নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

একটি ভুল পাওয়া গেছে sorry,you are not allowed to comment in this blog

২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ৯:৫১



সামুব্লগ জীবনে আমি বোধহয় গত কয়েক বৎসরের মইধ্যে এই জিনিস প্রথমবার পাইলাম। আমার একটি কমেন্ট ছিল ভাইসাহেব'র লেখায় আর সেটা সাবমিট করতে গিয়ে এইটা পেলাম।

উনি ইসলামি বিষয় নিয়ে ব্লগ করেন বলে উনার প্রতি আমার আন্তরিক একটা বন্ধন আছে বলেই আমি মনে করি। যাইহোক, আমি উনার নাম মেনশন না করে উনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই + ঐ কমেন্ট উনার উদ্দেশ্যে এখানে দিয়ে দিতে চাই।

উনার পোস্টের উদ্দেশ্যে যেই কমেন্ট ছিলঃ
জীবনে সর্বাবস্থায় আল্লাহর মুখাপেক্ষী হতে উৎসাহিত করা হয়েছে। তাই বলে দোয়া পাঠ করে করে যদি রিচুয়াল ভিত্তিক জীবন হিসাবে কেউ চলা শুরু করে তখনই ঘটে বিপদ। একজন মুসলিম আল্লাহর কাছে কিভাবে দোয়া/প্রার্থনা করবে তার নমুনা রাসুল সাঃ আমাদের জানিয়ে গেছেন। এখন কেউ যদি আরবি না জেনে শুধু নিজের মাতৃভাষায় এইভাবে চায় তবে সেটাও সমানভাবে এপ্লিকেবল। আর কাঠমোল্লাদের কথা বিশ্বাস করে জাগতিক সক্রিয়তা কমিয়ে রিচুয়ালিস্টিক নির্ভর হয়ে গেলে দোয়ায়ও কাজ দিবে না কিন্তু।
কারন আল্লাহ চান আমরা সর্বাবস্থায় তার গোলামী করি। সুখ থাকা অবস্থায় এবং দুঃখ আসার সময় উভয় সময়েই কেউ যদি আল্লাহর কথা স্মরণে রাখতে পারে তবে আল্লাহ তার ওপর রাজি ও খুশি হইবার কথা।
ভাই, আপনাকে অনুরোধ করব ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে তুলে ধরুন, তাতে আল্লাহ আপনাকে প্রতিদান দিবেন এবং মানুষ তার জীবন থেকে কষ্ট কমাতে পারবে, বাস্তব ভিত্তিক হতে পারবে এবং ডেফিনিটলি স্মার্ট হইতে পারবে। ইহাই মুলত ইসলামের অনুসারি মানুষের স্বাভাবিক অবস্থা।


উনার উদ্দেশ্যে আমার কথাঃ

আল্লাহর রাসুল সাঃ এর প্রিয় চাচা আবু তালেব এর কথা স্মরণ করুন। উনি খুব ভাল মানুষ ছিলেন কিন্তু ঈমান আনতে পারেন নি কারন আল্লাহপাক উহা নসিব করেন নি।
এটা হইতেছে সরল প্রচার। কিন্তু আসলে উনি ঈমান আনয়ন করতে পারেন নি কারন উনার মনের যে টান জাহেলিয়াতের প্রতি ছিল তা নবী সাঃ এর মত শ্রেষ্ট নবীর সান্নিধ্যেও পুরাটা ছিন্ন হইতে পারেনি।
এখান থেকে বোঝা যাইতেছে যে নিজের ধর্ম, নিজের আকিদার প্রতি মানুষের ভালবাসা কতটা গভীর হইতে পারে যে সে রুপা গ্রহণ করতে রাজি আছে স্বর্ণের বিনিময়ে।
ভাইসাহেব, আমাদের সমাজে ইসলামের ধারক বাহক বলে যে একটা শ্রেণি আছেন, উনারা ইসলামের প্রাকটিস কিভাবে করতে হবে সে বিষয়ে মোটেও দিক নির্দেশনা দিচ্ছে না। বরং মন্ত্র পাঠের মত নামাজ, দোয়া, জিকির খানকাহে ইসলামকে লিমিটেড করে ফেলতেছে। ইহা ভয়ংকর এক সমাজ প্রতিস্টিত করে ফেলেছে যার দরুন আমাদের ৯০ শতাংশ মুসলিম(নন-প্রাক্টিসিং) এর দেশে ঘুষ, দুর্নিতি, দুনাম্বারি, ভেজাল, চুরি, ধান্দামি, বাটপারি, রাহাজানি, ডাকাতি, ধর্ষন, খুন সবই সমান্তরাল হারে চলতে আছে।
অথচ কোরআন থেকে আপনি দেখেন- আল্লাহ কিন্তু জীবনকে সহজ করতেই এই কোরআন নাজিল করেছেন।

-ইহদিনাস সিরাতুল মুস্তাকিম
হে আল্লাহঃ আমাদের সহজ সরল পথে চলবার তাওফিক দাও!

