নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

যেভাবে চাও জীবন অতিবাহিত করো কিন্তু জেনে রেখো একদিন না একদিন যেভাবেই হউক, মৃত্যু তোমাকে খুঁজে নেবেই।

২৮ শে এপ্রিল, ২০২২ রাত ১১:৩৮


ছবিঃ banglafeeds.info

মুহাম্মাদ সাঃ এর ওফাতের কিছুদিন আগে ইসলাম ছিল বিজয়ী শক্তি। যাযাবর আরবের লোকেরা দলে দলে এসে শ্রেষ্ট নবী হযরত মুহাম্মাদ সাঃ এর কাছে এসে কিংবা সাহাবীগণের কাছে ইসলাম গ্রহণ করতেছিল। ফুলে ফুলে শোভা যেন পাচ্ছিল পৃথিবী। ধরণীর ইতিহাসের শ্রেষ্ট এই মুহুর্তে বিশ্ব যখন চলার পথ খুঁজে নিয়েছিল তখনকার এক দিনে ফেরেশতা হযরত জিবরাঈল আঃ মুহাম্মাদ সাঃ এর নিকট এসে বললেন- ইয়া মোহাম্মাদ(সাঃ)।

জিবরাঈল আঃ সাধারণত ইয়া মুহাম্মাদ(সাঃ) বলেন না। তিনি বলেন ইয়া রাসুল আল্লাহ, ইয়া নাবী আল্লাহ তবে নাম ধরে ডাকার ঘটনা নাই। কিন্তু এখন নাম ধরে ডেকে বললেন- "এখন আমি আপনাকে যা বলব তা আপনার সাথে আমার ব্যক্তিগত উপদেশ হিসাবে থাকবে। এই কথাগুলো শুধু আপনার সাথে আমার মধ্যে।"
সম্ভবত এটাই একমাত্র ঘটনা যেখানে নবী সাঃ'কে নাম ধরে সম্বোধন করলেন প্রধান ফেরেশতা। জিবরাঈল আঃ নবী সাঃ এর উদ্দেশ্যে বললেন

পাঁচ উপদেশঃ
১। যেভাবে চাও জীবন অতিবাহিত করো কিন্তু জেনে রেখো একদিন না একদিন যেভাবেই হউক, মৃত্যু তোমাকে খুঁজে নেবেই।
২। ভালোবাসো যাকে তুমি পছন্দ করো কিন্তু জেনে রেখো, একদিন তোমাকে অবশ্যই ঐ মানুষটি থেকে আলাদা হয়ে যেতে হবে।
৩। যা তুমি ইচ্ছে করো তা করো, জেনে রেখো কর্ম অনুযায়ী ফল তোমাকে দেওয়া হবেই।
৪। জেনে রেখো, একজন ঈমানদারের মাহাত্ম বেরিয়ে আসবে তার রাতের সালাতে, তাঁর প্রভুর সান্নিধ্য খোঁজার মাঝে।( এই মাহাত্ম অজস্র অনুসারী কিংবা ধনবান হয়ে কিংবা রাজা হয়ে অর্জন করা সম্ভব না। )
৫। আর জেনে রেখো প্রকৃত মর্যাদা নিহিত থাকে মানুষ থেকে তাঁর ব্যক্তি-স্বাধীনতা থেকে। (স্বাতন্ত্রবোধ, মুক্ত)

আসুন পবিত্র ক্বদরের রাতে আল্লাহর কাছে সান্নিধ্য খুঁজি।

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইহা কি কপি পেষ্ট নয়?
সূত্র দিলে প্রশ্ন উঠতো না।

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৪

জ্যাকেল বলেছেন: কপি পেস্ট প্রমাণ করতে পারলে ২০০ টাকা ফ্লেক্সি পাবেন।

২| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমর সময়ের দাম এত কম না!
উলোবনে তাই মুক্তা ছড়াইনা।

২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৮

জ্যাকেল বলেছেন: নাহঃ ব্লগকে আপনে উলুবন বানিয়েই ছাড়বেন দেখতেছি।

৩| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: রমজানের শেষ ১০ দিন খুবই গুরুত্বপূর্ণ।

২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৯

জ্যাকেল বলেছেন: অবশ্যই ভাইসাহেব। ঈদ মোবারাক।

৪| ২৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জিব্রাইল (আঃ) হযরত মোহাম্মদ (সঃ)
যে পাঁচটি উপদেশ দিয়েছিলেন তা আপনি
নিজ কানে শুনেই এখানে লিখেছেন তাইতো?
কোন সুত্র থেকে জানেন নাই যখন!
হুজুর আপনিতো সাহাবীদের থেকেও---

২৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৬

জ্যাকেল বলেছেন: মানসিক রোগির ন্যায় কুযুক্তি দেবার হেতু কি?

