নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ট সন্তান

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৪

যখন সরকারী ফোর্স ব্যবহার করে সন্ত্রাস সৃষ্টি করে এ দেশের মানুষকে ডাউন করে রাখতে চেয়েছিল পাক সরকার তখনকার প্রতিকূল পরিবেশ বোঝা এই জেনারেশনের পক্ষে সম্ভব না। সেই ভয়াবহ অবস্থাকে ভয় না পেয়ে যারা অস্ত্র হাতে দানব শক্তির বিরুদ্ধে নামতে স্পর্ধা করেছিল, যে আবেগ নিয়ে যুদ্ধে নেমেছিল সেটা এখনকার জেনারেশন বুঝতে পারবে না।
তখন যদি এই সোনার সন্তানেরা না নামত হয়ত আজো উর্দুভাষীদের দ্বারা নির্যাতিত নিপিড়িত হইতে হইত আমাদের। জামাত/রাজাকার দলগুলো তখন ক্ষমতা পরিচালনা করত আর জীবনকে ত্যানা ত্যানা করে ফেলত।
যাইহক, সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। জামাত নামক বিষফোঁড়া থেকেও এই দেশ মুক্তি পাবে আশা করা যায়। কিন্তু স্বাধীনতার সুফল জনগণকে না দিয়ে বঞ্চিত করা হচ্ছে। এর শুরুটা করেছিলেন স্বয়ং বংগবন্ধু। তাঁর উচিত ছিল ইন্দিরা গান্ধীর সাথে থেকেই দেশ পরিচালনা করা। একক বাকশাল ইত্যাদি রাশিয়ার পরামর্শ মেনে করা হয়েছিল যা বংগবন্ধু'র সাথে যায় না। কিন্তু ভুল পথে পা দিয়ে ফেরত আসা খুবই কঠিন, সেই ভুলের মাশুল দিতে হইল তাঁকেই।
মাওলানা, তাজ সাহেব উনাদের সাথে নিয়ে কওমী নেতৃত্ব নিয়ে ভালই দেশ চালান যেত যা শেখ সাহেব গোনায় ধরেন নি। ফলে অবিসংবাদিত নেতা' হিসাবে অবিতর্কিত অবস্থান তাঁর জন্য প্রযোজ্য হইতে পারে না।
আজকে দেশের যে ভয়াবহ দুর্নিতি ইহা শেখ সাহেবের ব্যর্থতার ক্রমাগত ফলাফল। উনার থেকে ক্ষমতা আনার্কি, তারপর জিয়া, তারপর এরশাদ।
লেঃজেঃ এরশাদ সাহেব করেছিলেন খারাপ কাজ। ভনিতা করে, দুর্নিতির বিষ ছড়িয়ে দেশকে আজকের এই অবস্থায় নিয়ে আসার ভয়াবহ প্লট করেছিলেন তিনিই। সাধারণ মানুষদের এত কষ্ট করতে হচ্ছে এই ক্রিমিনাল লোকের কারনে।
অথচ উনার আগে মেঃজেঃ জিয়ার শাসনের সময় দেশে নববিপ্লব সাধিত হয়েছিল যার মধ্যে গার্মেন্টস শিল্প, বিদেশে জনশক্তি প্রেরণ, মেডিকেল ইত্যাদি ছিল। এই দেশের আজকের বৈদশিক ভান্ডার সমৃদ্ধ হইতেছে মুলত গার্মেন্টস আর জনশক্তির প্রেরিত পয়সা থেকেই। আজকে এই দেশের মুরাদ টুরাদ বধমাইশগুলা দেশে তেলতেলাইয়া চলতে পারতেছে সরকারে টাকা থাকার কারনেই। যদি রিজার্ভে এই বিলিয়ন বিলিয়ন ডলার না আসতে থাকত তবে ভিক্ষার থালা হাতে নিয়া ভারত, চীন দৌড়ান লাগত।
কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানী, আমাদের সেই সমস্যায় পড়তে হচ্ছে না বরং আওয়ামীলীগ সরকার সহ অন্যান্য সরকারের সময়ে ক্রমাগত দেশের বিভিন্ন সূচকে উন্নতি দেখা যায় যা ভারত, পাকিস্থান থেকেও অনেক সময় ভাল।
কিন্তু যতই সূচক ভাল হউক, এই দেশের পদে পদে সমস্যা, দুর্নিতি। দেখলে গা জ্বলে। আমি দুবাইয়ের টিকিট করতে আজ বিমানের ওয়েবসাইটে গিয়ে দেখি টিকিট করার অপশনই নাই। ট্রেনের টিকিট কাটতে গিয়ে দেখা যায় নাই। অথচ বছর শেষে ট্রেনের আর্থিক ক্ষতি বেশি থাকে। একটা আট হাজার টাকার কম্পিউটারের দাম দেখান হয় চার/পাঁচ লাখ টাকা। বালিশ দুর্নিতি শুধু রুপপূরে না, সব খানেই আছে। ১০ টাকার সকালের নাস্তা ৩০০ টাকা বিল দেখান হইতেছে হসপিটালে। জেলের কয়েদীদের যে খাবার দেওয়া হয় তার ১০% তাদের খাছে পৌছে কি না সন্দেহ।
যাক, এইসকল হতাশার চেয়ে আরো বড় হতাশার দেশ হইতে পারত বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের লাখো সালাম, যে তাঁরা সেই শোষন থেকে আমাদের রক্ষা করেছেন।
দেশ মাতৃকার প্রতি এই ভালবাসা মুক্তিযোদ্ধাদের ছিল, আজও আছে। কিন্তু আমাদের এই জেনারেশনের কেন নেই?
এখানে আওয়ামীলীগ সরকারের সীমাহীন দুর্নিতি (আগের সরকারের চেয়ে ধারণাতীত বেশি), চাকুরেদের লোভ, প্রশ্নফাঁস ইত্যাদির কারনে আমরা এগুতে পারছি না।
বংগবন্ধুর রেখে যাওয়া দল এর এই অবস্থা যদ তিনি দেখতে পারতেন তবে হয়ত বলতেন, এই তো চাটার দল না, রাক্ষসের দল, আমি কি এই রাক্ষসের দল চেয়েছিলাম?