তাই না? এই সিরাতুল মুস্তাকিমের পথ কি শ্রেষ্ট পথ নহে? কেন এইভাবে কৃত্রিম সকল মোল্লা পেশা সৃষ্টি করতেছেন আপনারা। দোয়া দুরুদ মিলাদ অনুস্টান এইসকল হইতেছে রিচুয়ালিস্টিক ইসলামের মেরুদন্ড এবং মোল্লাদের পেট পালনের পথ। এই ধান্দা ছেড়ে সমাজের কত পেশা আছে পল্লী ডাক্তার, দোকানদার থেকে শুরু করে সহজ কত শত পেশা আছে এইগুলাতে কেন আপনারা যাইতেছেন না?
ইসলামের সরল পথকে কেন ভাই আপনারা এইভাবে বিকৃত করতেছেন? প্লিজ একটু ভাবুন।

মন্তব্য ১৯ টি রেটিং +০/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২২ রাত ১০:২৪

সোবুজ বলেছেন: আপনি একটা পেয়েছেন।আমি অনেক পাই।এরা আসলে যৌক্তিক আলাপ করতে ভয় পায়,যদি ঈমান চলে যায়।আলাপ আলোচনায় ঈমান আরো দৃড় হয়।

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২১

জ্যাকেল বলেছেন: আপনার এই কথা সঠিক, যদিও আপনি বিশৃংখলার প্রচারক।

২| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ১:১৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: সোবুজ বলেছেন: আপনি একটা পেয়েছেন।আমি অনেক পাই।এরা আসলে যৌক্তিক আলাপ করতে ভয় পায়,যদি ঈমান চলে যায়।আলাপ আলোচনায় ঈমান আরো দৃড় হয়।

ব্লগার সোবুজ, আপনি জয়েন করেছেন মাত্র একমাস! তাতেই "অনেক পাই" লিখতে হচ্ছে? অবাক বিষয়!

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২২

জ্যাকেল বলেছেন: হা:হা:হা:

৩| ২৬ শে জানুয়ারি, ২০২২ রাত ২:১৭

সোবুজ বলেছেন: আমি ব্লগে আছি দুই বছর কয়েক মাস।এই এক মাসেই একাধিক পেয়েছি।

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩

জ্যাকেল বলেছেন: হুম।আপনার জন্য উপযুক্তই বটে। কারন অপ্রাসংগিক মন্তব্য সব ব্লগার মেনে নেন না + চুলকানি সহ্য করার ক্ষমতা আল্লাহ সবাইকে সমান দেন নাই।

৪| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:০২

ইসিয়াক বলেছেন: @খণাত্নক শূণ্য ভাই সোবুজ অতি পুরাতন ব্লগার।তিনি বারবার মৃত্যু বরণ( এক্ষেত্রে সুলেমানী ব্যান) করেন আবার পুণর্জন্ম নিয়ে সামুতে ফিরে আসেন। তাকে একনিষ্ঠ সামু লাভার বলতে পারেন আর কি । :-B

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৩

জ্যাকেল বলেছেন: :-B

৫| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:২৮

বিটপি বলেছেন: এই ভুল পাওয়া যাওয়া মানে তো আপনার ব্লগ জীবন শেষ। তারপরেও আবার পোস্ট লিখলেন কিভাবে?

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৪

জ্যাকেল বলেছেন: না ভাইসাহেব, একজন ব্লগার আমাকে কমেন্ট বান মেরে দিয়ে রেখেছেন।

৬| ২৬ শে জানুয়ারি, ২০২২ সকাল ১০:৫১

জুল ভার্ন বলেছেন: সব ভগমানের লীলা!

২৬ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:২৪

জ্যাকেল বলেছেন: তা ঠিক বটে।

৭| ২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২৮

নীল আকাশ বলেছেন: পোস্টে যারা কমেন্ট বন্ধ রাখে তারা ব্লগে লেখার উপযুক্ত না। ব্লগে লেখার ম্যাচুরিটি এখনো আসেনি।

২৬ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৫:৩৯

জ্যাকেল বলেছেন: একমত।

৮| ২৭ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১:২৮

রাজীব নুর বলেছেন: নীল আকাশ বলেছেন: পোস্টে যারা কমেন্ট বন্ধ রাখে তারা ব্লগে লেখার উপযুক্ত না। ব্লগে লেখার ম্যাচুরিটি এখনো আসেনি।

রাইট।

২৭ শে জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:৩০

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ।

৯| ৩০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:৩৪

জটিল ভাই বলেছেন:
sorry,you are not allowed to comment in this blog একটি সার্টিফিকেটের নাম =p~

৩১ শে জানুয়ারি, ২০২২ বিকাল ৪:৪৫

জ্যাকেল বলেছেন: জটিল ভাই =p~

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:০৬

ক্ষআড়আ আডআম বলেছেন: Playing Run 3 helps you have fun and relieve stress after tiring working hours. https://run3d.io

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.