নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

যেই দেশে আইনের প্রয়োগ করাই অপরাধ সেই দেশে আইনের শাসন প্রতিষ্টিত হইবে কিভাবে?

০৭ ই মে, ২০২২ ভোর ৬:১৮





দয়া করে কেহ আমাকে বলেন সেই দেশে কিভাবে আইনের শাসন, সুবিচার নামক শব্দগুলোর ব্যবহার হইবে? অবশ্য আগে একটা খবর না পড়িলে অনেকেরই বোধ আসতে সমস্যা হইতে পারে-

"টিকিট ছাড়াই পাবনা থেকে ঢাকামুখী ট্রেনে উঠে এসি কামরায় বসেছিলেন তিন যাত্রী। ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) এলে রেলমন্ত্রী নূরুল ইসলামের আত্মীয় পরিচয় দিয়েছিলেন তাঁরা। তখন টিটিই বিনা টিকিটে ভ্রমণের জন্য তাঁদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করেন। পাশাপাশি এসি কামরাও ছাড়তে হয় তাঁদের। গত বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর ওই টিটিইকে মুঠোফোনে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয়। শুক্রবার তিনি আর কাজে যোগ দিতে পারেননি।"

"এ বিষয়ে জানতে চাইলে পশ্চিম রেলের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, জরিমানা করার জন্য তাঁকে বরখাস্ত করা হয়নি। তাঁর বিরুদ্ধে তিন যাত্রীকে হয়রানি ও অশোভন আচরণ করার অভিযোগ পাওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, তাঁকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হচ্ছে। যথাযথ জবাব দিতে পারলে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হতে পারে।

তবে টিটিই শফিকুল ইসলাম বলেছেন, তিনি ওই তিন যাত্রীর সঙ্গে কোনো অশোভন আচরণ করেননি।"

- প্রথম আলো প্রতিবেদন (প্রকাশ: ০৭ মে ২০২২, ০০: ০৯)

অন্ধ আওয়ামীলীগারদের প্রতি অনুরোধ রহিল যেন এই ঘটনাকে শুধুমাত্র বিচ্ছিন্ন ঘটনা হিসাবে বিবেচনার জন্য। সাথে বাংলাদেশ যে শেখের বেটির নেতৃত্বে সুশাসন, গণতন্ত্র, সুবিচার, বাকস্বাধীনতা সবই সুন্দরভাবে যে চলতেছে তার আন্তর্জাতিক প্রমাণ পেশ করার জন্য বিশেষ অনুরোধ রহিল।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২২ ভোর ৬:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: খবরটা আমারও নজরে এসেছে। আসলে বলার কিছু নেই, সোনার বাংলাদেশে সবই সম্ভব। ছোটবেলা থেকে একটা গল্প শুনে এসেছি, সত্যি মিথ্যে জানিনা। দেশ স্বাধীন হওয়ার পর নাকি বাংলাদেশকে কোন একটি দেশ সাত কোটি কম্বল সহায়তা হিসেবে দিয়েছিলো, বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন "আমার কম্বলখানা কৈ?" সত্যতা যেটাই হোক, যা বোঝাতে চেয়েছি তা হলো, আমাদের দেশ আসলে চোর-বাটপারে ভরপুর। অতটুকু ছোট জায়াগায় ১৮ কোটি মানুষ! তো একজন-আরেকজনের মাথাতো আজ হোক বা কাল, খাবেই!

০৭ ই মে, ২০২২ ভোর ৬:৩২

জ্যাকেল বলেছেন: না, সমস্যা হইতেছে সরকারে চাকরি করা লোকেরা অসৎ। ইহাদের মধ্যে শৃংখলা, সততা, নীতি, প্রটোকল মেইনটেইনের চেয়ে পদলেহন অধিক গুরুত্বপুর্ণ।

২| ০৭ ই মে, ২০২২ সকাল ৮:৩৬

জুল ভার্ন বলেছেন: ইহাকেই বলে আওয়ামী আইনের শাসন।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

জ্যাকেল বলেছেন: একবাক্যে একমত হতে না পারলেও দ্বিমত করবার সুযোগ নাই।

৩| ০৭ ই মে, ২০২২ সকাল ৯:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
এত সিরিয়াস হবার কিছু নেই।
রেলওয়ে কর্মী এবং কর্মচারীরা ও পরিবারের সদস্যরা বছরে দুবার টিকেট ফ্রী পাওয়ার যোগ্যতা রাখে।
এটা সরকারি এবং বেসরকারি সংস্থা সবক্ষেত্রেই সব দেশেই দেখা যায়। মাননীয় মন্ত্রী পদাধিকার বলে দু'চারটে টিকেট টিকিট ফ্রী পাওয়ার যোগ্য।

