নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মিলে মরিতে হইবে

জ্যাকেল

ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮

জ্যাকেল › বিস্তারিত পোস্টঃ

সবাই এত ছিঃ ছিঃ করতেছে কেন?

২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫


জীবনের এই সময়ে আইসা বুঝতে পারতেছি না কি সমস্যা মানুষের? বৃদ্ধ বয়সে কেহ বাবা হইলে ইহা কেনইবা অস্বাভাবিক হইবে? প্রথমে লোকেরা ছি ছি করল যখন আমি ২য় বিয়েথা করলাম। তারপর থেকে দেখে আসতেছি আমার সাথে চলাফেরা করা কমে গেছে বেশ কিছু সামাজিক মানুষের। যদিও লোকাল এমপি সাব আমার সাথে আগের মতই ঠাট্টা মশকরা করেন। দুঃখের বিষয় হইল, সামুর সাবেক এক ব্লগার, যিনি একটা কলেজের প্রিন্সিপাল, উনি যাও ২য় বিয়ের পরে কম চলতেন, বাচ্চা হইবার পরে আমাকে পুরো সাংশান দিয়ে ফেলেছেন। নিজেকে নতুন করে একা লাগা শুরু করতেছে।
যাক সে কথা। আসল কথায় আসি। বুড়ো বয়েসে বিয়ে করার সখ ছিল না। যখন দেখলাম ১০৩ বয়সী লোকও বিয়ে করে ফেলতেছে তখন নিজের মাঝেই প্রশ্ন জাগল আমি বেশ ক বছর ধরে একা। আমার তো এমন থাকার কথা ছিল না। যদি বুড়া বয়েসে বিয়ে করি তবে একটা গরিব মেয়েকেই করব। এতে সমাজে একটা মেয়ের সংস্থান হইবে। তার সাথে সন্তান থাকলে আরো ভাল।
থিক তেমনি একখান মেয়ে (৩০ উর্ধ) বিয়ে করে নিলাম। কিন্তু সমাজের নানান লোক ইহাকে বাকা চোখে দেখতে থাকল।

১। ক্লাস না মেলানো। (বস্তির মেয়েকে কেন ভদ্র ঘরে ঠাই দিলাম)
২। শিক্ষা দেখলাম না। (যদিও এইট পাস)
৩। শেমলা কালো মহিলা, তাই দেখতে সুন্দর না। (সুন্দরী মেয়ে হইলে বলতো লাইট্টা/লম্পট বুইড়া)
৪। কাজ করে খাইত একসময় (দুর্ভোগ প্রায় মানুষের জীবনেই আসে, ইহা লোকে বুঝিতে চাহে না)
৫। বেপর্দা বিধবা নারী বিয়া করসে। (উনার কোন দরকার ছিল না বোরকা/হিজাব মেইনটেইন করার, কারন সোশ্যাল ইভেন্টে উনাকে ডাকা হইত না)
৬। আরো কি কি...

যাক, শিক্ষিত নামধারি লোকেদের বাকা চোখ দেখে আমার খারাপ লাগে, কিছুটা দুঃখ হয়। কিন্তু আমি যা বুঝেছি তাহাই করেছি, অনেকেই আমাকে দোষ দেয় এখনো। এই লেখা পড়বার পরে আপনার যদি কিছু গালি দিবার থাকে, বা উগরে দিবার থাকে তাইলে আপনেও দিতে পারেন।

মন্তব্য ২৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৭

শেরজা তপন বলেছেন: আপনার আগের সন্তান সন্ততি নেই? থাকলে তাদের কি অভিমত?

আপনি কোথায় একা হইলেন- এখন সবচেয়ে প্রিয় আপনজন একজনরে পাইলেন, ২৪ ঘন্টা তাকে ও আপনার গিন্নীকে নিয়ে মেতে থাকুন। যারা অপছন্দ করে সেইসব বাইরের মানুষকে এভয়েড করুন। আপনি ঘরের মধ্যে চিত কাত হয়ে পড়ে কোঁকাইলে ওরা শুধু উঁহু আহা করত। যারা আপনাকে বুঝবে শুধু তাদের নিয়ে থাকুন। জীবনকে উপভোগ করুন- সবাইকে নিয়ে একটু দূরে বাইরে মাঝে মধ্যে ঘুরে আসুন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৯

জ্যাকেল বলেছেন: আছে সবই আছে কিন্তু বিদেশ থেকে কি বাপ মায়ের সেবা হবে?

২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কাজে আমি খুব সন্তুষ্ট। যা করেছেন ভালো করেছেন।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২০

জ্যাকেল বলেছেন: আমাদের এই বয়েসে কি আর করা বলেন।

৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

বিজন রয় বলেছেন: ‘‘‘পাছে লোকে কিছু বলে””......... আপনি মাষের কথা পাত্তাই দিবেন নাতো!

আপনার যা ভালো লাগে আপনির করসেন, করবেন, তাতে কার কি।

প্রয়োজনে আপনি আরো বিয়ে করুন................

আর মাঝে মাঝে কবিতা লিখুন। :P

২৭ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

জ্যাকেল বলেছেন: প্রয়োজনে আপনি আরো বিয়ে করুন................


আবনে কুবুদ্দি দিবার ওস্তাদ?

আপনার স্বাস্থ্য কি আরো বাড়ছে?

