নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি এবং তার ছেলে আর সাথে একটি গাধা

৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৬

অনেক আগের কথা। গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি এবং তার ছেলে। সাথে একটি গাধা।
উহাকে নিয়ে বাজারে যাচ্ছিলেন। গ্রামের লোকেরা দেখছিল বাপ আর বেটাকে। যখন তারা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন একজন তাদের পাশ কেটে যেতে যেতে বললো, "দেখ আজকাল কি যুগ পড়েছে। নিরীহ গাধাটার উপর বাপ/বেটা দুইজনেই চড়তেছে"

লোকটি নিজের ভার বেশি বিবেচনা করতঃ ছেলেটিকে গাধার পিঠে রেখে নিজে হাঁটতে লাগল। এভাবে কিছুক্ষণ চলল। তবে শীঘ্রই একদল বাজারী তাদের অতিক্রম করে যাচ্ছিলেন। তাদের মধ্যে একজন প্রৌড় লোক স্বগতোক্তি করে বলে ওঠলেন: "এই অলস যুবকটিকে দেখুন, সে তার বাবাকে হাঁটাইতেছে আর নিজে গাধাটার ওপর চড়ে বসিয়া যাইতেছে। কি যুগ এলো রে বাবা! ধুর!"

ওই লোক এবং তার ছেলে দেখল ভারি বিপদ তো। অগত্যা যুবক ছেলেটাকে নামতে নির্দেশ দিল, এবং পিতা নিজেই উঠে পড়ল। এইভাবে বেশ কিছুক্ষণ তারা চলল। কিন্তু দু'জন মহিলা তাদের এই কান্ড দেখে একজন অন্যজনকে মুখ টিপে বলাবলি করতে লাগল। "অকর্মণ্য পিতার কান্ডটা দেখ। নিজের ছেলেকে কি কি কষ্ট দিচ্ছে, নিজে গাধার ওপর বসে কি আরামে যাচ্ছে। শেইম থাকা উচিত।"

ঠিক আছে, লোকটি কী করবে তা জানত না, তবে শেষ পর্যন্ত সে তার ছেলেটিকে গাধায় তার সামনে নিয়ে গেল। ততক্ষণে তারা শহরে এসে পৌঁছেছে, এবং পথচারীরা তাদের দিকে ঠাট্টা ও ইশারা করতে শুরু করেছে। লোকটি থামল এবং জিজ্ঞাসা করল তারা কি নিয়ে উপহাস করছে। লোকগুলো বললো, "তোমার ও তোমার ছেলের সেই গরীব গাধাকে ওভারলোড করার জন্য তোমার কি লজ্জা হয় না?"

কি মুশকিল? লোকটি চিৎকার করে বলল। দুজনেই কি করা উচিত ভাবতে ভাবতে এগুতে লাগল। অবশেষএ তারা একটি বাঁশের খুঁটি দিয়ে গাধার পা বেঁধে ফেলল। তারপর খুঁটি দিয়ে সেই গাধাটিকে তাদের কাঁধে তুলে পথ চলতে লাগল। কিন্তু এর মধ্যেই তারা বাজারে পৌঁছে গেল। লোকেদের প্রচন্ড হাসির মধ্যে তারা বাজারের বড় সেতুতে এসে পৌঁছতে না পৌঁছতে, গাধাটি তার একটি পা আলগা করে, বেশ জোরে এক লাথি মেরে যুবক ছেলেটিকে আঘাত করে। যুবক ছেলেটি হতভম্ব হয়ে কি করবে? এইদিকে গাধাটি সেতুর নীচে পড়ে যায়। তার দুই পা এক সাথে বাঁধা থাকায় সে চোখের সামনেই ডুবে গেল। বাপ ছেলে চেয়ে চেয়ে দেখল কি আর করবে।



কি? ইশপের এই গল্প থেকে কিছু বুঝতে পারলেন?

মন্তব্য ৪৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: আবার গাধা!!

