নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুঃ বিভীষিকা নাকি উপভোগ্য মুহুর্ত? (কোরআন থেকে দেখি)

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:২০

জন্মিলে মরিতে হইবে। চিরন্তন সত্য। কিন্তু আমরা তো মরতে চাই না। এদিকে যতই না চাওয়া হোক, মরতে হবেই। আমি মৃত্যুর কথা মনে হলে খুব নিরাশ হয়ে যেতাম এক সময়। আবার ভয়ও কাজ করত।

এক ডাক্তার (Duncan MacDougall) ৬ জন মৃত্যু পথযাত্রী মানুষ নিয়ে পরিক্ষা করে দেখেছিলেন আগে/পরে মানুষের ওজনের তারতম্য কেমন হয়। এই পরিক্ষা থেকে তিনি একটি হাইপোথিসিস দাড় করান যে ২১ গ্রামের কাছাকাছি হয় মানুষের আত্মার ওজন।

মৃত্যু অভিজ্ঞতা হয়েছে এইরকম মানুষ রেডিটে(ফোরাম/টাইপ) কমেন্ট করেছিল। তাদের অধিকাংশই বলেছে এটা ঘুমের মত। ঘুমিয়ে গেলে যেমন নিজের জ্ঞান আর থাকে না সেইরকম অভিজ্ঞতা।
কিন্তু আমার কাছে তাদের অভিজ্ঞতা যুৎসই মনে হয়নি। এর কারন কোরআন এ নিয়ে আমাদের কিছু জিনিস জানিয়েছে-

এক)

“Say: ‘The Angel of Death, put in charge of you, will (duly) take your souls. Then shall you be brought back to your Lord.” (32:11)


“Every self will taste death. You will be paid your wages in full on the Day of Rising. Anyone who is distanced from the Fire and admitted to the Garden, has triumphed. The life of this world is only the enjoyment of delusion.” (Quran, 3:185)
“Wherever you are, Death will find you out, even if you are in towers built up strong and high! “(4:78)

মউত থেকে কারো নিস্তার নাই। একজন মানুষকে যেইসকল দ্বায়িত্ব দেয়া হয়েছিল এইগুলোর জবাব দিতে হবে। যে দোজখ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবে এবং জান্নাতে যেতে পারবে সেই হল সফল। এই পৃথিবীতে যে জীবন সে তো এক প্রকার ভ্রান্তি। (তবে উপভোগ্য আছে)

দুই)
“And spend [in the way of Allah ] from what We have provided you before death approaches one of you and he says, ‘My Lord, if only You would delay me for a brief term so I would give charity and be among the righteous’. But never will Allah delay a soul when its time has come. And Allah is Acquainted with what you do.” (Quran, 63:10-11)

মরবার আগে আগে খরচ করতে বলেছেন আল্লাহ। শুধু ধন/সম্পদ জমিয়ে রাখলে তা কোন কাজে আসবে না। এমনও হইবে যে, এক লোক আল্লাহর কাছে বলবে, আমাকে আরেকটু সময় দিলেই তো আমি দান করার সুযোগ পেতাম। কিন্তু এটা তো মানুষ, আল্লাহ বুঝেন। কখনো করত না যতক্ষণ না তার সামনে মৃত্যু কিংবা পরকাল উপস্থিত হয়। আল্লাহ প্রকৃতির নিয়ম নির্ধারণ করে দিয়েছেন এবং মানুষের আয়ুও। এক সেকেন্ডো কম/বেশি হবে না, যার মরণ এসে গেছে, তাকে অবশ্যই তুলে নেওয়া হবে।

তিন)
“When their specified time arrives, they cannot delay it for a single hour nor can they bring it forward.” (Quran, 16:61)

“Indeed, Allah [alone] has knowledge of the Hour and sends down the rain and knows what is in the wombs. And no soul perceives what it will earn tomorrow, and no soul perceives in what land it will die. Indeed, Allah is Knowing and Acquainted.” (Quran, 31:34)