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২৭

বাকপ্রবাস বলেছেন: সবাই‌রে ব‌লে দেন, দরকার হই‌লে আ‌রো একটা করুম, আমার বিয়া আ‌মি কর‌সি, আপনা‌গো ক‌মেন্ট করার অ‌ধিকার নাই, সামু ব্লগ আপনার সা‌থে আ‌ছে। সবাই আপনা‌কে স্বাগতম জানা‌চ্ছি

২৭ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪১

জ্যাকেল বলেছেন: নাঃ ব্লগে এ নিয়ে কোন খারাপ মন্তব্য পাইতেছি না।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভুল কিছু করেন নাই। যদিও অনেকের দৃষ্টিতে এগুলি ভালো না-ও লাগতে পারে। সেটা তাদের সমস্যা, আপনার না।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪০

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ রইল।

৬| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: একজন সঙ্গী দরকার পড়েই। সন্তানদেরই উচিত এ ব্যবস্থা করে দেওয়া। অবশ্য সম্পত্তি ভাগের শঙ্কায় এ ঝুঁকি কেউ নিতে চায় না।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪১

জ্যাকেল বলেছেন: ভাল বলেছেন সাধু বৈরাগি দাদআ।

৭| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ ভোর ৬:৪০

সামরিন হক বলেছেন: নানা মানুষ নানা মত। তাই কষ্ট না পাওয়াই শ্রেয়।
শুভেচ্ছা রইল।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ।

৮| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৮:৩৮

কাছের-মানুষ বলেছেন: আপনি উত্তম কাজই করেছেন। আপনার জীবন রঙ্গিন হোক।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৭

জ্যাকেল বলেছেন: শুভেচ্ছা রইল।

৯| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: পড়লাম। কিন্তু আমি কোনো মন্তব্য করবো না।

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৮

জ্যাকেল বলেছেন: আপনে কমেন্ট সংখ্যা নিয়েই বিজি থাকেন জানা আছে।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৬

ভুয়া মফিজ বলেছেন: ঘটনা কি সত্যি নাকি? নাকি এইটা একটা হিট সিকিং প্রসিডিওরের অংশ বিশেষ? ;)

যাকগে, সত্যি হইলে একটা কামের কাম করছেন। অত্যন্ত সাহসী কাম। খুব কম মানুষেরই শেষ পর্যন্ত হিম্মত হয় এই কামে!! কে কি বললো তা শোনা খুব জরুরী না। দিন শেষে নিজেরটা অন্য কেউ দেখবে না, নিজেরটা নিজেকেই দেখতে হয়।

Wishing you all the very best in your future endeavours!!!! :)

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৯

জ্যাকেল বলেছেন: আপনে কি হাছাই আমারে মনে রাখছেন?

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০৪

ভুয়া মফিজ বলেছেন: লেখক বলেছেন: আপনে কি হাছাই আমারে মনে রাখছেন? হ........রাখছি। আমার মেমেরী এখনও এতো খারাপ হয় নাই। সবাইরেই মনে রাখছি, মোটামুটি সবার নাড়ি-নক্ষত্রের খবরও রাখার চেষ্টা করি। তয়, বিভিন্ন কারনে লাইফ এখন আর আগের মতো সোজা রাস্তায় চলে না, সাপের মতো আকাবাকা। তাই ব্লগে খুব কম আসা হয়। ;)

২৭ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৯

জ্যাকেল বলেছেন: প্রীত হইলাম। তবে আমারো খুব বেশি আসা হয় না ভাইসাব। লাইফে পেচকি লাগছে কি-না।

১২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৩৭

সোনালি কাবিন বলেছেন: একাকীত্ব আপনার, অন্যের নয়। তাই তাদের কথা ভাবার দরকার নাই

০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:১৪

জ্যাকেল বলেছেন: হক কথা।

১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৫

রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: অনেকদিন ধরে আপনারে খুজছিলাম। অবশেষে এতদিন পর পাইলাম। ভালো আছেন আপনি?

যে প্রসঙ্গে কথা বলি। আপনি যা করেছেন ভাই ভালোই করেছেন। আপনি আপনার অবস্থান ভালো বোঝেন। আপনার অবস্থান যদি আপনারে বলে এটা ঠিক হয়েছে। তাহলে ঠিক। এতে কোন সমস্যা নই। মানুষের কথা শুনে কোন লাভ নেই। আপনার সিদ্ধান্ত আপনি নিয়েছেন ভালোই করেছেন। ভালো থাকুন।

০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৫১

জ্যাকেল বলেছেন: ধন্যবাদ লইবেন ভাইসাহেব। আমারে মনে রাখতে পেরেছেন দেখে বেশ ভালই লাগল। সময় বের করে ব্লগে আসা বেশ কঠিন বিধায় পাইতেছেন কম কম।

১৪| ২৪ শে জানুয়ারি, ২০২৪ সকাল ৭:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

বড়ই আচানক ঘটনা।
বড়ই সৌন্দর্য।

১৫| ১৮ ই মে, ২০২৪ রাত ২:১১

খায়রুল আহসান বলেছেন: সাহসী সিদ্ধান্ত নিয়েছেন; অভিনন্দন- বিয়ে এবং সন্তান লাভ, উভয় সাফল্যের জন্য।
জীবন আপনার, সিদ্ধান্তও আপনার;
কে কী বলে, থোরাই কেয়ার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.