তো হাতের রেখায় তুমি নেই-
প্রতিদিন রেখায় খুঁজি তোমায়
হাওয়ায় পেতে রাখি কান যদি বাজে তোমার হৃদয় বীণা!
সময় হেঁটে যায় আমাকে রেখে নি:শব্দ অনুভবে-
মাঝে মাঝে হই একা এই মুখরিত কলরবে।
গোলাপের পাঁপড়িতে চূড় রঙিন কল্পনায়
সম্বিত ফিরে দেখি নিজেকে এক অচেনায়।
কেমন অদ্ভুত শব্দ এখনও অশ্রুত; বৃষ্টি মেঘের আঁচল,
করুণ নয়নে ভেজা অভিমানি কপোল-
এখনো হয়নি বলা, দেখিছে যা এই চোখের আরশী-তে;
শব্দ, ছন্দ ও সুরে পারো- শূণ্য হৃদয় ভেরে দিতে
প্রতীক্ষা এই ভালোবাসার দিনে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৫১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপনাকে প্রথম মন্তব্যে। আপনার লেখার হাত অনেক ভালো। আমারগুলো ২০ বছর আগের! শুধুই স্মৃতি রোমন্থন।!
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বিশ বছর আগেই আপনি সুন্দর লিখতেন। নিয়মিত চর্চা করলে হয়তো এতদিনে অনেককে ছাড়িয়ে যেতেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ছাড়িয়ে যেতে চাই না- হারিয়েও যেতে চাই না;
শুধুমাত্র আপনাদের ভালোবাসায় পড়ে যেতে চাই-
নিয়মিত/অনিয়মিত -সময়ে/অসময়ে সামু-র ভালোবাসায়।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেছেন।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ, তবে ইদানিং আপনার লেখা কবিতাও অনেক ভালো লাগে।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৮
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপু, পড়ার জন্য।
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৫
নেওয়াজ আলি বলেছেন: তোমাকে পেলে আর চাওয়ার কিছুই নেই। আহারে
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আহারে!!!!
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:১৮
ওমেরা বলেছেন: কবিতা সুন্দর !
কবিতাটা মনে হয় দুইবার এসেছে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপু, কবিতাটি আমার ড্রাফ্ট-এ ছিল! কিন্তু আমি তো দুই বার দেখছি না; ড্রাফ্টটি মুছে দিয়েছি আজ।
৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৮
ওমেরা বলেছেন: কিন্ত আমি তো এখনো দুইবার ই দেখছি ।
আমার কি তাহলে চোখের সমস্যা হল নাকি ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৫৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: না আপি - আমি তো বলেছি যে প্রথমে ড্রাফটি পোস্ট করেছিলাম পরে তা মুছে দিয়েছি। এখন আর নেই ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আমারি ভুলে দ্বিধায় পড়েছেন- এজন্য ক্ষমাপ্রার্থী।
৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১২
আখেনাটেন বলেছেন: সময় হেঁটে যায় আমাকে রেখে নি:শব্দ অনুভবে-
মাঝে মাঝে হই একা এই মূখরিত কলরবে। -- দুর্দান্ত লাইন।
চারপাশের নানা আয়োজনের মাঝেও নিজের একাকিত্ব জীবনের অংশ হলেও এর ভালো ও খারাপ দিক দুটো আছে। হতাশা বাড়তে পারে......সৃজনশীলতা বাড়তে পারে....
লেখা ভালো লাগল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: প্রথমে ব্লগবাড়ীতে বেড়াতে আসার জন্য আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ আপনার ভালোলাগায়! ধন্যবাদ আপনার মন্তব্যের প্রেরণায়।
৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২৮
ঢুকিচেপা বলেছেন: ভালো লাগলো আপনার কবিতা।
মূল কবিতা ১৩ লাইন ওটা রিপিট হয়ে ২৬ লাইন হয়েছে, যেটা ওমেরা আপু বলছেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৯
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমি সংশোধন করে দিয়েছি। ডেস্কটপ থেকে । সামু -- মোবাইল থেকে ব্যবহার করা অনেক যন্ত্রণাদায়ক !! কবে যে সামু এসব যন্ত্রণা থেকে রেহাই দিবে।
১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৮
কালো যাদুকর বলেছেন: "মাঝে মাঝে একা হই এ মুখরিত কলবরে"... সুন্দর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩০
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপনাকে - তবে আপনার নিক্ টা সত্যিই ভয় পাওয়ার মত!! ভালো লাগায় - কৃতজ্ঞতা।
১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৩৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ, তবে ইদানিং আপনার লেখা কবিতাও অনেক ভালো লাগে।
আপনার এই কথায় মনটা খুশীতে ভরে গেছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আপনি সাধারণত এত লম্বা মন্তব্য করেন না! তবে আমি ধণ্য আপনার পুনরায় মন্তব্যে আসায়। আপনার খুশিতে--- অবশ্যই নতুন কিছু উপহার হিসেবে ব্লগে পাবো।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:০৭
কালো যাদুকর বলেছেন: ভয়ের কিছু নেই। আমি খুবই ফ্রেন্ডলী মানুষ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:১৩
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ আপনার ফ্রেন্ডলি মানসিকতা-কে, তবে নিক্-টার কি কোন উদ্দেশ্য আছে কি?
১৩| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৮:৩৬
খায়রুল আহসান বলেছেন: ভলবাসা দিবসে ভালবাসা কামনা করে লেখা এ কবিতাটা ভাল লেগেছে। + +
"সময় হেঁটে যায় আমাকে রেখে নি:শব্দ অনুভবে-
মাঝে মাঝে হই একা এই মূখরিত কলরবে" - চমৎকার! তবে 'মূখরিত' শব্দটার শুদ্ধ বানান 'মুখরিত' হবে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ধন্যবাদ স্যার, আমার ব্লগ বাড়িতে আসার জন্য স্বাগত জানাই, বানানটা ঠিক করে দিয়েছি।
©somewhere in net ltd.
১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর কাব্য পাঠ।