৫| ২৯ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:১৮

মামুinসামু বলেছেন: Sahl ibn Sa’d (,ay Allah be pleased with him) reported:
The Angel Gabriel (alayhissalaam) came to the Prophet (sallallahu alayhi wassallam) and he said, “O Muhammad, live as you wish, for you will die. Work as you wish, for you will be repaid accordingly. Love whomever you wish, for you will be separated. Know that the nobility of the believer is in prayer at night and his honor is in his independence of the people.”
Source: al-Muʻjam al-Awsaṭ 4410
Grade: Hasan (fair) according to Al-Albani
লিঙ্ক

২৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৪৮

জ্যাকেল বলেছেন: আমিও অনুবাদ করে পোস্ট দিয়েছি তবে যেহেতু অনুবাদ করেছি নিজের মস্তক হইতে।

৬| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি মূল লেখার অনুবাদক, ভেরীগুড! কিন্তু মূল
লেখাটা কার সে সুত্র নাই, আপনি অনুবাদ করেছেন
তাও কোথাও উল্লেখ নাই।
পরের ছিদ্র না খুঁজে নিজের
ছিদ্র বন্ধ করুন আগে।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৫৯

জ্যাকেল বলেছেন: মাফ করবেন। পবিত্র ক্বদরের দিনে আপনার জন্য কতিপয় বাস্তব সত্য বলিঃ

১। আপনি অশিক্ষিতের মত আচরণ করছেন (অশিক্ষিত বলছি না), ব্লগে কপি পেস্ট নিয়ে কথা বার্তা চলছে, অনুবাদ নিয়ে নহে। (প্লাগিয়ারিজমা নিয়ে কথা বার্তা চলতেছে, প্লাগিয়ারিজমা কি সেটা নিয়ে বিস্তারিত পোস্ট আসা দরকার, কেহ না লিখায় ভাবতেছি আমিই লিখ নাকি।) আপনে সম্পাদনার নামে প্লাগিয়ারিজম করেছেন, অপু তানভীর সাহেবের লেখায় সেটা স্পষ্ট, নুন্যতম ব্যক্তিত্ববোধ থাকলে, এপোলজি স্বীকার করার কথা।
২। আপনি যে হারে ছড়া বিলানো শুরু করছেন, এটা রীতিমত অমানবিক। অনেক ব্লগার আপনার এই ছড়া বিলানো নিয়ে বিরক্ত হচ্ছেন। জানেন তো লেবু বেশি চিপলে তিতে হয়।
৩। আপনে বরং ব্লগ বাদ দিয়ে ঐ সাংবাদিকতার দিকেই নজর দেন। আমার একাধিক বন্ধু এই দিয়েই চলছেন, ব্লগার নাম কামানোর সাহস/ধান্দা তাহারা করতেছে না। বরং মেইল থেকে ঐ হাল্কআ এডিট মেডিট করে পত্রিকার ইমেইলে পাঠায় দিয়ে তারা ভালই সাংবাদিকতা করতেছেন। আমি পুরোদস্তুর সেই গোত্রের লোকই আপনাকে বুঝতে পারতেছি। অতএব ঐখানেই ব্যাক করেন, ঐখানেই আপনে সুন্দর।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০১

জ্যাকেল বলেছেন: আরেকটা জিনিসঃ মূল লেখাটা জিব্রাইল আঃ এর। তো উনার প্রতি একসেস কাহারো যেহেতু নাই, আর এই হাদীস আসলে আমি আমার আপন ভাইয়ের বেডরুমে ওয়ালপেপার আকারে টাঙ্গানো পাইছি, এখন বলেন এই সুত্র দেব না-কি?

৭| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:১৬

মামুinসামু বলেছেন: লেখক বলেছেন: আমিও অনুবাদ করে পোস্ট দিয়েছি তবে যেহেতু অনুবাদ করেছি নিজের মস্তক হইতে।

এটা আপনার জন্য নয়। অনেকে জানতে চাইতে পারে, তাই।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০১

জ্যাকেল বলেছেন: অনেক ধন্যবাদ ভাইসাহেব।

৮| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭

আরইউ বলেছেন:



আমাদের নূরু সাহেেবর কপি-পেস্টের ব্যাপারে সচেতনতা দেখে খুব ভালো লাগছে।
তবে, নূরু সাহেব কী কপি-পেস্ট আর কী কপি-পেস্ট না সে বিষয়টা এখনো বুঝে উঠতে পারেননি। ভাবছি কীভাবে কপি-পেস্ট না করে ব্লগ লেখা যায় তা নিয়ে একটা পোস্ট লিখবো।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৩