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

জ্যাকেল বলেছেন: ভাইসাহেব, ব্লগই গাধাময় হইয়া রহিয়াছে।

২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:২২

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: এখানে আপনি কোনটা

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

জ্যাকেল বলেছেন: আপনি যদি গাধা হোন তাইলে ঐ যুবক লোকটি আমি হই।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৩:৫৬

শেরজা তপন বলেছেন: একদম শেষেরটুকু আমার কাছে নতুন!
বোঝার অনেককিছুই আছে- তবে কোন এঙ্গেল থেকে বুঝতে হবে তা বুঝতে পারছি না :)

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

জ্যাকেল বলেছেন: বোঝার ফোকাস'ড এংগেল হইতেছে মোটামুটি এইরকম-

অ) লোকদের সব কথায় কান না দিয়ে সঠিক যে বুঝ আছে সেইটা দিয়েই কাজ চালাইতে হইবে।

আ) অযথা লোকদের নাক গলানো এড়িয়ে চলতে হইবে।

৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০২

ঋণাত্মক শূণ্য বলেছেন: তাদের কি করা উচিৎ ছিলো জানেন? গাধায় চড়িয়া মর্দের হাটিয়া চলা উচিৎ ছিলো।

আবারও গাধা নিয়া পোষ্ট!

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

জ্যাকেল বলেছেন: আবারও গাধা নিয়া পোষ্ট!

ভাইসাহেব, গাধাময় ব্লগে গাধা নিয়ে পোস্ট দেওয়াই সমীচিন নয় কি?

৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:০২

জুল ভার্ন বলেছেন: বুঝতে হলে তীর্যক দৃষ্টি থাকতে হবে

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০০

জ্যাকেল বলেছেন: গুরু শিষ্যের সেই খেয়াল/মনযোগ কিন্তু নাই।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:৪২

রাজীব নুর বলেছেন: না বুঝতে পারি নি।
সারমর্ম টুকু আপনিই বলে দেন।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০১

জ্যাকেল বলেছেন: উপরে রিপ্লাই পড়েন। এরপর না বুঝলে আমি আপনাকে বুঝাই দেব।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০২

শূন্য সারমর্ম বলেছেন:

সামু পশুপাখিময় হয়েছিলো কখনো পূর্বে?

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:০৫

জ্যাকেল বলেছেন: সেই খেয়াল মনে নাই তবে গরুময় হয় কুরবানী আসলে, ছাগলময় হইত অনেক আগে কিছুদিন অন্তর অন্তর। ইদানিং কয়েক মাস গ্যাপ দিয়ে গাধাময় হইয়া যাতে আছে। প্যারা নাই ভাইসাহেব, চিলল।

৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১২

শূন্য সারমর্ম বলেছেন:

কাল থার্টিফাস্ট, চিলের কি প্লান আছে? গাধা খাওয়া হারাম?

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৯

জ্যাকেল বলেছেন: ফ্যামিলি নিয়ে বড় গেটটুগেদার করব। ইহার চেয়ে বড় আনন্দের কি আর আছে? আপনিও চিল করেন। ইহাই চাহি।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: আবার গাধা? না ভাই আর ভালো লাগছে না। এবার দুশ্চিন্তায় পড়লাম সামুর নাম পরিবর্তন হয়ে না জানি গাধা ব্লগ না হয়।

৩০ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৭

জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ গাধাময় ব্লগে কি আর করব বলেন? পেরা নিয়েন না। চিল করেন।

১০| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২২

চাঁদগাজী বলেছেন:



ঈশপ এত ভালো গল্প জীবনেও লিখেননি, এটি আপনি লিখেছেন! বিনয় দেখাতে গিয়ে ঈশপ/বিশপ করছেন।

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৭

জ্যাকেল বলেছেন: ওহঃ আরেক কথা। গাধাদের মাথায় সহজ জিনিস সহজে ঢুকে না। ঢুকলেও বেশ দেরি করে ঢুকে।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৭

জ্যাকেল বলেছেন: Click This Link

১১| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৬

শায়মা বলেছেন: ভাইয়া চারিদিকে এত গাধা গাধা ডাকাডাকি কেনো???

