নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

সীমাহীন(!) মহাবিশ্বে মানুষের জ্ঞানের মুল্য কতটুকু? তার স্পর্ধা কি করে হয় প্রতিষ্টিত মহাবিশ্বের মডারেটর\'কে অস্বীকার করার? লজিক ফজিক সবকিছুই ধুলা বালির মত উড়ে যাবারই তো কথা, তাই না?

০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:০০

এই মহাবিশ্বের সৃষ্টি হইয়াছে আবেগ থেকে, সৃষ্টি হয়েছিল বেগ'এর। সেই বেগ এখনো চলমান। মহাবিশ্বের প্রতিটি গালাক্সি একে অপর থেকে প্রচন্ড বেগে দুরে চলে যাইতেছে। এই গতির কারণেই সৃষ্টি হয় ফিজিক্সের সুত্রাবলী। আরো ভেতরে চলে কেমিস্ট্রির কারসাজি। চলে কোথাও কোথাও লাইফ সেল'র কারসাজি। এইসবের কারণ হইতেছে মহাবিশ্বের শুরু হইয়াছে এক মহা পরাক্রমশালী সত্বার ইচ্ছায়। অদৃশ্য সব সুতোয় তিনি এই মহাবিশ্বের প্রতিটি অনু পরমাণুর খবর রাখেন, পরিচালনা করেন তিনি। তাঁর ইশারায় তারার পতন ঘটে আবার জন্মও হয়। মৃতকে তিনি জীবিত করেন, জীবিতকে সঠিক সময়ে মৃত্যু দেন।
তিনি আমাদের আকল (কমন সেন্স দান করেছেন), এখানেই উনার দ্বায়িত্ব শেষ হইবার কথা কিন্তু তিনি আরো গাইড লাইন দিয়েছেন। এই আকল দিয়েই চিনে নিতে হবে ইশ্বর আছেন কি-না। ইশ্বরের চাওয়া আসলে কি? তিনি আমাদের কমন সেন্সের বাইরে যে জ্ঞান দিয়েছেন তাহা উনার জ্ঞানের সমুদ্র থেকে এক বিন্দু শিশির মাত্র। এই জ্ঞান দিয়ে আসলে ইশ্বরের সৃষ্টিজগত সম্পর্কে কনফিডেন্স সহকারে কোন কিছু বলা যায় না। তাই আমাদের যে জাগতিক জ্ঞান কিংবা লজিক, উহা দিয়ে ইশ্বরের অস্তিত্ব প্রমাণ করা অসম্ভব। তবে খুবই সম্ভব আকল থেকে উনাকে বুঝতে পারা, উনাকে জানা সম্ভব। এরাই আসলে প্রকৃত পক্ষে সফল, যারা ইশ্বরকে চিনতে পেরেছে। এদের লক্ষণ হইতেছে এই যে, ইনারা শান্ত প্রকৃতির হন, অশান্তির পথে হাঁটেন না, মিথ্যা কথা বলেন না, সর্বদা ইশ্বরের প্রশংসা করে বেড়ান। তাদের কাছে আপনি লজিক খুজলে এঁরা হাসবেন।

সারকথা হইল লজিক মানুষের জন্য একটা টুল(!)। বিজ্ঞান বলেন যুক্তিশাস্ত্র বলেন কিংবা সাহিত্য প্রত্যেকটি গ্রন্থই হইতেছে মানুষের চিন্তার জন্য একেকটি উপায়/টুল। যেকোন একটা দিয়ে সারা মানব জগত ব্যখা করতে গেলেই সমস্যা। লজিক এর কাজ হইতেছে গণনা কিংবা সমস্যার সমাধানের পন্থা খুঁজে বের করা তবে অবশ্যই ইহ-জাগতিক পর্যায়ের। জাগতিক ঘটনার বাইরের কিছু ব্যাখা করার সাধ্য আসলে মানুষের নাই কারণ মানুষ এই মহা বিশ্বের তুলনায় অতি নগণ্য। অতএব ধর্ম/আধ্যাত্মিক ব্যাপারে জাগতিক জ্ঞানের প্র‍য়োগ মোটামুটি বলদামির পর্যায়ে পড়ে। আধ্যাত্মিক জ্ঞান মানুষ থেকে মানুষে ট্রান্সফার হওয়া খুবই কঠিন। তবে উন্মুক্ত মন নিয়ে যদি কেহ কোন আধ্যাত্মিক শিক্ষিত ব্যক্তির সহিত অনেক দিন থাকেন তবেই ইহা ধীরে ধীরে ট্রান্সফার হইয়া যাইতে পারে(সীমিত)।
যার যার আধ্যাত্মিক শক্তি/জ্ঞান অর্জন করিতে হইবে স্বেচ্ছায় সাধনায়, মেডিটিয়েশন/নামাজের মাধ্যমে। তবেই না মানুষ জন্তু থেকে ইনসান এর পর্যায়ে সিদ্দি লাভ করিতে সক্ষম হইবে। সে যদি শুধু জাগতিক লজিক লজিক করে, কস্মিনকালেও সে ইনসান তথা মানুষ স্তরে উপনীত হইতে পারিবে না। (দেখতে তো সকলেই মানুষ, কর্মে কয় জনা?)
তাই আমার আহবান থাকবে, পরম শক্তিশালী সত্বার প্রতি অভিমুখি হয়ে তার শক্তির, জ্ঞানের কাছে আত্মসামর্পন করা। এটাই বুদ্ধিমানের কাজ। মানুষ হইতে পারা এখানেই নিহিত।

