নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮
মানুষ হইতেছে খোদার সবচেয়ে শ্রেষ্ট জাতি। কিন্তু এই মানুষই পশুর কাতার থেকেও আরো নিম্ন কাতারে নাইমা যাইতে পারে তার কর্মের কারনে। মানুষ জাতির মইদ্ধ্যে খুব বেশি জাতি নিয়া গবেষণা করার চান্স হয়নাই কিন্তু কতিপয় জাতি নিয়া জানার পরে বুইলতে বাধ্য হইতেছি-
যে জাতি হিসাবে গর্বিত বাঙালি জ্ঞান করিতাম একটা বয়স হওয়া পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত যা দেখতে পাইতেছি সেইটা আসলে বাইরে ফিটফাট ভিতরে ফাক অবস্থা।
আমি যে জ্ঞান করি সেইটার ভিত্তিতে বলিতে পারি, মানুষকে একটু বেশি ক্ষেমতা দেওয়া হইছে আর এই খেমতার ফালতু ব্যবহারে আমরা খারাপ/বাজে জিনিসগুলায় দুনিয়ার সব জাতিরে পেছনে ফালাইতে যা করার সবই করিতেছি।
গত ২ দিন আগে এলাকায় একই দিনে ৩ টা জানাযা হয় যার ৩ জন মানুষই ভেজাল খাবারের শিকার হইয়া অকালে প্রাণ হারাইয়াছেন। ২ জনের হইছে ক্যানসার আরেকজনের কিডনি। এখন প্রায়ই শোনা যায় উনি ক্যান্সার রোগী, তমুক কিডনি নষ্ট তো অমুকের পিত্তে পাথর তো জটিল রোগ হইয়াছে। ঘরে ঘরে এলার্জির রোগী, সিজনাল জ্বর কারুরে ছাইড়া যায় না, পাড়ায় পাড়ায় ফার্মেসি। ফার্মেসী ব্যবসার মত উজ্জল ব্যবসা আর কিছু নাই।
ত কেন হইতেছে এইগুলা? মানুষের শরীরের খারাপ অবস্থার ওপর ব্যবসা চাঙ্গা হইতেছে কেন? আমাদের দেশে ফলফসল/শাক/সবজি/শস্যাদিতে যেইপরিমান কিটনাশক ব্যবহার হয়, যেই পরিমান রাসায়নিক বস্তুর ব্যবহার হয় সেইটা দুনিয়ার আর কোন দেশে কি আছে? এ তো গেল সাধারণ বিষয়, মানুষকে ইটের গুড়া গছিয়ে দেওয়া হইতেছে মরিচের গুড়া বেচার নামে এমনকি নকল ওষুধের ট্যবলেটে বিষ্টা/মাটি ভরে বিক্রি কইরা হইতেছে বইলাও খবর পড়তে হয় মাঝে মাঝে।
ইচ্ছামত কেমিকেল ব্যবহার হইতেছে সাদা চিনি উৎপাদনে অথচ দেখার কেউ নাই। সাদা চিনি শুনেছি ক্যান্সার তৈরি করার চান্স আছে। এই জিনিসটা ব্যবহার হয় না এমন কোন ঘর এই দেশে আছে বইলা জানি না। হরের প্রকার কেমিকেন, ইন্ডাস্ট্রি ফার্টিলাইজার, কীটনাশক, এন্টাইবায়োটিকের সোদনে শরিরের ভারসাম্য নষ্ট হইব না তো কি হইব? ওষুধের ওপর বেঁচে থাকতে হইতেছে দেশের সিংহভাগ মানুষের, অথচ আমাদের আগের প্রজন্মের ওষুধ বারো বছরে লাগত কি-না সন্দেহ আছে।
সব সমইস্যার মুল হইতেছে মানুষের লোভ। পয়সা কামাই করিতে গিয়া কৃষকেরা দেদারসে বিষ মিশিয়ে ফসল ফলাইতেছে, ব্যবসায়ীরা ভেজাল মিশাইতেছে, জেলে/ব্যবসায়ীরা মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক দিয়া মাছের পচন রোধ করতেছে আর রাস্তাঘাটে ধুলি/বালির/পঁচা বাসি গন্ধ/ফ্যাক্টরির নির্গত ধোঁয়া যাতে মানবদেহ/পরিবেশের জন্য মারাত্বক কেমিকাল তো আছেই। সব মিলিয়া দেখতাছি এই দেশটাকে ধনের মোহে অন্ধ লোকেরা দোজখ বানিয়ে ফেলতেছে।
