নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

বিশ্লেষণঃ জামাত শব্দ শুনলেই এক শ্রেণির মানুষের অনল জ্বলে ওঠে

২৪ শে জুন, ২০২৩ রাত ৯:৪৩




১৯৭১ সালে জামাত পাকিস্তান ভাঙতে চায়নি, ১৯৪৭ সালে সেই একই জামাত ভারত বিভক্ত করতে চায় নি। এরশাদের সময়ে নির্বাচনে গিয়েছিল আওয়ামীলীগের সাথে (না যাবার ওয়াদা ছিল) ফলতঃ বেইমানী করেছিল বলে রেকর্ড আছে। জামাত দলটি সাধারণত মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসাবে মেইনস্ট্রিম মিডিয়ার দ্বারা সনাক্ত হয়েছে যেখানে অন্যান্য বামপন্থি দল রেহাই পেয়ে যায়।
এই জামাত আবার একটি রাজনৈতিক শক্তি হিসাবে ঘুরে দাড়ানোর চান্স দেখা যাইতেছে যা বছর খানিক আগেও কল্পনার বাহিরে ছিল। জামাতের পজিটিভ সাইড হইল তাদের সাংঘঠনিক শক্তি, অর্থনৈতিক ভিত্তি অনেক মজবুত। নেগেটিভ সাইট হইল একাত্তরের পরাজিত শক্তি।

মিডিয়ার পচানি + এর হস্তক্ষেপ না খাইলে আজকে প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভুত হইতে পারত জামাত। জামাত বাংলাদেশে জেগে ওঠলে ভারতের জন্য হবে ভয়ানক সংবাদ। এখানে জামাতের দায়-ই আসলে বেশি।
কেন জামাত এখনো রাজনিতীতে দুর্বল?
১। কৌশলগতভাবে ভারতকে বন্ধুভাবাপন্ন হিসাব না করে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে।
২। একাত্তরের বিষয়ে নিজেদের রাজনৈতিক ভুল স্বীকার করে সেটাকে জাতীয় অর্জন হিসাবে স্বীকৃতি না দেওয়া।
৩। কেবলমাত্র ইসলামকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে নেওয়া।
৪। সূদুরপ্রসারী রাজনৈতিক চিন্তাধারার অভাব।

বর্তমান রাজনৈতিক অবস্থায় জামাত নতুন করে আলোচনায় যেহেতু আসছে তাদের নিয়ে একটা প্রশ্ন করা জরুরী। প্রশ্নটা আসলে জামাতের কি করা উচিত হলেও আমি প্রশ্নটা ভিন্নভাবে করতে চাই। কারণ দল হিসাবে জামাত এতটাই কট্টর যে এই প্রশ্ন/আলাপ করাটাই বৃথা।

জামাতের সমর্থকদের কি করা উচিত?
১) জামাতের উচিত বাস্তবমুখী চিন্তা করা। ১৯৩০-৬০ সালের মওদুদীবাদ এখন আর চলার কথা না। জামাতের মৌলিক জায়গাতেই সমস্যা আছে, তা হল ধর্মকে ব্যবহার করে মানুষকে রাজনীতিতে আনা। কিন্তু মানুষ শুধু ধর্মকেন্দ্রিক চিন্তা করে না, চলে না, ফিরে না। এই সহজ বিষয়টা বুঝে ফেললেই শুধু জামাত কেন অন্য সব ইসলামপন্থী দলও ক্লিয়ার রাজনিতির একটা হিসাব পাবে।
২) সাবেক নেতা গোলাম আজম সহ বর্তমান জামাতের পুরা থিংকট্যাংকই আসলে ব্যাকডেটেড এবং বর্তমান যুগের রাজনিতিতে এনারা আসলে সাড়া জাগানো কিছু করার ক্ষমতা রাখে না। তাই ইনাদের সবাইকে বাদ দিতে হবে, শিবিরের থেকে মেধাবি সাবেক ছাত্রনেতাদের যারা ধর্ম নিয়ে বেশি কনসার্ন না এমন লোকদের নিয়ে থিংকট্যাংক বানাতে হবে।
৩) আধুনিক আর্টিফিসয়াল ইনটেল এর যুগে টেকনোলোজিতে অগ্রসর তরুণদের নিয়ে নতুন করে রাজনিতির মাঠ সাজাতে হবে।