আমার এক ভাই আমেরিকানরা এয়ারলাইনসে চাকরি করে।
সে পরিবারের সদস্যসহ বছরে দুটি ফ্রী টিকিট পায়।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০

জ্যাকেল বলেছেন: হুমম, পরিবারের সদস্য বলতে একেবারে ভাগনে, ভাতিজা থেকে শুরু করে মামাত ভাই, খালাত ভাই, ভাইদের সন্তান সবই বোঝায়। তাও টিকিট না কিনেই যাত্রা করা যায়।

৪| ০৭ ই মে, ২০২২ সকাল ১১:০৩

বিজন রয় বলেছেন: পাওয়ারফুল দেশে পাওয়ারফুল প্রশাসন।

ধিক্কার জানাই আর প্রতিবাদ করি।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪১

জ্যাকেল বলেছেন: ওকে।

৫| ০৭ ই মে, ২০২২ সকাল ১১:৫১

নূর আলম হিরণ বলেছেন: সে তিন যাত্রীর বক্তব্যেও শুনা জরুরি মনে করেন কিনা আপনি?

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

জ্যাকেল বলেছেন: অবশ্যই, তানভির জুমার নিচে লিংক দিয়েছেন আপনি দেখে নেন।

৬| ০৭ ই মে, ২০২২ দুপুর ১২:৩৮

তানভির জুমার বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
এত সিরিয়াস হবার কিছু নেই।
রেলওয়ে কর্মী এবং কর্মচারীরা ও পরিবারের সদস্যরা বছরে দুবার টিকেট ফ্রী পাওয়ার যোগ্যতা রাখে।
এটা সরকারি এবং বেসরকারি সংস্থা সবক্ষেত্রেই সব দেশেই দেখা যায়। মাননীয় মন্ত্রী পদাধিকার বলে দু'চারটে টিকেট টিকিট ফ্রী পাওয়ার যোগ্য।

আমার এক ভাই আমেরিকানরা এয়ারলাইনসে চাকরি করে।
সে পরিবারের সদস্যসহ বছরে দুটি ফ্রী টিকিট পায়

এখন বুঝতে পারছেন আমি কেন বলি আওয়ামীলিগের সব অপকর্মের সুন্দর যু্ক্তি আছে।

১) সে অপকর্ম কে জাষ্টিফাই করার জন্য আমেরিকার এয়ারলাইনস আর বাংলাদেের রেলওয়ে কে একই ক্যাটাগরীতে ফেলছে। ২) পৃথিবীর যে কোন দেশে পরিবারের সদস্য বলতে উক্ত ব্যক্তি তার স্ত্রী, সন্তান, মা-বাবা, আথবা ভাইবোন হতে পারে। আপনার কি মনে হয় রেলমন্ত্রীর স্ত্রী, সন্তান, মা-বাবা, আথবা ভাইবোন কেউ ছিল উক্ত রেলের এসি কামরায়?।

বাঙ্গালী আমেরিকায় যাক আর চাঁদের দেশে যাক এদের খাচ্ছত পরিবর্তন করতে পারে না। নিজের মতবাদের লোক যত বড় আপরাধই করুক এরা বিভিন্নভাবে এটা কে জাষ্টিফাই করে দেয়।



০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪২

জ্যাকেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ বাস্তব সত্য তুলে ধরবার জন্য।

৭| ০৭ ই মে, ২০২২ দুপুর ১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: এই হচ্ছে দেশে আর দেশের ক্ষমতাসিন লোকদের পাওয়ার!

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

জ্যাকেল বলেছেন: খুবই দুঃখজনক।

৮| ০৭ ই মে, ২০২২ দুপুর ১:২৭

ভুয়া মফিজ বলেছেন: ওই টিটিই রাজাকার ছিল। তাই তাকে শো-কজ নোটিশ জারি করাই যথেষ্ট না, একেবারে খাড়ার উপ্রে ছাটাই করা উচিত। ওর জানা উচিত ছিল, মন্ত্রীর পবিত্র নাম যে মুখে নিবে, তার কাছে ভাড়া চাওয়া ফৌজদারী অপরাধ। যাবজ্জীবন কারাদন্ড যে দেয় নাই, এটাই তো অনেক বড় ব্যাপার!! :P

এটা নিয়ে বেশী মাতামাতি করলে আপনাকেও রাজাকার উপাধী দেয়া হবে। ব্লগার কালবৈশাখীর ব্যাখ্যার পরে আমার মনে হয় না আপনার আর কোন জিজ্ঞাসা থাকতে পারে!!! =p~