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৮

রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভাই কি মদ খান? এগুলা কি লিখছেন?

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৯

জ্যাকেল বলেছেন: মদ খাওয়ার ঘটনা আসলো কত্থেকে? নাকি পুস্ট পড়ে নিজের মগজের উপর দিয়া লাল পানি বইয়া গেছে?

২| ০৫ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১১

পুকু বলেছেন: সুন্দর এবং খুবই উচ্চ মার্গের ভাবনা।আপনার ভাবনা অনেকটা মরুভূমিতে সবুজের সমারোহের মতো।চালিয়ে যান।

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২০

জ্যাকেল বলেছেন: মনে করতাম আপনার মধ্যে অনেক ভাল চিন্তাভাবনার শক্তি আছে, ভুল প্রমান করলেন।

৩| ০৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৬

সাসুম বলেছেন: এই মহাবিশ্বের সৃষ্টি হইয়াছে আবেগ থেকে - আলহামদুলিল্লাহ্‌।

চমৎকার বলেছেন ভাই। এতদিন কি সব বালছাল শুনতাম, এতদিন পর আসল জিনিষ খুজে পাইলাম আপনার মাধ্যমে ।

আমাদেরকে আলোর দিকে আনার জন্য আপনাকে ধন্যবাদ।

জাজাকাল্লাহ খায়রান ভাই

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২২

জ্যাকেল বলেছেন: আপনে জীবনে কি এই কথা শুনেন নাই যে মহাবিশ্বের উদ্ভব হইয়াছে আবেগ থেকে। এই আবেগ বলতে আমাদের ডিফাইন করা আবেগ না রে ৩ নাম্বার পুলা। এইটা হইতেছে সিংগুলারিটি Click This Link

আর আমারে জাজা দেওয়ার কাম নাই। আমি স কল্ড পাবন্দী নামাজী মুসলিম না। আমি যথাযথই আল্লাহর নির্দেশ মানতে চাই, অন্তরে এবং বাহিরে উভয়। বাস্তবে আমি সুট টাই পরা মানুষ, লোকে দেখলে দুনিয়াদার হিসাবেই গণ্য করবে। জাজা মাজা আমার দর্শনে চলে না।

৪| ০৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৯

ইমরান আশফাক বলেছেন: চমৎকার পোষ্ট।

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:৩৬

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ।

৫| ০৫ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মহাবিশ্বের মডারেটর আবার কে?

ব্লগের মডারেটরের বস আছেন।

মহাবিশ্বের মডারেটরেরও সেরকম আছে কি? আস্তাগফিরুল্লাহ!

মাথা নষ্টে দেশ ভরে গিয়েছে।



০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৬

জ্যাকেল বলেছেন: নবীর সাহাবীদের গীবত করেন মিয়া আর আসছেন মডারেটর নিয়া এইখানে বিস্টা খাইতে। ছিঃ

শুনেন মডারেটর মানে এইখানে মিন করা হইতেছে আল্লাহ রক্ষণাবেক্ষক। তিনিই সব কিছুর হিসাব রাখেন, পরিচালনা করেন এবং যেখানে যেইটা দরকার সেইখানে সেইটা দেন। আপনার মত জংগিতে দেশ ভরে গেছে বলেই তথাকথিত প্রগতিশীল এসে বলতে পারে যে এই দেশ ধর্মান্ধে ভরে গেছে।
আপনার মত ধর্মান্ধরা ইসলামের বারোটা বাজাইতেছে, উঠতে বসতে আপনাদের অজু ছুটে যায়, ঈমান ছুটে যায়। কি দুর্বল ঈমান!!