মন্তব্য ৪১ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকীরা কি 'সন্ত্রাস সৃষ্টি' (আপনার ভাষায় ) করেছিলো, নাকি যুদ্ধ শুরু করেছিলো?

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৮

জ্যাকেল বলেছেন: আপনি মন্তব্য করা/না করা একই কথা। আপনি আলোচনা করতে পারেন না। মাঝ থেকে সটকে পড়েন,সবসময়ই গড়বড় বলেন। নিজের মনে যা আসে তাই অন্যের মাঝে দেখতে চাওয়া মানসিক অসুস্থতা।

২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:



শেখ সাহবের যায়গায় আপনি গোলাম আজমকে দেখতে চেয়েছিলেন?

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

জ্যাকেল বলেছেন: উনি কি আপনার খুব ঘনিষ্ট বন্ধু কেউ হন?

৩| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


আপনার ব্লগিং তো গোলাম আজমের পক্ষে যায়, আপনার বন্ধুরা আমার বন্ধু হতে পারার কোন সম্ভাবনা আছে?

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৫

জ্যাকেল বলেছেন: গোঃ আজম ইহাদের সময় ভাল না, তাই ইহাদের সাথে বন্ধুত্ব কাট নাকি। ইহা তো মুনাফিকি। আমি তো ইহাদের প্রশ্র‍য় তো দুরের কথা, ধারে কাছেও নাই। তাই ইহাদের নাম আমার মনে আসে না। আপনার আসতেছে। কাহিনী কি? ;) বলেন

৪| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৫

চাঁদগাজী বলেছেন:


যুদ্ধ শব্দ ব্যবহার না করে, "পাকিস্তানীরা সন্ত্রাস সৃষ্টি করে" লেখার মানে কি?