কিন্তু কে আটকাইবে? সবারই পয়সা দরকার, ক্ষেমতা দরকার, সমাজের ভালোর জন্য ভাবএ তো লুজাররা/অবাস্তব পাবলিক। প্রশাসনে যারা আছে তারা নিজেদের রাজা মনে করে, আর রাজার অতো কি কাজ করা লাগে নাকি? কর্মচারী/গোলাম তো এই সব পাবলিক। এরা মরলে কি আর বাঁচলেই কি।
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৮
জ্যাকেল বলেছেন: খুবই দুঃখজনক মিয়াভাই। নন্দলালের মত অবস্থায় নিজেকে আবিস্কার করতে হইতেছে যেইটা ভয়েড করার চেষ্টা ছিল সারা জীবন।
২| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: সবচেয়ে নিকৃষ্ট কি না জানি না, তবে বাঙালি যে অন্যতম নিকৃষ্ট জাতি এটা বলার অপেক্ষা রাখে না।
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:১১
জ্যাকেল বলেছেন: সচতেনভাবে মন্তব্য করিয়াছেন, ঠিক কথা।
৩| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: সুন্দর পোষ্ট
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২০
জ্যাকেল বলেছেন: এইখানে সুন্দরের কি হইল?
৪| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৩৬
নতুন বলেছেন: নিজের ভালো নাকি পাগলেও বোঝে।
কিন্তু একটা জাতীর সবাই তার পন্যে ভ্যাজাল দিতেছে এটা যে সবারই ক্ষতি হচ্ছে সেটা কেউই বুঝতে পারছেনা।
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৪
জ্যাকেল বলেছেন: বুঝিনা ভাই, কেন এত লোভ মানুষের মইদ্ধে থাকতে হবে। বিবেক ছাড়া মানুষ জঘন্য।
৫| ১৯ শে নভেম্বর, ২০২১ দুপুর ১:৪২
রাজীব নুর বলেছেন: বাঙ্গালীদের চেয়েও খারাপ জাতি আছে।
আসলে দরিদ্র দেশের লোকজন সাধারনত খারাপ হয়।
বাংলাদেশে কিন্তু প্রচুর মানবিক মানুষ আছে।
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
জ্যাকেল বলেছেন: কথা সইত্য।
৬| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২৫
চাঁদগাজী বলেছেন:
সাধারণ মানুষ খাবারে ও ঔষধে ভেজাল বন্ধ করার মতো শক্তিশালী কিনা?
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৫
জ্যাকেল বলেছেন: জ্বি না।
৭| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
মেহেদি_হাসান. বলেছেন: আমরা ভেজালে অভ্যাস্ত হয়ে গেছি
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
জ্যাকেল বলেছেন: ভেজাল অভ্যস্ত হওয়ার জিনিস না, এইটা কেমিকেল মাল। কখনো ন্যাচারাল না।
৮| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ৯:১৯
নিমো বলেছেন: জাতিতে ফেউয়ের আবির্ভাবে এমনটা ঘটছে।
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:২৮
জ্যাকেল বলেছেন: ফেউ মানে কি ফেরাউন?
৯| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৯
শেরজা তপন বলেছেন: সেইদিন একটা ডেটা দেখলাম; শতকরা ৩৩জন ক্যান্সারের রোগী প্রান্তিক কৃষক।
কোনরকম প্রটেকশন ছাড়া ভয়ঙ্কর সব কীটনাশক ব্যাবহারের জন্য এই দশা!! আর এইগুলা খেয়ে আমরা কোথায় যাচ্ছি...