হুম, কেউ জানে না তার মৃত্যু কবে কোথায় হইবে। এমনকি আগামীকাল কি ঘটবে সে সম্পর্কেও কোন লোক কিছুই জানে না। অবশ্যই আল্লাহ ভবিষ্যত জানেন।

যাইহোক, মৃত্যু পরিস্কারভাবে বোঝা যাচ্ছে আমাদের সজ্ঞান অবস্থার ট্রান্সফার। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন সময় কত হইল/যাচ্ছে কিছুই জানি না। তাই ঘুমিয়ে পড়লে ৮ ঘন্টা/১০ ঘন্টা/১ ঘন্টা সব পরিমান সময়ই একই ব্যাপার।
এ ত্থেকে আমি ধারণা করছি, আমাদের মৃত্যুর পর আমরা ঘুমিয়ে যাবার মত সিচুয়েশনে চলে যাব। এখানে আমাদের কোন সেন্স থাকবে না তবে সব কনসাশনেশ সংরক্ষিত থাকবে মানে আত্মা আল্লাহ বিশেষ জায়গায় রেখে দেবেন। সেখানে হাজার বছর ধরে থাকা আর ১ দিন থাকাও সমান হবে।

“You (Allah) bring the Living outof the Dead, and You bring the Dead out of the Living” (3:27)
যাইহোক, মৃত্যু নিয়ে সরাসরি কোরআন থেকে আর তথ্য পাওয়া যায় না।

একজন মানুষের মস্তিষ্ক কার্যকরী থাকার কথা যখন সে মানুষের মরণ হয়। আল্লাহই মৃতকে জীবিত করেন, এবং জীবিতকে মৃত্যু দান করেন। মেডিকেল সায়েন্স থেকেও সায় পাওয়া গেছে, মৃত্যুর সময় একজন মানুষ প্যারালাইজড হয়ে যায় কারণ তার মস্তিষ্ক তখন যথা সম্ভব অন্যান্য কাজ বাদ দিয়ে কিভাবে এসেনশিয়াল পার্টে শক্তি যোগান দেওয়া যায় সে চেস্টাই করে থাকে। যেমন সে চায় হার্ট যাতে চালু থাকে কিন্তু হার্ট থেকেও যখন সে সাপোর্ট না পায় তখন কোষ সমুহের অন্তজ শক্তি ব্যবহার করে সে নিজেকে চালানোর চেস্টা করে।
মস্তিষ্কের এই ক্রমাগত নিজেকে টিকিয়ে রাখার চেস্টার কারণে একজন মানুষ তার শেষ নিজের চোখে দেখতে পারে। মানে তার আশেপাশের অবস্থা চোখে/কানের জন্য জানতে পারে। কিন্তু কিছু বলতে পারবে না কারণ তার এই দিকটা(বাক শক্তি/ইশারা ক্ষমতা) বেশ আগেই নিস্ক্রিয় হয়ে যায়।
এই পরিস্থিতি আসার আরো আগে মানুষ জানতে পারে তার সময় শেষ হয়ে গেছে। অনেক মানুষই পরিস্কার নিজের সময় শেষ ঘোষনা দিয়ে দেয় মৃত্যুর কিছুদিন আগেই।
তবে মেডিকেলি মৃত্যুর কিছু দিন আগে থেকেই একজন মানুষের শরীরের পাতলা হালকা হতে পারে। কারণ শরীরের কোষ রি-জেনারেশন ব্যাপারটা বন্ধ হয়ে যায়। প্রত্যেক মানুষ এই কারণেই বেঁচে আছে।
এ ছাড়া ফুসফুসের কার্যকারীতা কমে যায় ফলে শ্বাস নিতে কষ্ট হয়।

Physical signs that death is near include:

a sudden burst of energy
mottled and blotchy skin, especially on the hands, feet and knees.
blood pressure decreases
they cannot swallow
less urine
restlessness
difficult breathing
congested lungs