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

জ্যাকেল বলেছেন: ভাবছিলাম আপনার সাথে ডিসকাশনে যাইব না কিন্তু বাধ্য হইলাম আপনার কুখ্যাত ছাগলামির কারনে। অফিসিয়ালি যুদ্ধ তো শুরু হইয়াছে ডিসেম্বরে। আর বাংলাদেশের স্বাধীনতা ২৬ মার্চে করেছিলেন মেঃ জিয়া। (বংগবন্ধুর পক্ষে)
পাকিরা ২৫ মার্চ রাত থেকে অপারেশন সার্চ লাইট শুরু করেছিল যাতে আওয়ামীলিগ ও হিন্দুদের সাইজ করা যায়। এইটা কোন যুদ্ধ ছিল না। ছিল নিরস্ত্র মানুষকে খুন। ভারত/গোয়েন্দাদের তথ্য সহযোগিতার কারনে আওয়ামীলিগ এর তেমন কোন ক্ষতি হয় নাই, যা ক্ষতি হইবার তো সাধারণ মানুষের হইয়াছে। যুদ্ধ শুরু হয়েছিল যখন জিয়া স্বাধীনতার ঘোষনা দেন তখন থেকে।
এখন তেনা বহু রকমে পেচান যায়, এই পেচানো বন্ধ করতেই অফিসিয়াল স্টেটমেন্ট, ইভেন্ট ইত্যাদির প্র‍য়োজন হয়। আপনি যেইটা বলতে চাইতেছেন যুদ্ধ শুরু হয়েছিল ২৫ মার্চ রাতে, এইটা সঠিক নয়। এই আক্কেল অন্তত থাকা উচিত।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২

চাঁদগাজী বলেছেন:


কাহিনী হলো আপনি এই ধরণের পোষ্ট দিয়ে শেখকে ছোট করার চেষ্টা করছেন, এটা হলো আপনাদের কৌশল।

১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

জ্যাকেল বলেছেন: আপনি তো প্রতিদিন পারলে প্রতিদিন কমসে কম একটা করে উনাকে জুতা দিয়ে বাড়ি মারেন। আপনার কাছ থেকে শেখ সাহেবের ডিফেন্ড সর্ষের মইধ্যে ভুত।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

নীল আকাশ বলেছেন: দেশে দুর্ভিক্ষ হয়েছিল ক্রমাগত লুটপাট এবং দল বেঁধে ব্যাংক ডাকাতির জন্য।
রাষ্ট্রীয় পর্যায়ে যেখানে দূর্নীতি করা হয়, কেউ প্রতিবাদ করলে লাল বাহিনী, সবুজ, র* বাহিনী পাঠিয়ে মেরে ফেলে সংসদে সদর্ভে জিজ্ঞেস করা হয় "কোথায় তোদের সি*** শি***" সেখানে আপনি কী এরচেয়ে বেশি আশা করেন?

১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০০

জ্যাকেল বলেছেন: সেই ভয়াবহ নৈরাজ্য ছিল তৎকালীন অযোগ্য লোকেদের কর্মের ফসল। চাটামি করে করে এরা সব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছিল। আর্মির সাথে তাই একটা দুরত্ব তৈরি হয়ে গিয়েছিল যা শেখ সাহেব মেটাতে সেইভাবে চেস্টা করেন নি। তিনি মনে করেছিলেন এরা আমার ছেলের মত, এরা কখনই এত সাহস করবে না।
আর সিরাজ শিকদারকে প্রতিশোধ/প্রতিহিংসা যাই বলা হোক, এইভাবে রাস্ট্রীয় শক্তির অপব্যবহার করা ছিল খুব বাজে দৃষ্টান্ত
সব মিলিয়ে সোনা হাতে পেয়ে ইহাতে খাদ মেশানোই কর্ম হয়ে গিয়েছিল দুর্ভাগ্যজনকভাবে। শেখ সাহেব সেটা প্রতিরোধ করেন নি। সাধারণ মানুষের যে মায়া উনি পেয়েছিলেন সেইটা উনার থেকে রেস্পন্ড করা হয়ে ওঠেনি। সিরাজ এর সময়ে মীর জাফর যেভাবে ভেতর থেকে সব নষ্ট করে ফেলেছিল। বংগবন্ধুর সময় এইরকম মীরজাফরেরা ভর করেছিল উনার আশেপাশে।