জ্যাকেল বলেছেন: আরইউ বলেছেন:

আমাদের নূরু সাহেেবর কপি-পেস্টের ব্যাপারে সচেতনতা দেখে খুব ভালো লাগছে।


হাঃ হাঃ হাঃ উনার লেঞ্জায় লাগা আগুন কমে গেলো জ্বালাপোড়া তো র‍হিয়া গেছে। তাই এই জ্বালাপুড়া কমানোর প্র‍য়াস। আহা গোবেচারা(!)

৯| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯

আশিকি ৪ বলেছেন: কিচু নিরহ লোক ইসলামি পোষ্ঠ লিখেন। এরা ভিবিন্ন ঝায়গা থেকে কপি করে।যেখান থেকে কোফি খরে সেকানে কোন কপি রাইট ডে্য়া নাই। কপি করে দ্বিন প্রছাড়ের জণ্য ।কদরের রাতে এদের যাারা চোর বলে ওপমাণ করচে তারা হল অপ তানভির, জিকো ব্লগ, ভু্য়া মফিজ, আর ইউ ও তাডের সিন্ডিকেটের ওন্যরা। আল্লাহ এডের বিছার কোরুক।

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৬

জ্যাকেল বলেছেন: খুব ত বলে গেলেন যে কপি করা হইছে। হজরত মুহাম্মাদ সাঃ বলেছেন সব মিথ্যার চেয়ে বড় মিথ্যা হল আন্দাজে বলা। আপনি যে আন্দাজে বলে গেলেন কপি করা, প্রমাণ দেন নাইলে কিন্তু নিজে যে একজন পশ্চাদপদ মিথ্যুক হিসাবে প্রমাণ করছেন। খিয়াল কইরা। হু।

আর ভাল কথা, আসল নিকেই আসেন, আশা করি কমেন্ট বান মুক্ত আছেন। (কপি পেস্ট প্রমাণ করতে পারলে উপরে পুরস্কার ঘোষণা করা হইয়াছে।)

১০| ২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৩:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: ভালো লেখা।
মৃত্যুর আয়োজনই জীবন

২৯ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:০৭

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ। দোয়া করি সরল পথের সন্ধান পান।

১১| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন: পক্ষে গেলে ভালা,
বিপক্ষরা শালা,
নিজের ছিদ্র খোঁজেন।
jackal এর মানে জানেন?
অন্যকে বলেন নিজ নামে
আসতে আপনি কি jackal
থাকবেন?

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৬

জ্যাকেল বলেছেন: জ্যাকেল হচ্ছেন একজন আততায়ী।

১২| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সম্মানিত লেখক, নূর মোহাম্মদ লেখার রেফারেন্স চেয়েছেন। লেখক হিসেবে রেফারেন্স চাইবার আগেই সেটা দিয়ে দেয়া সৌজন্যমূলক। যেখান থেকে অনুবাদ করেছেন সেখানেও যদি রেফারেন্স না থাকে তবে সংগৃহীত কথটা লিখে দেয়া যায়।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ!

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১০:৪০

জ্যাকেল বলেছেন: আপনি সঠিক বলছেন, তবে আমার কথা ইতিমধ্যেই পরিস্কার করে দিয়েছি। আর আপনি যেটা বলছেন, উপরে নুর সাহেব একজন লেখাচোর হিসাবেই প্রতিষ্টিত। উনার কাছে আমি তাই সৌজন্য দেখাতে চাইনি। আমার ঘাটতি, স্বীকার করছি। আশা করি রেফারেন্স অলরেডি পেয়ে গেছেন উপরের মন্তব্যে।

আরেকটি কথা, ইংরেজিতে আমি যেখান থেকে অনুবাদ করেছি, সেখানেও সুত্র উল্লেখ ছিল না।

১৩| ২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি জানতাম jackal মানে শিয়ল! ছি ছি আমি
এত দিন তা হলে ভুল জানতাম। তবে
উইকিপিডিয়ার সুত্র মতে
jackal কে ফেউ এবং গিধড়
’ইয়াল’ও বলা হয়ে থাকে।

আমি লেখা চোর আর আপনি সাহাবী!
নিজের ছিদ্র কেউ দেখেনা। দম্ভ ভরে
বলেছিলেন এটা আপনার লেখা কপি
পেষ্ট হলে ২০০ টাকা ------