৬| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:১৩

সোবুজ বলেছেন: চৌদ্দশ বছর প্রচার করার পরও মানুষ আত্মসমর্পণ করে নাই।আর কবে করবে।জিহাদের যোর কি কমে গেলো।

০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৮:২৭

জ্যাকেল বলেছেন: আপনার ধর্যের প্রশংসা না করে পারা যায় না। আশা করি ইবলিসের কাছ থেকে রেগুলার সেলারি পান।

৭| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ৯:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


লেখক বলেছেন: নবীর সাহাবীদের গীবত করেন মিয়া আর আসছেন মডারেটর নিয়া এইখানে বিস্টা খাইতে।


আপনে গীবতও বুঝেন না, মডারেটর কি জিনিস তাও বুঝেন না!

রেঙ্গুন থেকে পাগলগুলো কবে যে ছুটলো!

৮| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১০:২১

গরল বলেছেন: আমি তো জানতাম মহাবিশ্বের একজন ক্রিয়েটর আছে, উনি আবার একজন মডারেটরও রেখেছেন নাকি।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২১

জ্যাকেল বলেছেন: হু

৯| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:১৮

রাজীব নুর বলেছেন: রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: ভাই কি মদ খান? এগুলা কি লিখছেন?

আমার খব হাসি পাচ্ছে। হাসলে কিছু মনে করবেন?

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২২

জ্যাকেল বলেছেন: আমারও হাসি পাইতেছে আপনার ছাগলামি দেখে। একটু ক্লাস, একটু প্রেস্টিজ যোগ করলে কেমন লাগে দেখেন না একবার শুরু করিয়া।

১০| ০৫ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: পরকালের ভয় দেখিয়ে ব্যপক ব্ল্যাকমেইলিং এর কারনে ইসলাম সত্য নাকি মিথ্যা যৌক্তিক নাকি অযৌক্তিক এগুলা ঘাটার প্রয়োজন বোধ করে না একজন মুসলিম।

১১| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ২:২২

সোবুজ বলেছেন: সুন্দর যুক্তিপূর্ণ প্রতিমন্তব্য।লজিক আছে।

১২| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ২:২৪

সোবুজ বলেছেন: আপনিতো আবার লজিক মানেন না।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৪

জ্যাকেল বলেছেন: আবারও কু-যুক্তির উদাহরণ দিলেন। পোস্টেই লেখা আছে; লজিক মানুষের জাগতিক জীবনের দরকারি একটা উপায়। আপনি কেন ভাবতে গেছেন এটা আমার জন্য অদরকারি?
আমার প্রতিটা কাজ হইতেছে লজিক নির্ভর।

১৩| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ৯:৩৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি বুঝিনা কেউ ধর্ম নিয়ে লিখলে কয়েকজন ঝাপিয়ে পড়ে কারন কি? তাদের এতো চুলকানি কেন? আপনাদের পছন্দ না হলে এড়িয়ে যান তারপরও ক্যাচাল বন্ধ হোক।

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৫

জ্যাকেল বলেছেন: এদের ইবলিস একেবারে মুরিদ করে ফেলেছে মনে হয়।

১৪| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১০:০২

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেকের চুলকানি শুরু হয়েছে, হয়েছে গাত্রজ্বালা।

ওদের জন্য হেদায়েত কামনা। +++++

০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:২৬

জ্যাকেল বলেছেন: আল্লাহ ইচ্ছা করলে হেদায়াত যে কারোর কপালে জুটবে। আপনার জন্য দোয়া রইল!