সহি হাদিসে মোটামুটি যা জানা যায় তার ভিত্তিতে বলা যায় যে আমরা অন্য একটা ডিমেনশনে প্রবেশ করব যেখান থেকে নিজের আশপাশ সম্পর্কে জ্ঞান/দেখার সুযোগ থাকবে। সেখানে মোটামুটি যথেষ্ট সময় দেওয়া হবে যাতে নিজের জানাযা/সৎকার্য দেখা যায়। এরপর কবর জগতে সিম্পল একটা ইন্টারভিউ নেয়া হবে যেখানে নিজের অতিবাহিত জীবন নিয়ে প্রশ্ন করা হবে।

ব্লগার রাজীব নুর এর মরতে চাওয়াটা আমাকে কিছুটা বিস্মিত করল। এ যে দুশ্চিন্তা থেকে মুক্তি!
কিন্তু আমি মৃত্যু নিয়ে তেমন ভাবি না। বরং এটা আমাকে গ্রাস করলেই যেন বেঁচে যাই। মানে, এই জীবনে প্রতি মুহুর্তে এত এত কাজ, এত ভাবনা, এত দ্বায়িত্ব যে যত কম সময় থাকা যায় ততই যেন মংগল। আর প্রতি মুহুর্তেই তো পাপের বোঝা ভারি করতেছি। তাই আমিও উনার সাথে একমত। মৃত্যু মানে জীবনের চরম সুখের একটা মুহুর্ত(ঈমানদারদের) যা জানা সম্ভব। জন্মের মুহুর্তটা কিরুপ তা জানা হয়ত সম্ভব না কারণ আমরা তো ভুলে যাই।
আহঃ মৃত্যু!
কত আকাংখিত একটা মুহুর্ত।


তবে সুইসাইড করে মরে গেলে তো যা সৎ কর্ম অর্জিত হয়েছে তাতে কালিমা লেপন করা হবে। অতএব সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে, কখন আল্লাহ এটা শেষ করে দেন।

যাক, আমি আর বেশি লিখতে চাই না কারণ এইসকল বিষয়ে জানার জন্য অভাব নাই রিসোর্স এর। তারপর আমি দুইটি লিংক শেয়ার করে
রাখতেছি।


independent.co.uk//news/science/what-happens-when-you-die

healthdirect.gov.au/the-physical-process-of-dying


medium.com/@xenovandestra/human-souls-journey-after-death-in-islam

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৮

মরুভূমির জলদস্যু বলেছেন: রসাত্মক মৃত্যু উপাখ্যান!!
মৃত্যুকে এরিয়ে যাওয়া যাবে না, তবে ভয় মূলত মৃত্যুর আগে জরাগ্রস্ত সময়টুকুর জন্য।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

জ্যাকেল বলেছেন: রসাত্মক হবে ইহা ভাবতে পারিনি।

মৃত্যুর আগে জরাগ্রস্থ সময় এটা আসলে একটু সমস্যাই বটে। কিন্তু ইহা পেরিয়ে যেতে হবেই।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর যুক্তি।যেটা আপনার মনের মত হয় সেটাই সত্য আর যেটা হয় না সেটাই মিথ্যা।আত্মার যেহেতু ওজন আছে এতয়েত অত্মা একটি বস্তু।বস্তুর যে সকল গুনাগুন আছে আত্মার তাই আছে।বাস্তবে কি তা আছে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১০

জ্যাকেল বলেছেন: আপনি সবসময় ক্যাচাল করতে চান, অহেতুক কথাবার্তা বলেন। কেন?

(আমি কোথাও বলিনি আমার মনের মত কিছু না হলে সেটা মিথ্যা)

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৪৫

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, " ...আমি মৃত্যু নিয়ে ভাবি না, গ্রাস করলে বেঁচে যাই"।

-মৃত্যু গ্রাস করলে বেঁচে যাওয়া হলে, প্রতিটি মানুষ বেঁচে থাকার চেষ্টা করতেন না; আপনার ভাবনায় ও ধারণায় সমস্যা আছে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৪

জ্যাকেল বলেছেন: সর্বদা স্মার্ট হওয়ার কারণ থাকতে পারে তবে ইহা অসম্ভব। কিন্তু আপনি একেবারেই বোকাচোদার মত একটা কথা বললেন।