২৯ শে এপ্রিল, ২০২২ রাত ১১:২২

জ্যাকেল বলেছেন: আপনে এক চামচ বেশি বুঝেন বলেই আপনার এই খারাপ দশা হইয়াছে।

The_Jackal

১৪| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৪

জটিল ভাই বলেছেন:
আল্লাহ্ আমাদের হিদায়াত করুন।

(সূত্র- বাক্যের বর্ণগুলো বাংলা ভাষার। শব্দগুলোর কিছু বাংলা শব্দ ভান্ডার হতে, আর কিছু আরবী শব্দ ভান্ডার হতে। বাংলায় এসেছে সম্ভবত সংস্কৃত হতে। আরবী আর সংস্কৃতের মূল উৎস জানা নেই। বাক্যটা আমি নিজে লিখেছি যা আমার শিক্ষার ফল। তবে এই বাক্য বা এই ভাব বহন করেন এমন বাক্য অনেকেই লিখে বা বলে থাকেন। সেগুলোর সঙ্গে মিলি গেলে কাকতাল। সেজন্য আমি দায়ী নই। এর বেশি সোর্স দেবার রিসোর্স আমার নাই। তবে এক বাক্যের জন্যে যে এতোগুলো বাক্য তৈরী করেছি এখন কি সেগুলোরও রেফারেন্স দিতে হবে? দিতে হলে কমেন্ট করাটা আমার অপরাধ জ্ঞাণ করে মুছে দিবেন।)

৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০৯

জ্যাকেল বলেছেন: কি বলব খুজে পাইতেছি না।

১৫| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ১:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি আপনার মতো বেশী
না বুজলেও সঠিক বুঝি। আর
আমার অবস্থা আপনার থেকে
খারাপ না।
দেখুন jackal গিধরকে এখানে

৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৬

জ্যাকেল বলেছেন: ঘটনা শিয়াল, গাধা'র দিকে যাইতেছে। আপনি কি বলতে চাইতেছেন আপনে গাধা, আর জাকাল শিয়াল?

১৬| ৩০ শে এপ্রিল, ২০২২ রাত ২:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখিত লিংকে কাজ করছেনা।
আপনি শিয়াল (Jackal)
প্রাণী লিখে চেষ্টা করুন পেয়ে
যাবেন।

৩০ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১৬

জ্যাকেল বলেছেন: ওকে, বুঝেছি আপনে শিয়াল হইতে চাহিয়াছিলেন গাধা হইয়া গেছেন। দুঃখিত, গাধারা যে পারে না। =p~

১৭| ৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পাগলের সুখ মনে মনে
ভালো থাকুক সব Jackal.,

৩০ শে এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৮

জ্যাকেল বলেছেন: পাগলে কি-ইনা বলে, ছাগলে কি-ইনা খায়।

১৮| ০১ লা মে, ২০২২ দুপুর ২:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: ঘটনা শিয়াল, গাধা'র দিকে যাইতেছে। আপনি কি বলতে চাইতেছেন আপনে গাধা, আর জাকাল শিয়াল?

Jackal এর বাংলা হলো শিয়াল।
এটুকু যে জানে না সে কি করে
ইংরেজী হাদিস তরজমা করে!

০১ লা মে, ২০২২ দুপুর ২:৪৯

জ্যাকেল বলেছেন: আপনে ত দেখি ব্লগার না ভাই, আপনে তো ডনাল্ড টেরাম্প। হাঃহাঃহাঃ =p~

০১ লা মে, ২০২২ রাত ৮:০৬

জ্যাকেল বলেছেন: আশা করি আপনে বুঝ পেয়ে গেছেন।

১৯| ০৫ ই মে, ২০২২ বিকাল ৪:৫১

রেজাউল৯৬ বলেছেন: একটি ভাল পোষ্ট। মৃত্যুর চিন্তা থাকলে পাপাচার থাকতো না।
আপনি কপি-পেষ্টের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই বিষয়টি নূর মোহাম্মদ নূরু সহজ ভাবে নিতে পারেন নি।
ব্লগার নূরু মোহাম্মদ নূরু বয়সে আমার দিগুনের বেশি হবেন, এর চেয়ে কটূ ভাষ্য করলাম না । ওনার এভাবে ল্যাদান দু:খজনক।

০৫ ই মে, ২০২২ বিকাল ৫:৩২

জ্যাকেল বলেছেন: উনি শেষমেষ অফ গেছেন এটাই ভাল হইয়াছে। যেভাবে পর্যদুস্ত হয়েছেন, শিক্ষে না হোক, দীর্ঘ--- দিন মনে থাকবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.