একবার তো আমি গাধা পোস্ট দিয়ে মহা বিপদে পড়েছিলাম এ বছরেই। শেষে মডু ভাইয়া নোটিস দিয়ে সেই পোস্টের মৃত্যু ঘটালো।

আমার কিন্তু দোষ নেই। সেই অকাল মৃত্যুর পোস্ট থেকে গাধা আবার ভূত হয়ে বের হয়ে এসে এই ব্লগে ঘুরে বেড়াচ্ছে দেখে তো চিন্তায় পড়লাম! :(

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৩

জ্যাকেল বলেছেন: ব্লগে দুপেয়ে গাঁধার রাজত্ব। তাই অন্য সকলের সাথে আমিও ভাবতেছি সামান্য জয়গান করলে মন্দ হয় না। জয়তু গাঁধা! সর্বকালের সেরা গাঁধা। হাঃহাঃহাঃ

১২| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২২

শায়মা বলেছেন: ভাইয়া আমার গাধা কবিতা আবৃতি

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৬

জ্যাকেল বলেছেন: আপনি কি একদা বিটিভিতে আবৃত্তি করতেন? কন্ঠ তো পরিচিত লাগিল।তবে দারুণ হইয়াছে।

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৬

শায়মা বলেছেন: জুল ভার্ণ ভাইয়া বলেছেন গাধা বর্ষ নামাকরণ করতে বছরটাকে। আসলেই তো গাধা গাধা দেখতে দেখতে পুরাই গাধাময় হয়ে গেলাম তো!

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:২৯

জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ

আমি এক পায়ে খাড়া এই প্রস্তাবে। যদি ভোটাভুটির আয়োজন হয় তবে আমি নিশ্চিন্তে এই প্রস্তাবের পক্ষে আছিহে।

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩০

শায়মা বলেছেন: আমিও আছি। হা হা

যাইহোক বিটিভি সিটিভি ডি টিভি অনেখানেই করেছি কিন্তু পরিচিত সে না করলেও লাগতো। আমি একজন কমন চেহারা ও কন্ঠের মানুষ ভাইয়ু।

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৪

জ্যাকেল বলেছেন: লাস্ট ১০ বছরে বিটিভির চেহারা দেখা হয়নি। তবে আগে প্রচুর দেখা হইতো সাদা কালো টিভিতে। এখন সেই বিটিভিও নাই, আর বিকল্পেরও অভাব নাই। যাক গাধাময় ব্লগে নস্টালজিয়া আনতে চাহিতেছি না। ভাল থাকুন বোন।তবে গাঁধা খেপাতে যাইয়েন না ভুলেও। গাঁধা খেপলে খুব কস্ট পাবে যে সে আর ব্লগে আসার চিন্তা বাদ দিয়ে দিবে।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: গাধা আবার খেপে নাকি!
কি বলো ভাইয়ু? না না তা হবে না উই লাইক গাধা। এই যে এত গাধাময় পোস্ট দেখে কত ভালো লাগছে না বলো?

মজার মজার ছড়া, কবিতা গল্প কৌতুক। যে যা না জানে সবই জেনে যাচ্ছি।

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪২

জ্যাকেল বলেছেন: না না না। উই লাইক গাঁধা। তাকে বাজিয়ে দেখতে সবারই দারুণ লাগে। যদিও এককালে মরণ কামড় দিয়েও গাঁধাকে ব্লগছাড়া করতে চেয়েছিল দুস্টু দুস্টু কিছু লোক। কিন্তু ইহারা ফেইল মারিয়াছে তবে গাঁধা ঠিকই টিকিয়া আছে। তাই আমি গাঁধার জয়গান গাইবই। কি বলেন

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৭

শায়মা বলেছেন: তেলাপোকা টিকে থাকে শুনেছি তাই বলে এখন আবার গাধা! নিউ তত্ব কোথা পাইলে ভাইয়া?

৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:৪৯

জ্যাকেল বলেছেন: কোন এক রুপকথায় শুনেছি, তেলাপোকার পরেই গাধার স্থান। তাই মনে হয় তেলাপোকার সাথে ইহার টিকিয়া থাকিবার ঘটনা ঘটে গেছে। তবে গাধাময় ব্লগে চিল করা যাচ্ছে বলে অনেক ব্লগারই কানে কানে বলেছে। হাঃহাঃহাঃ

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩৫

সোনালি কাবিন বলেছেন: ব্লগের বুইড়া গাধাটা তো ক্লেইম করতেসে যে সে টিকে গ্যাছে।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৯

জ্যাকেল বলেছেন: টিকে গিয়া তেলাপোকা সগ্গে উঠে যাইতে পারলে গাধারও তো পারারই কথা।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০২১ রাত ১১:৪৯

আমারে স্যার ডাকবা বলেছেন: গল্পে গাধার উপর অত্যাচারের বিচার চাই। গাধাকে ডুবাইলেন কেন? গাধার তো টিকে থাকার কথা, যুগের পর যুগ ধরে অনন্ত সময় ধরে গাধার টিকে থাকা উচিৎ

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৪

জ্যাকেল বলেছেন: ভাই, গল্প কিন্তু আমার না। বিশ্বাস করেন। Click This Link

লিং খুজতে গিয়া অনেক টাইম গেল।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৬

জ্যাকেল বলেছেন: অহঃ ভাল কথা। গাধা যদি আরো সামান্য সময় ধইজ্জ ধরতে পারত তবে এই অকাল সলিল সমাধি হইতো না। ইহা দেখে আমাদের গাঁধাটা মনে মনে হাসতে পারে যে সে তো টিকিয়া আছে।

১৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩০

সোনালি কাবিন বলেছেন: আচ্ছা, এত্ত এত্ত গাধাময় পোস্ট দেখে সামুর বুইড়া গাধাটা যদি আত্মহত্যা করে, তাইলে আবার আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত হব নাতো আবার? :||

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৩৯

জ্যাকেল বলেছেন: ভাইসাহেব, চিন্তায় ফেলে দিলেন দেখছি।তবে উহাকে আমি তো বলে দিছিই- প্যারা নাই, চিল।

২০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ২:৪১

নেওয়াজ আলি বলেছেন: আরব দেশে নাকি গাধা বহু কাজে লাগে । এখন দেখছি সামু গাধাময় হয়ে আছে

৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

জ্যাকেল বলেছেন: মন্দ কি।

২১| ০১ লা জানুয়ারি, ২০২২ দুপুর ২:৫৬

জটিল ভাই বলেছেন:
পোস্ট পড়ে বুঝলাম, গাঁধা নিয়ে যারা চলাফেরা করে তারা সবার নজর কারতে পারে। আর এভাবেই গাধার উপর ভর করে লোকে সেলিব্রেটি হয়ে যায়! হাহাহাহা.....
জটিল পোস্টের জন্যে জটিলবাদ রইলো :)

০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:১৮

জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ ধন্যবাদ।

২২| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

নাহল তরকারি বলেছেন: মাইন্সের মুখ খুব খারাপ।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:১৪

জ্যাকেল বলেছেন: আপনি কমেন্ট নিয়া কি একটা উল্টাপাল্টা করেছিলেন, ঠিক মনে পড়ছে না। তবে যদি দেখি আপনি সঠিকভাবে কমেন্ট রেসপন্স/ব্লগিং করতেছেন তাইলে চুটিয়ে ব্লগিং করা যায় আপনার সাথে।
হেপি নিউ ইয়ার ২০২২!

২৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২২ সকাল ১০:১২

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: সারা জীবন গাধার খাটুনি খেটেও কিছুই পেলাম না - বাগধারা :)

০৪ ঠা জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৫৮

জ্যাকেল বলেছেন: হাঃহাঃহাঃ তবে ব্লগে এই বাগধারা খাটে কি-না সংশয় আছে ভাইসাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.