"মৃত্যু গ্রাস করলে বেঁচে যাওয়া হলে, প্রতিটি মানুষ বেঁচে থাকার চেষ্টা করতেন না;"

১। প্রতিটি মানুষ না এখানে একজন মানুষ/আমার কথা ছিল।
২। এটা ফিগার অব স্পিচ ধরণের ছিল। ইহা না বুঝিতে পারলে ব্লগিং না করাই উত্তম।
৩। সবসময় অন্য ব্লগারকে কটুক্তি করা খুব খারাপ অভ্যাস। এটাকে ল্যাদান বলা হয়। ঘিলুতে ইহা যোগ করেন।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫৬

চাঁদগাজী বলেছেন:


মৃত্যু নিয়ে ব্লগে লক্ষ পোষ্ট এসেছে ইতিমধ্যে, এসব অর্থহীন কথার শুরুও নেই, শেষও নেই; আপনি নিজেই ইহার উপর হাজার পোষ্ট লিখতে পারবেন।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকে বলেন-একটা আলোর রশ্নির মধ্যে দিয়ে যাওয়া, কেউ বলেন অন্ধকার সুরঙ্গ দিয়ে যাওয়ার মত আসলে যে মরে সেই কেবল বলতে পারে কেমন লাগে।

পাপীদের মৃত্যু যন্ত্রনাদায়ক আর ঈমানদারদের মৃত্যু আরামদায়ক হবে এটাই স্বাভাবিক।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:১৬

জ্যাকেল বলেছেন: দ্বিতীয় অংশে একমত। তবে টানেল/রশ্মি এইসবই মানুষের কল্পনা/অনুমান। বাস্তবতা আমাদের জানা সম্ভব তবে জানার পরে অন্যকে জানানোর সুযোগ থাকবে না।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৪

জুল ভার্ন বলেছেন: ভালো লেগেছে।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২২

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৪৬

নূর আলম হিরণ বলেছেন: এক ব্যক্তি রোহিঙ্গা সংকটের সময় খাবার দান করতে গিয়েছিল, পথে এক্সিডেন্টে মৃত্যে হয়। সে যদি বলে আমাকে আরেকটু সময় দিলে দান করে আসতাম। তাকে কি বলা হবে এটা তো মানুষ আমি বুঝি?

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৪

জ্যাকেল বলেছেন: এইটা হইল পেচকি লাগানর ধান্দা। কারো নিয়ত যদি থাকে দান করার এবং সে উদ্যোগী হয় তখনই তার আমলনামায় ইহা উদৃত হইয়া যায় বলিয়া জানা যায়। পথে সে যেকোন কারণে মারা গেলেই কি আর না গেলেই কি। সে কোন কারণে বিফল হয়ে গেলেও উহা আমলনামায় থেকে যাবে।

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৩

রাজীব নুর বলেছেন: মৃত্যুর পর যদি পরকাল থাকে। তগাহলে আমি সেই পরকালে খেল দেখাতে চাই।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৫

জ্যাকেল বলেছেন: খেল দেখাইতে চাইলে মন থেকে বিদ্বেষ, প্রতিহিংসা এইসব জিনিস ঝাইড়া মুইছা ফালায়া দেন।

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৪

হাসান মাহবুব বলেছেন: মৃত্যুর চেয়ে বিভৎস ভয়ের আর কিছু নাই। কইলাম একটা কথা, শেষ মুহূর্তে মিলায় নিয়েন।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

জ্যাকেল বলেছেন: আপনার কথা সত্য হইতে পারে, নাও হইতে পারে। তবে যেভাবে মানুষগণ চিত্রিত করেছেন তাহাতে আপনার এই ভাবনা পাওয়াই স্বাভাবিক। আমি চাই মৃত্যু হবে এক প্রকার অর্গাজমের মত। এর চেয়ে মধুর আর কিছুই হতে পারে না।

১০| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪২

মোঃ আয়ান মিয়া বলেছেন: আত্মা কি শারীরিক অঙ্গ? উত্তর না। আত্মা বহিরাগত এক শক্তি। যে শক্তির ওজন আছে কি নাই, তা গবেষনা করতে কোন বাঁধা নেই। যেহেতু মানুষের জ্ঞান সীমিত, বিজ্ঞান দিয়ে আত্মা কি তা বুঝাও মানুষের জ্ঞানের বাহিরে। ধন্যবাদ