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৫

জ্যাকেল বলেছেন: হাঃ হাঃ হাঃ =p~

আজকাল রাজাকার শব্দ যে যেইভাবে ব্যবহার করা হইতে আছে তাতে ইহার আবেদন কতটা টিকে আছে জানা মুশকিল।

৯| ০৭ ই মে, ২০২২ বিকাল ৩:০৬

তানভির জুমার বলেছেন: খবর থেকে জানতে পারলাম, রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে গত বছর বিয়ে করেছেন তাই তিনি প্রায় আনকোরা নতুন জামাই৷ শ্বশুরবাড়ির মানুষ জনকে ইমপ্রেস করতে বিনা টিকিটে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় রেলভ্রমণ করছিলেন। টিটিই এসে তাদের জরিমানা করেন আর কামরা থেকে বের করে দেন৷

নিউজ লিংক.

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৫৯

জ্যাকেল বলেছেন: রেলমন্ত্রীর স্ত্রীর ভাগনে = ফ্যামিলি

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

জ্যাকেল বলেছেন: রেফ: হাসান কালবৈশাখই

১০| ০৭ ই মে, ২০২২ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: আহা কি আল্লাদ!

টিকেট ছাড়া ট্রেইনে উঠে কি ভালো কাজটাই না করেছিলেন আর তাতে বাঁধা!!! :||

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০১

জ্যাকেল বলেছেন: :||

১১| ০৭ ই মে, ২০২২ বিকাল ৩:৩৭

আরইউ বলেছেন:



আমি হাসান কালবৈশাখী-র সাথে "সহমত ভাই"। উনি যা বলেছেন তাই ঠিক, এর উপ্রে কোন কথা নাই, কোন কথা হবেনা। জয় বাবা লোকনাথ!

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৩

জ্যাকেল বলেছেন: এর পরে আর কোন কথা থাকতে পারে আমি মনে করি না।

১২| ০৭ ই মে, ২০২২ বিকাল ৩:৪৪

সোনালি কাবিন বলেছেন: দুই একটা শিক্ষিত লোকরে অপকর্ম ঢাকার এমন কুযুক্তি দিতে দেখা যায় যে, সিরাজগঞ্জের ফেলে আসা ছোটবেলার সার্কাস শোয়ের স্বাদ ফিরে পাই।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫

জ্যাকেল বলেছেন: প্যাথেটিক!

১৩| ০৭ ই মে, ২০২২ বিকাল ৪:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন: " ----------------------------------------------------------------------"

এই ভাই একটি দারুণ এন্টারটেইনমেন্ট। সুবর্ন মোস্তফা না কি একটা আছেনা ? ঐডি যে সংসদ সদস্য দেশের আপামর জনগণ জেনেছে টিপ ড্রামার পর থেকে।এক একটা ড্রামা হইয় আর আমরা জানতে থাকি কে কোন মন্ত্রী আর কেবা এম্পি।বর্তমানে কে কে এম্পি,কে মন্ত্রী হাসান কালবৈশাখী নিজে জানেন কিনা আমি যথেষ্ট সন্দিহান । হাসান ভাই এর জন্য একটা করতালি হয়ে যাক।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৮

জ্যাকেল বলেছেন: সুবর্ণা মোস্তফা, মিঃ আসাদুজ্জামান নুর উনারা এই করাপ্ট সিস্টেমে কি লোভে ঢুকে গেলেন আমি কিছুই বুঝতে পারছি না।

১৪| ০৭ ই মে, ২০২২ বিকাল ৪:২৭

ঢাবিয়ান বলেছেন: ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অপরাধে শাস্তি পেয়েছেন র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। তাকে তিরস্কার সূচক লঘুদণ্ড দেওয়া হয়েছে।

২৭তম ব্যাচের এই কর্মকর্তা ফেসবুকে লিখেছেন, ‘চাকুরী জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকুরী জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই অন্যায়।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১১

জ্যাকেল বলেছেন: সারওয়ার আলম সহ যারা এই সিস্টেম ঠিক করতে চেয়েছেন তাদের জন্য করুণা হয়। তাদের কন্ট্রোল করে ওপর মহল। আমাদের ওপর মহল হয়ে গেছে পৃথিবীর নিকৃষ্ট শ্রেণির ওপর মহল যাহা কেবল মাত্র মিয়ানমার, উত্তর কোরিয়া কিংবা অসভ্য সব দেশে পাওয়া যায়।

১৫| ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:
এত সিরিয়াস হবার কিছু নেই।
রেলওয়ে কর্মী এবং কর্মচারীরা ও পরিবারের সদস্যরা বছরে দুবার টিকেট ফ্রী পাওয়ার যোগ্যতা রাখে।
এটা সরকারি এবং বেসরকারি সংস্থা সবক্ষেত্রেই সব দেশেই দেখা যায়। মাননীয় মন্ত্রী পদাধিকার বলে দু'চারটে টিকেট টিকিট ফ্রী পাওয়ার যোগ্য। আমার এক ভাই আমেরিকানরা এয়ারলাইনসে চাকরি করে।
সে পরিবারের সদস্যসহ বছরে দুটি ফ্রী টিকিট পায়।