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬
জ্যাকেল বলেছেন: আপনি তো আরো ভয়ানক খবর দিলেন। সরকার থেকে অন্তত এইটুকু ভাল কাজ করা উচিত ছিল- প্রাকৃতিক উপায়ে খাদ্য তৈরি নিয়ে কার্যকরি প্রোগ্রাম তৈরি করে জোর কাজ করলে এই সরকার নিয়ে আমার কোন মন্তব্য থাকত না। সরকারে বসে শুধু ধান্দা ছাড়া আর কি করার আছে এইসকল পশুর চেয়েও অধম শ্রেণির।
১০| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমাদের শাসক ভাল না।রাজনিতিবিদরা গনতান্ত্রিক না
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮
জ্যাকেল বলেছেন: রাজনীতিবিদদের মইধ্যে কোন স্টান্ডার্ড নাই।
১১| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:৪৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মাথায় যখন পচন ধরে সেটা এক সময় নিচের দিকেই ধাবিত হয়। যে দেশ একটা লম্পট ও চরম দুর্নীতিবাজ স্বৈরাচারী দ্বারা শাসিত হয়েও পরে তাকে আবার নির্বাচিত করে সেই দেশের কৃষক, মুদি দোকানদারসহ সাধারণ ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতার আশা করা যায় কি ? আজ পর্যন্ত আপনি নিজে কোনো সৎ নেতাকে ভোট দিয়েছেন কি এই প্রশ্নটা নিজেকেই করুন। কাদের নির্বাচন করছেন সেটা ভাবুন, কাদের দেশের প্রশাসন চালাতে দিচ্ছেন সেটা ভাবুন। কলাগাছ মুলাগাছ দিয়ে দেশ চালিয়ে কৃষক, শ্রমিকদের কাছ থেকে সচেতনতা আর সৎ আচরণ আশা করাটা যায় না।
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৪
জ্যাকেল বলেছেন: জীবনে একবারই ভোট দিয়েছিলাম, তা নিয়ে মোটেও হতাশ না। কারণ খারাপ লোককে ভোট দিতে হইনি। আমি যে ফিলোসফি ধারণ করি,
খারাপির মইধ্যেও একটা কোয়ালিটি থাকে, বাংলার রাজনীতিবিদ্গুলার মধ্যে শুধু হিংসা বিদ্বেষ আর নিম্নমানের মানসিকতা। এরা এতই নীচ যে পশু শ্রেণির মইধ্যে যেমন ইদুর/চিকা থেকে বাঘ/সিংহ পৃথক করি, ঠিক জাতির মইধ্যে রাজনীতিবিদ, সাংবাদিকেরা এইসকল কাতারেই পড়ে।
১২| ২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩১
রানার ব্লগ বলেছেন: একটি হতোদরিদ্র দেশের মানুষের কাছ থেকে এর থেকে কি বেশি আশা করতে পারেন। তবে এত্ত নিরাশার ভেতরে এটাই আশার বিষয় যে এখনো কিছু মানুষ আছে যারা চেস্টা করছেন এই দেশটা কে সারিয়ে তোলার জন্য। কিন্তু বলতে খুবি আফসোস হচ্ছে আমি এই দেশের জল বায়ু খাদ্য গ্রহন করেও এই দেশ সম্পর্কে ভালো কিছু বলতে পারছি না। এই দেশের ৯৯% মানূষ পচে যাওয়াদের দলে।
২০ শে নভেম্বর, ২০২১ দুপুর ১২:৫১
জ্যাকেল বলেছেন: দরিদ্র হইলেই বিবেক পর্যবসিত করিতে হইবে এমনটা মনে করা ঠিক নয়। বিবেক বিক্রি করা কোন অবস্থাতেই সঠিক হইতে পারে না, ঘুরে ফিরে ক্ষতিটা নিজেরই হয়। সাময়িক লাভ হইতে পারে, বিপদ মুক্ত হওয়া সম্ভব কিন্তু সময়ের ফের চক্করে ক্ষতিটা হওয়া অবশ্যম্ভাবী। এইটাই হইতেছে এই দেশে।
১৩| ২১ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৬
প্রত্যাবর্তন@ বলেছেন: দ্বিমত করিবার অবকাশ নাই
২২ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:২২
জ্যাকেল বলেছেন: কিছু একটা করা উচিত, পাবলিক সমাজ হইতে।
১৪| ২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫৩
প্রত্যাবর্তন@ বলেছেন: লেখক বলেছেন: কিছু একটা করা উচিত, পাবলিক সমাজ হইতে।
# কেউ কিছু করবে না হয়ত আপাতত।
২৩ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:১১
জ্যাকেল বলেছেন: করলেও লোকে মনে করবে আরেক ধান্দা।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২০
জুল ভার্ন বলেছেন: আমরা বাংলাদেশীরা মানুষ নামের অধম।