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৮

জ্যাকেল বলেছেন: বিজ্ঞান দিয়ে আত্মা কি তা বুঝাও মানুষের জ্ঞানের বাহিরে।

আপনাকে ধন্যবাদ এমন সবাস্তব কথা বলার জন্য। আসলে বিজ্ঞান দিয়ে কখনোই প্রমাণ করা সম্ভব না

১। আল্লাহ/খোদা/সৃষ্টি কর্তা
২। ফেরেশতা
৩। জ্বীন
৪। আত্মা

১১| ০৬ ই ডিসেম্বর, ২০২১ ভোর ৬:০১

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, কোরানে আছে, মৃত্যুর পুর্বে কিছু সিম্পটম দেখা দেয়, ইহার একটি হচছে: less urine।

ইহাতে প্রমাণ হয় যে, কোরান শরীফ মানুষের লেখা; আরব বেদুইনদের মাঝে বৃদ্ধ বয়সে প্রষ্টেট সমস্যা খুবই বেশী।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৩২

জ্যাকেল বলেছেন: আপনি বলেছেন, কোরানে আছে, মৃত্যুর পুর্বে কিছু সিম্পটম দেখা দেয়, ইহার একটি হচছে: less urine।

ইহা আমি বলিনি। কোথায় পাইছেন? নাকি আজকে আমেরিকায় একটু বেশি ওয়াইন গিলে ফেলেছেন? আপনার স্বাস্থ্য কিন্তু অতটা ভাল না। একটু কম করে খান।

১২| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: প্রতিটি জীবিত বস্তুই তার জন্য নির্ধারিত সময়ে মৃত্যুর (স্থির) সাধ গ্রহণ করবে, এ ব্যাপারে কোন সন্দেহ নেই।

মহান আল্লাহপাক আমাদেরকে কিছু দায়িত্ব-কর্তব্য দিয়ে এবং নির্দিষ্ঠ সময়ের জন্য এ দুনিয়ায় পাঠিয়েছেন। এসবের মাঝে মৃত্যু চিরন্তন সত্য ।মৃত্যু বিভীষিকাময় নয় তবে উপভোগ্যও নয়। তবে এর জন্য যে সব প্রস্তুতি আছে তা নেয়া থাকলে তা গ্রহণ মানষিক ভাবে অনেকটা সহজ হয় । কারন, চাইলেই তা কেউ এড়াতে পারবেনা ,কাজেই তাকে স্বাভাবিকভাবে নেয়া এবং তার জন্য সর্বদা প্রস্তুতি থাকা আমাদের উচিত।

তবে,আমরা বেশীরভাগ মানুষই এমনভাবে দুনিয়ায় বিচরন করি যেন আমরা কখনোই এ দুনিয়া ছেড়ে যাবনা এবং মরণের পূর্বমুহুর্ত পর্যন্ত আমরা না ভাবি মরণ সম্পর্কে এবং না থাকে প্রস্তুতি।

০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

জ্যাকেল বলেছেন: আপনার সাথে সর্বতোভাবে একমত পোষণ করতেছি। যদি সরকার আইন করে লোকদের বলে দিতেন প্রতিদিন একবেলা মৃত্যুর কথা ভাবতে। তাহইলে মনে হয় খারাপ কাজ/সমস্যা কিছু কমত।

১৩| ২৫ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মৃত্যু নিয়ে ভাবলে মাথা ঠিক থাকে না। অসুস্থ হয়ে যায়। এই পৃথিবী ছেড়ে যাওয়া ভয়াবহ ব্যাপার। আর যন্ত্রণার কথা তো বাদ ই দিলাম।

২৬ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৬

জ্যাকেল বলেছেন: ইহা না জানা ভয়ের কারনে। আপনি জানেন না বলেই এটা ভয়ংকর হবে সেরকম ধারণা করার কি দরকার আছে। ধন্যবাদ রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.