১৫| ০৬ ই এপ্রিল, ২০২২ সকাল ১১:৪৮

অগ্নিবেশ বলেছেন: যাহার উত্তর পাইতেছেন না তাহা খোঁজা অর্থহীন, সেখানে ঈশ্বর গুঁজে দিন, এবং হালকা মুত্র বিসর্জন করে ঘুমিয়ে পড়ুন। দেখবেন আপনার মত সুখী আর কেহ নেই। আলহামদুলিল্লাহ।

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫১

জ্যাকেল বলেছেন: আপনে দেখি দিনে ১০০ টাকা উপার্জন করতে না পারা সেই ভাইটার মত যে ১৫ লাখ টাকার ঋণ কয়েক মাসে শেষ করে দিবে বলে কনফিডেন্ট।

১৬| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৫৭

অগ্নিবেশ বলেছেন: গায়েবী কথাবার্তা মাথায় উপর দিয়ে চলে যায়। ধন্যবাদ।

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১০

জ্যাকেল বলেছেন: আপনে তো দেখি সুবিধা মত বুঝেন। তবে শেনে নুযুল সহ বুঝাই বলি-

এই মহাবিশ্বের যে সাইজ+বয়স এবং মানুষের যে সাইজ, বুদ্ধি, বয়স তাতে এতই ভারসাম্যহীনতা কাজ করে যে আমরা কখনোই ঐ-সকল প্রশ্নের উত্তর খুঁজে পাব না। (এটাই মানসিক ভাবে সুস্থ মানুষের অবজারভেশন।) আর তাই সরাসরি মহাবিশ্বের সৃষ্টিকর্তার শরণ নেওয়াই হইতেছে বুদ্ধির কাজ।

১৭| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:১৯

অগ্নিবেশ বলেছেন: কি বলতে চেয়েছেন এইবার বুঝেছি। তবে আমি কি উল্টো কিছু বলেছি? আমি তো উত্তর পেয়ে গেছি, সব আল্লায় করছে। এইবার হালকা মুতে শুয়ে পড়ব। আমার মত সুখী কেউ আছে?? কোনো সন্দেহ??

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৩

জ্যাকেল বলেছেন: উকেি।

১৮| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২০

রাজীব নুর বলেছেন: আপনি কি মুসলিম মুমিন?
আমি মুমিনদের ভয় পাই। আমি অন্ধ বিশ্বাসীদের ভয় পাই।

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৬

জ্যাকেল বলেছেন: একজন মুমিন হইতেছে এমন লোক যে আল্লাহর ভয়ে কাবু থাকে, যার দ্বারা অন্যের ক্ষতি করা দুরে থাক, ভাবার মত সাহস হইবার কথা না। এরা যখল সালাতে দাঁড়ায় তখন সে এই পৃথিবীর কথা ভুলে যায়। এরা সন্নাসী লেভেলের কেউ বলতে পারেন। আর অন্তত আমি নিশ্চিত যে ইনাদের কাছে গেলে নিজের অন্তরও শান্তিতে পুর্ণ হইয়া যাবে।

১৯| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:২৮

অগ্নিবেশ বলেছেন: তয় কোট টাই পড়া বড়দ্দা, এই একই কথা যদি কোনো হিন্দু মুশরিক কয়, তা কিন্তু মানুম না কয়ে দিলাম।
এই মহাবিশ্বের যে সাইজ+বয়স এবং মানুষের যে সাইজ, বুদ্ধি, বয়স তাতে এতই ভারসাম্যহীনতা কাজ করে যে আমরা কখনোই ঐ-সকল প্রশ্নের উত্তর খুঁজে পাব না। (এটাই মানসিক ভাবে সুস্থ মানুষের অবজারভেশন।) আর তাই সরাসরি মহাবিশ্বের সৃষ্টিকর্তা বেম্বা বিষ্ণু মহেশ্বর এর শরণ নেওয়াই হইতেছে বুদ্ধির কাজ।

০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৯

জ্যাকেল বলেছেন: হেঃহেঃহেঃ কোন ক্রমে এই দুর্বল বান্দারে আটকাইতেই হইব গিরো দিয়া। যান, আপনার জন্যই এইটা

২০| ০৬ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৪৩

অগ্নিবেশ বলেছেন: তালগাছ সাদরে গ্রহন করিলাম। ধন্যবাদ।

২১| ০৬ ই এপ্রিল, ২০২২ রাত ৮:০১

জটিল ভাই বলেছেন:
আপনি অযথা প্রতিউত্তরে সময় নষ্ট না করে ইবাদাতে সময় দিতে পারেন প্রিয় ভাই।

০৭ ই এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৪

জ্যাকেল বলেছেন: দোয়া রইল জ,ভা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.