৭| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৪

নীল আকাশ বলেছেন: মোস্তাকের ক্যাবিনেটের ১৫ জন মন্ত্রী ছিল শেখ মুজিবের নিজের ক্যাবিনেটের মন্ত্রী। এরা বা'লের প্রডাক্ট। উনি মোস্তাককে প্রাধান্য দিতেন তাজউদ্দিনের উপর। ক্ষোভে তাজ সাহেব প্রায় নিরব হয়ে গিয়েছিলেন।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

জ্যাকেল বলেছেন: আওয়ামীলীগ দল হিসাবে মোটামুটি একটি সমস্যাপূর্ণ দল। ওয়ান ইলেভনের সময়ও দেখা গেছে দলের অনেক বড় নেতা আর্মির সাথে নিজ দলের নেত্রীর বিপক্ষে কুট চাল খেলতে। বিএনপিরও ছিল তবে ঐতিহাসিক সত্য আওয়ামীলিগে সুবিধাবাদ অনেক বড় একটা সমস্যা। খন্দকার মোস্তাক এর মত থার্ড ক্লাস পাবলিক চিনতে শেখ সাহেব ভুল করেছিলেন। আর তাজ সাহেব এর মত আদর্শিক মানুষ চিনতে পারলেন না। খুবই দুঃখজনক। জাতিকে গড়ার সোনালী সময় শেখ সাহেব নিজ দলের চাটাদের কাছে হেরে গেলেন।

৮| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৯

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন: আপনি তো প্রতিদিন পারলে প্রতিদিন কমসে কম একটা করে উনাকে জুতা দিয়ে বাড়ি মারেন। আপনার কাছ থেকে শেখ সাহেবের ডিফেন্ড সর্ষের মইধ্যে ভুত।

-শেখ সাহেবকে সমালোচনা করার ক্ষমতা রাখেন স্বাধীনতার পক্ষের মানুষদের মাত্র।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৮

জ্যাকেল বলেছেন: আপনি হচ্ছেন বাকস্বাধীনতার ১ নম্বর শত্রু। সেখানে স্বাধীনতার পক্ষের লোক হন কি করে?বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আপনার সঠিক ধারণা নেই। আপনি ভেজালি মন্তব্য করেন সবসময়। আগে শিক্ষিত হোন, নুন্যতম চলাফেরার জ্ঞান অর্জন করেন , তারপরে ব্লগে ট্রাক্টর চালাতে আসেন।

৯| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০২

রংবাজপোলা বলেছেন: লেখাটা ভালাই ল্যাখছেন। এক নিশ্বাসে পাইরা লইলাম।

তয় যে জাতি য্যামন তারা ত্যামনিই নেতা পাবেন, হেইটাই কি সাচ্চা না? নেতাদের দোষ দিইয়া আমরা হইবেক কি? আগে নিজেরাই ভালা হইতে হইবেক। রাহেন আপনার রিজার্ভের টাহার কথা। আমরা গরীব জাতি - অর্থ, বৃত্তে আর মননে - হেইটাই মানতে হবে, আর সেইজন্যে নিজেদের শিকখিত করতে হইবে। শিকখা ছাড়া কোন উপাই নাই আমাগো। হেইটা আমজনতা যত তাড়াতাড়ি বুঝবো ততই মনগল।

লেখাটা গোছাল, জব্বর হইছে।"অনুসরনে" রাইখ্যা দিলাম। সামনের লেহাগুলি পইরবো।

কদমবুছি লইয়েন।

১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

জ্যাকেল বলেছেন: আপনার নিক নতুন, মানে বোতল নতুন। পানীয় চেস্টা করতেছেন নতুন করতে কিন্তু ইহা পুরনোই থেকে যাইতেছে। ;)

১০| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:



@নীল আকাশ বলেছেন,

কেবিনেটটা মোস্তাকের ছিলো, নাকি মিলিটারীর ছিলো, উহা আপনার মাথায় ঢুকবে কোনদিন? ১ পয়সার রাজনৈতিক এনালাইসিস!