শেষকথা
দেশের উন্নতি চাইলে জামাতের রাজনিতির বিকল্প নাই এমন ভাবনা থাকলে উহা ঝেড়ে ফেলুন, কারণ জামাতের আগানোর কোন ভাল রিজন আর নেই। কেন এ কথা বললাম, আমার পরিচিত এমন কিছু লোক আছেন যারা মননে বাংলাদেশকে ধারণ করেন এবং এই কারণেই শেখ হাসিনা-ইন্ডিয়া ইস্যুতে জামাতকে সমর্থন করেন। তাদের ভাবনা হইল জামাতই একমাত্র দল যারা ভারতের সাথে বিরোধিতা করার সাহস রাখেন। অথচ ইহা যে কেবলমাত্র রাজনৈতিক বৈশিষ্ট উহা বুঝার মত মষ্তিষ্ক খুব কম লোকই আসলে ধারণ করেন।
আমার অভিমত জানতে চাইলে বলব- জামাতের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই। কারণ এই দল ধর্ম নিয়ে মানুষকে যে বার্তা দিচ্ছে আদতে উহা ভন্ডামি বৈ কিছু নহে, এটা চলে না।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২৩ রাত ১০:১১

শূন্য সারমর্ম বলেছেন:


মুসলিম বিশ্বে ধর্মীয় রাজনীতিতে জামাতে কততম হতে পারে?

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৪৯

জ্যাকেল বলেছেন: ধর্মকে কেন্দ্র করে রাজনীতি নিয়ে আমি আসলে ইন্টারেস্টেড নই, আপনে কস্ট করে গুগল করে দেখে নেন।

২| ২৪ শে জুন, ২০২৩ রাত ১১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অনেক বছর পরে জামাত মাঠে নামার সুযোগ পেলো।

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৫০

জ্যাকেল বলেছেন: তাদের দল নিস্ক্রিয় হয়ে নাই হোয়ে যাওয়াই সবার জন্য ভাল।

৩| ২৪ শে জুন, ২০২৩ রাত ১১:১৩

শেরজা তপন বলেছেন: তুলনামূলক বিশ্লেষন খারাপ হয়নি। কিন্তু সমস্যা হচ্ছে , জামাত নিয়ে কোন আলোচনা ভীষণ অনিচ্ছা নিয়ে পড়ি। মনের মধ্যে আগে থেকেই তাদের প্রতি একটা ঋনাত্বক ধারণা কাজ করে। আমার মত অনেকেরই হয়তো এমন হয়।

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৫১

জ্যাকেল বলেছেন: ঋণাত্বক না হয়ে উপায় নাই, মিডিয়ার কারসাজি তো আছেই তার ওপর তাদের মতাদর্শ খুবই দুর্বল।

৪| ২৪ শে জুন, ২০২৩ রাত ১১:১৯

শার্দূল ২২ বলেছেন: আমি জামাতের কোন উত্থান দেখছিনা, বরং গর্তে ঢুকে থাকা বা লুকিয়ে থাকা চেহারা গুলো সরকারের ক্যামরায় বন্ধি হতে দিচ্ছে। এটা মনে রাখতে হবে বর্তমান সরকার বিনা কারণে কারো জানাজায়ও অংশ নেয়না। প্রথমসারীর রাজাকার গুলো গেছে,এখন দ্বিতীয় সারির গুলোর পালা। যাষ্ট দেখতে থাকুন।

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৫২

জ্যাকেল বলেছেন: আমি বর্তমানের গুলারে রাজাকার না বলে বলব অন্ধ অনুকরণ করা আবাল।

৫| ২৪ শে জুন, ২০২৩ রাত ১১:৩৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: প্রচারে প্রসার, সেটা নেগেটিভ বা পজেটিভ যাই হোক। এই প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা ছিলো আওয়ামী লীগ সরকার ও সরকারি প্রভাবিত মিডিয়ার।
উদাহরণ স্বরুপ বলাযায়, যখনই কোন বিরোধী দলীয় কর্মকাণ্ড বা সরকার বিরধী কোন কাজ দেখা যায় তখনই সেটাকে বলা হয় জামাত-বিএনপি সরকার। অর্থাৎ জামাত আগে, তারপর বিএনপি। এই প্রচার সরকারের নেতা নেত্রী ও মন্ত্রীরা সবচেয়ে বেশি প্রচার করেছে।

আচ্ছা বলুনতো, জামাত এপর্যন্ত কি ৫০ ছিট কোন জাতীয় নির্বাচনে পেয়েছে?
জামানতে কি এখনো ১৫%ভোট ন্যাশনালী হয়েছে?

সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমি যখন অনার্স ৩য় বর্ষে পড়ি ২০১৫ সালে তখন আমাদের পাঠ্যবইয়ে যে হিসাব দেখানো হয় তাতে জামাতের মোট ভাট ২০-২৫%। এখানে আমার লথা হলো, গাঁজাটা কে সেবন করিয়াছে? যে সমীক্ষা করেছে সে? নাকি যে বই লিখেছে সে?

সর্বপরি, জামাত আসলে যা, তার থেকে আমরা বেশি ফিল করি এবং মিডিয়ার মাধ্যমে বেশি করে ফিল করানো হয়।

২৫ শে জুন, ২০২৩ রাত ১২:৫৫

জ্যাকেল বলেছেন: মিডিয়ার নেগেটিভ প্রচার হয়ত জামাতকে বিশা=ল বড় করে ফেলেছে, আপনার কথাই রাইট হইতে পারে। তবে তাদের ১৮ সিট ছিল এক সময়।
আর বর্তমানে দেশে এন্টি আওয়ামীলীগ হইতেছে ৭৫ শতাংশ। এর মধ্যে জামাত+বিম্পি হবে বড়জোর ১৫ শতাংশ। বাকি ৬০ শতাংশই হয়তবা বাংলাদেশ নিয়ে কনসার্ন।(আমার আইডিয়া)

//সর্বপরি, জামাত আসলে যা, তার থেকে আমরা বেশি ফিল করি এবং মিডিয়ার মাধ্যমে বেশি করে ফিল করানো হয়।

লাস্টের কথাটা ফেলে দেবার না।

৬| ২৫ শে জুন, ২০২৩ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: জামায়াত দেশের শত্রু। ওরা আমৃত্যু বদলাবে না।

২৮ শে জুন, ২০২৩ রাত ৯:৩৬

জ্যাকেল বলেছেন: জামায়াত আসলে ভারতের শত্রু, ওরা বদলানোর চান্স নেই।

৭| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:২৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জামাত, শিবির, রাজাকার....

৮| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬

বাউন্ডেলে বলেছেন: আবুল আলা মওদুদি প্রতিষ্ঠিত জামাত ই ইসলামী ইসলামের যে ক্ষতি করেছে অদ্যাবধী ইহুিদিরাও এতো ক্ষতি করতে পারে নি।

৯| ০২ রা নভেম্বর, ২০২৩ দুপুর ১:৩২

নতুন বলেছেন: আমার অভিমত জানতে চাইলে বলব- জামাতের কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই। কারণ এই দল ধর্ম নিয়ে মানুষকে যে বার্তা দিচ্ছে আদতে উহা ভন্ডামি বৈ কিছু নহে, এটা চলে না।

++

আমাদের দেশে ওয়াজের ময়দানে অনেক মানুষ আসে কিন্তু ভোট কিন্তু তার সুবিধা দেনেওয়ালা নেতাকেই দেন।

১০| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২৮

প্রামানিক বলেছেন: দেশের রাজনীতির চেয়ে দুর্নীতি এখন বড় জায়গা দখল করে আছে।

১১| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৩৯

রায়হান চৌঃ বলেছেন:
আমি জামাতের বৈঠকে প্রায় ৬ থেকে ৭ বছর উঠাবসা করার পর ওনাদের কাছথেকে দুরে সরে এসেছি, শুধু আমি নই একজন সিনিয়র লেভেলের এরিয়া ভিত্তিক সভাপতি তার পদ ছেড়ে দিয়েছেন, যিনি কুরআন শপৎ নিয়ে জামাতের সদস্য হয়েছিলেন। শুনিনাই, নিজের চোখের সামনে দেখেছি। শুনতে চান আপনি ? প্রমান সহ শুনাতে পারব। সমস্য হচ্ছে টিকে থাকতে পারবেন না, নির্ঘাত আত্নহত্য করবেন যদি জামাতের সদস্য হয়ে থাকেন।

পরিশষে বলব, "একমাত্র অহংকার ই শেখ হাছিনার পতন এর মূল কারণ" অন্য কিছু নয়।

গ্রামের ভাষায় একটা কথা বলে "যে আগুন খায় সে কয়লা হাগে"

ভালো থাকবেন

১২| ২৭ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৪৯

কিরকুট বলেছেন: জামাত হলো নেংটি ইঁদুর । চুপি চুপি ব্যারার বান কাটা ছাড়া অন্য কোন যোগ্যতা নাই । এরা এক মাত্র একটা জিনিস খুব নিখুত ভাবে পারে তা হলো রাস্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.