=p~ =p~ =p~ =p~

আয়ামী পরিবারের সদস্য ছিলো ঐ আত্নীয় সেটা তো আর টিটি বেচারা বুঝতে পারেনাই। এই বারের মতন তার চাকুরি খাইয়েন না ভাই। বেচারা ভুল বুঝতে পেরেছে।

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

জ্যাকেল বলেছেন: আপনার সুপারিশ কাজে লাগুক। এটাই প্রত্যাশা করছি। (সিরিয়াসলি এটাই প্রত্যাশা করছি)

১৬| ০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৪

শায়মা বলেছেন: হা হা ভাইয়া! আমার মন্তব্য পড়ে এমন চেহারা হলো কেনো?? :P

০৭ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:১২

জ্যাকেল বলেছেন: নাঃ জল্লাদ টিটির কথা ভেবেই মুখ অমন হয়ে গেল।

১৭| ০৮ ই মে, ২০২২ রাত ১২:১০

হাসান কালবৈশাখী বলেছেন:
আমেরিকান এয়ারলাইনসে কর্মিরা পরিবারের সদস্যসহ বছরে দুবার ফ্রী টিকিট পায়, বিমানে অনেক সিট খালি গেলে আরো বেশিবার যাওয়ার সুযোগ পায়।
পৃথিবীর যে কোন দেশে পরিবারের সদস্য বলতে উক্ত ব্যক্তি তার স্ত্রী, সন্তান, মা-বাবা, সেটাও ঠিক আছে।
কিন্তু বাস্তবতাটা বুঝার চেষ্টা করুন ব্রাদার। এটা বাংলাদেশ।
পরিবারের সদস্য বলতে একেবারে ভাগনে, ভাতিজা থেকে শুরু করে মামাত ভাই, খালাত ভাই বা আরো বেশি কিছু হতেই পারে।
আর রেলওয়েতে এখনো এনাইডি কার্ড দেখে বাই নেইম টিকেট ইশু করা শুরু হয় নি, সেই সুদিন এখনো আসেনি।

পুরো ব্যাপারটি এখনো ক্লিয়ার না। অনেক কিছুই হতে পারে।
ওরা রেলমন্ত্রীর আত্নীয় না রেলওয়ের কোন বড় কর্তার আত্নীয় এই ব্যাপারটিও এখনো নিশ্চিত না।
এজাৎ প্রাপ্ত সংবাদে যা যানা যায় - রেলওয়ের দেয়া একটি টিরকুটে হাতে লেখা অনুমোদন নিয়ে ওরা ট্রেনে উঠেন। যদিও এটি কোনভাবেই সিস্টেমের ভেতর পরে না। বা হয়তো ওনারা এভাবে আগেও ভ্রমণ করেছেন। বা রেলওয়ে কতৃপক্ষ ব্যস্ততার কারনে বা ভিন্ন কারনে সিস্টেম না মেনে তারহুড়া করে হাতে লেখা চিরকুটে লিখে ট্রেনে উঠিয়ে দিয়েছেন। আমার জানা মতেও রেলওয়ে পরিবারের সদস্যরা এভাবেই ভ্রমন আসছেন।

আমি আবারো বলছি - বাংলাদেশের বাস্তবতায় এটি কোন বড় অনিয়ম নয়। বিশাল অনিয়ম দেখলাম গতকাল নিউইয়র্কে বাংলাদেশ কনসার্টে। মন্ত্রির সাথে ৪০-৫০ জন আমলা কর্তাগন রাষ্ট্রের অর্থে পরিবার সদস্যদের নিয়ে ফুর্তি করতেছে। এটা ভয়াবহ অনিয়ম। কঠিন শাস্তি দাবি করি।
আমি যা বলতে চাচ্ছে নিয়ম মেনে একজন রেলওয়ে স্টাফ নিয়মমাফিক বছরে ৪-৫টি টিকেট ফ্রি পাওয়ার অধিকার থাকলে একজন রেলওয়ে মন্ত্রীও ১০-১২ টি এসি ক্লাসের টিকেট পাওয়ার অধিকার রাখেন।

০৮ ই মে, ২০২২ রাত ১:০৪

জ্যাকেল বলেছেন: আপডেটঃ রেলমন্ত্রীর স্ত্রীর ফোনেই বরখাস্ত হন সেই টিটিই, বললেন এক যাত্রীর মা Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.