১১| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:২০

চাঁদগাজী বলেছেন:




আপনি বলেছেন, "পাকিরা ২৫ মার্চ রাত থেকে অপারেশন সার্চ লাইট শুরু করেছিল যাতে আওয়ামীলিগ ও হিন্দুদের সাইজ করা যায়। এইটা কোন যুদ্ধ ছিল না। ছিল নিরস্ত্র মানুষকে খুন। "

-২৫ শে মার্চের পাকী আক্রমণ "যুদ্ধ" ছিলো না? বেংগল রেজিমেন্ট, ইপিআর ও পুলিশকে আক্রমণ করাটা "যু্দ্ধ" ছিলো না? আপনারা পরোক্ষভাবে এখনো পাকীদের আক্রমণকে সমর্থন করে চলেছেন!!!!!

১৭ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

জ্যাকেল বলেছেন: যুদ্ধ/ওয়ার আর ব্যাটল এর পার্থক্য শিখেন, ডিকশানির লিং ফ্রিতে দিতে পারব। অযথা তর্ক করে সময় নষ্ট করবেন না। বাংলাদেশের স্বাধীনতা করার আগ পর্যন্ত ইহা বাংলাদেশ হয়নি এবং যুদ্ধ শুরু হয়নি। খন্ড খন্ড যুদ্ধ অনেক হইয়াছে কিন্তু পুলিশ/ইপিআর এরা মুক্তিযোদ্ধা হিসাবে যুদ্ধ শুরু করতে কয়েক সপ্তাহ সময় লেগেছিল। সরকার ও সেক্টর এইগুলো নির্মিত হইতে/একশানে যাইতে যাইতে অনেক সময় পার হয় যেইটা যুদ্ধ শুরুর প্রস্তুতি পর্ব বিবেচনা করা যায়।
২৫ মার্চ রাতে পাকি মিলিটারি ক্রাকডাউন শুরু করেছিল এবং ইহাই যুদ্ধে পরিণত হইয়াছে বাংগালী জনতার প্রতিরোধ থেকে।

১২| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "পাকিরা ২৫ মার্চ রাত থেকে অপারেশন সার্চ লাইট শুরু করেছিল যাতে আওয়ামীলিগ ও হিন্দুদের সাইজ করা যায়। এইটা কোন যুদ্ধ ছিল না। ছিল নিরস্ত্র মানুষকে খুন। "

-জামাত আজো বলে যে, ১৯৭১ সালে "গন্ডগোল" হয়েছিলো; উহা যদি গন্ডগোল হয়, জামাত কেন ৫৫ হাজার "রাজাকার" মিলিশিয়া দিলো পাকী বাহিনীকে?

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০০

জ্যাকেল বলেছেন: আপনার শাগরেদ জামাত কি বলে না বলে সেইটা এখানে আনার মানে কি? জামাত নামক বিষফোঁড়ার কারণেই আজ ভারতের কুচক্রীরা এই দেশে এত অপতৎপরতা চালাইতে পারতেছে। এরা সারা জীবন ভুল রাজনীতি করতেছে, শিক্ষা হয়নি কভু। আপনি এদের ওকালতি করতেছেন কেন?
দেখা যাচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধার মতই কথাবার্তা বলতেছেন।

১৩| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



আপনি বলেছেন, "পাকিরা ২৫ মার্চ রাত থেকে অপারেশন সার্চ লাইট শুরু করেছিল যাতে আওয়ামীলিগ ও হিন্দুদের সাইজ করা যায়। এইটা কোন যুদ্ধ ছিল না। "

-চট্টগ্রাম শহরে ৮ম বেংগল রেজিমেন্ট, আগ্রাবাদ রেডিও ষ্টেশনে পাহারারত ইপিআর'দের আক্রমণ ও ঢাকার পুলিশ লাইন আক্রমণ কি যু্দ্ধ ছিলো না? এই ধারণা থেকে শ্রেষ্ঠ সন্তানদের নামে পোষ্ট লিখেছেন?

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৩

জ্যাকেল বলেছেন: এরা দেশ থেকে সকল বিদেশী সাংবাদিক বিদায় করে হত্যাযজ্ঞে মেতেছিল। এটা কোন যুদ্ধ ছিল না(২৫ মার্চ রাতে)। আচ্ছা, আপনে তো মুক্তিযোদ্ধা, তো বলেন তো সর্বপ্রথম আমাদের কোন জায়গায় প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল?

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৪

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "পাকিরা ২৫ মার্চ রাত থেকে অপারেশন সার্চ লাইট শুরু করেছিল যাতে আওয়ামীলিগ ও হিন্দুদের সাইজ করা যায়। এইটা কোন যুদ্ধ ছিল না। "

আপনি যাদেরকে "শ্রেষ্ট সন্তান" বলেছেন, উনারা কি যু্দ্ধ করেছিলেন ১৯৭১ সালে, নাকি ব্লগিং করে শ্রেষ্ঠ সন্তান হয়েছিলেন?

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৪

জ্যাকেল বলেছেন: সতর্কঃ আপনার এই টাইপ ছাগলামি বেশিরভাগ মানুষ কিন্তু সহ্য করেন না। আমি আপনাকে ওয়ার্ন করতেছি, এইভাবে ছাগলামি করলে কমেন্ট ব্যান মেরে দেব।

১৫| ১৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: আমার নিজের লোক (বড় চাচা) মুক্তিযোদ্ধা । এই বার তের বছর সরকারী কোনো সুবিধা পায়নি এবং বিএনপি করে বলে দৌড়ের উপর রাখছে মামলা দিয়ে‘ অথচ শ্রেষ্ঠ সন্তান!

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৫

জ্যাকেল বলেছেন: তারা শ্রেষ্ট সন্তান কি ভাতা/ইত্যাদি পাবার জন্য? নাকি দেশকে শত্রু মুক্ত করতে সাহস করেছেন এই কারনে?

১৬| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১:২৮

রাজীব নুর বলেছেন: ব্লগে চাঁদগাজী ছাড়া মুক্তিযুদ্ধের কথা কেউ নিরপেক্ষ ভাবে লিখতে পারে না।
ইতিহাস বলার সময় নিজেকে নিরপেক্ষ রাখতে হয়।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:০৬

জ্যাকেল বলেছেন: তেল মারা খাসলত ছাড়েন, এটা ভাল না। ব্যক্তিত্ব থাকে না।

১৭| ১৭ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এক জায়গায় মন্তব্য করেছেন যে অফিসিয়ালি যুদ্ধ শুরু হয়েছিল ডিসেম্বরে। এটা একটা ভুল তথ্য (পাকিস্তানি এবং ভারতীয়রা এটা বলে থাকে)। পাকিস্তানীরা যুদ্ধ শুরু করেছিল ২৫ মার্চের শেষ প্রহরে নিরস্ত্র বাঙালিদের উপরে। আর ভারতের সাথে পাকিস্তানের আনুষ্ঠানিক যুদ্ধ শুরু হয় ডিসেম্বরের ৩/৪ তারিখে। পাকিস্তান প্রথমে ভারতের পশ্চিম পাশে আক্রমন করে। এই কারণে ভারতীয়দের কাছেও আলাদাভাবে ১৬ ডিসেম্বরের গুরুত্ব আছে। ওরাও এটা পালন করে।

জিয়াউর রহমান ২৬ মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেননি (এটাও ভুল তথ্য)। ২৭ তারিখে করেছিলেন। জিয়ার আগে ২৬ মার্চ তারিখে বঙ্গবন্ধুর পক্ষে ওনার পাঠানো বার্তা অনুযায়ী আরও একজন বা দুইজন স্বাধীনতার ঘোষণা পাঠ করেন (চট্টগ্রামের স্থানীয় আওয়ামীলীগ নেতা। সম্ভবত এম এ হান্নান একজন।)। তবে সামরিক কর্মকর্তা হিসাবে জিয়াউর রহমানের ঘোষণা পাঠ মানুষকে যুদ্ধের জন্য বেশী উজ্জীবিত করেছিল। মানুষ বুঝতে পেরেছিল যে সামরিক বাহিনীর বাঙ্গালীরা যুদ্ধের জন্য তৈরি। বঙ্গবন্ধু একটা বার্তা পাঠানোর যন্ত্র একজন টেকনিশিয়ানকে তৈরি রাখতে বলেছিলেন এবং ২৬ মার্চের প্রথম প্রহরে বার্তা পাঠানো হলে সেটাকে ভেঙে ফেলতে বলেছিলেন ( এটা তার গ্রেফতারের কিছুক্ষণ আগের কথা। ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং বঙ্গবন্ধুর একজন সহকারি এই ব্যাপারে বলেছেন পরবর্তীতে)। ঐ সময়ের আন্তরজাতিক অনেক গণমাধ্যমে ২৬ মার্চে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কথা উঠে এসেছে। পাকিস্তানি একজন বড় সামরিক কর্মকর্তা তার বইয়ে উল্লেখ করেন যে মূল বেতারের ফ্রিকোয়েন্সির কাছাকাছি একটা ভিন্ন ফ্রিকোয়েন্সিতে খুব ক্ষীণ কণ্ঠে এই ধরণের একটা স্বাধীনতার ঘোষণা তারা শুনেছে। তাদের কাছে মনে হয়েছে এটা আগে থেকে রেকর্ড করা ছিল। ঐ সময় বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষণা দেয়ার অপরাধেই পাকিস্তানীরা দোষারোপ করেছিল আন্তর্জাতিক অঙ্গনে। তাকে গাদ্দার বলেছিল। সম্ভবত একাধিক মাধ্যম ব্যবহার করা হয়েছিল। ইপিআরের ওয়্যারলেসের মাধ্যমেও বার্তা পাঠানোর চেষ্টা হয়েছিল।

আপনার মন্তব্যে এই দুইটি ইতিহাস বিকৃতি মুলক কথা আছে।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৭

জ্যাকেল বলেছেন: আন্তরিকভাবে দুঃখিত, এটা খেয়াল করিনি যে ২৬ তারিখ লিখেছি। নিতান্তই সতর্কতার ভুল।

যাইহক, যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের দিক থেকে কবে এটা আসলেই একদম পরিস্কার না। কারণ বাংলাদেশ সরকার ১৭ এপ্রিল গঠিত হয়। এর পরে মে মাস থেকে গেরিলা গ্রুপগুলো অপারেশন শুরু করে। বলা চলে মে মাস থেকে যুদ্ধ শুরু হয় বাংলাদেশের থেকে।

১৮| ১৭ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৩৬

চাঁদগাজী বলেছেন:



আপনার ভাবনাচিন্তা বাংগালীদের অনুকুলে নয়; ফলে, আপনি যতই ভাব দেখান, ইহা কাজ করবে না।

১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৮

জ্যাকেল বলেছেন: আপনি কেন ব্লগে বারবার জেনারেল হন, শিক্ষা হয়না। যাইহোক, এইটা শেষ ওয়ার্নিং, অহেতুক কথাবার্তা আমার বরাবরই অপছন্দ।

১৯| ২০ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শিরোনামে সহমত। +++

২০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ।

২০| ২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৪

জুল ভার্ন বলেছেন: গুড পোস্ট।

২২ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫২

জ্যাকেল বলেছেন: আন্তরিক ধন্যবাদ।

২১| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ রাত ৮:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: পোস্টটি ভালো লাগলে++
শুভেচ্ছা আপনাকে।

০৫ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫১

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.