নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাথার প্রকাশ শুধু কান্নাতেই যে হয় তা নহে। হাসিতেও ব্যাথা লুকিয়ে থাকিতে পারে। - ! ২০০৮
নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী স্বর্ণা ৩ ভাই ও ২ বোনের মধ্যে সে ছিল ছোট। পড়ালেখায় ছিল মেধাবী। পুরো স্কুল জুড়ে তার ক্রিয়েটিভিটির সুনাম ছিল।
ত্রিপুরা রাজ্যের শনিচড়া গ্রামে তার মামার বাড়ি। স্বর্ণার এক ভাই মামা কার্তিক দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন থেকে আছে। ভাইকে দেখা ও মামার বাড়ি বেড়ানো অধরাই রয়ে গেল স্বর্ণার। মায়ের সঙ্গে গত ১লা সেপ্টেম্বর রোববার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার শরিফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত দিয়ে ভারত যেতে চেয়েছিল। স্বর্ণা দাসের বাবা পরেন্দ্র দাস বলেন, রোববার সকালে মা ও মেয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।
"সোমবার সকালে স্বর্ণার মামার বাড়িতে যোগাযোগ করে জানতে পারি তারা যায়নি। পরে অনেক খোঁজাখুঁজির পর এক সেনা কর্মকর্তার সহযোগিতায় শমশেরনগর থেকে স্বর্ণার মাকে উদ্ধার করি। পরদিন সোমবার বিকালে বিজিবি’র মাধ্যমে আমার মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হই।"
কুলাউড়ার লালারচক সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছামাত্র হঠাৎ বিএসএফকে দেখে স্বর্ণা আতঙ্কিত হয়ে বলে ‘আমাদের মেরো না আইনের আশ্রয়ে নিয়ে নাও’। বাংলায় বলা কথাগুলোর প্রতি উত্তরের বদলে বিএসএফের বুলেটে বুক ঝাঁজরা হয়। বিএসএফের বন্দুক তাক করানো দেখে স্বর্ণা ঘুরে যায়। পেছন দিকের গুলিটা বুকের ডানপাশ দিয়ে ওপাশ দিয়ে বের হয়ে যায়। তখনই স্বর্ণা বলে, ‘মা হাতটা ছেড়ে দাও, আমি আর বাঁচবো না’। তোমার প্রাণ রক্ষা করো। স্বর্ণার ভাই পিন্টু দাস কান্নাজড়িত কণ্ঠে এসব কথা জানায়। মায়ের জ্ঞান ফেরার পর তার কাছ থেকে এ হৃদয়বিদারক ঘটনার বর্ণনা শুনেছে পিন্টু। জুড়ী উপজেলার কালনীগড় গ্রাম এখন শোকস্তব্ধ। শান্ত এই জনপদ শোকে কাতর।
স্বর্ণার মা সঞ্জিতা রানী দাস বলেন, "সীমান্ত এলাকায় আমি ও আমার মেয়ে দালালদের খপ্পরে পড়ে যাই। তারা চট্টগ্রামের আরও একটি পরিবারের সঙ্গে আমাদেরকেও ভারতে ঠেলে দেয়ার চেষ্টা করে। সীমান্তের কাছে গেলেই হঠাৎ গুলির আওয়াজ শুনে মাটিতে লুটিয়ে পড়ি। নির্দয় বিএসএফের গুলিতে আমার মেয়ের শরীর ঝাঁজরা হয়ে গেছে। এ কথা বলেই সংজ্ঞা হারিয়ে ফেলেন সঞ্জিতা রানী দাস।
স্থানীয় পশ্চিম জুড়ী ইউপি’র ১ নং ওয়ার্ডের সদস্য মদন মোহন দাস বলেন, মেয়েটি বড় নম্র ভদ্র ছিল। পুরো গ্রামেই তার সুনাম ছিল। পশ্চিম জুড়ী ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, গুলি করে মারার অধিকার কে দিলো। আমরা সীমান্তে গুলি করে মারাকে সমর্থন করি না। আর কতো ফেলানির মতো লাশ সীমান্তে পড়বে।
স্বর্ণার সহপাঠী সুস্মিতা, পূর্বা, বন্যা ও সিপা জানায়, পড়ালেখায় সে ভালো ছিল। খেলাধুলাও করতো। পুরো ক্লাস মাতিয়ে রাখতো। বন্ধু রাষ্ট্রের এই বাহিনী এত নির্মম কেন? গুলি করতে তাদের বুক একবারও কাঁপলো না।
বিঃ দ্রঃ ফেসবুক থেকে নেওয়া তথ্য অনুসারে পোস্ট করা হইয়াছে।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৭
জটিল ভাই বলেছেন:
মেয়েটি কে বা কেমন, তারচেয়েও বড় বিষয় নয়কি যে সে মানুষ?
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১০
জ্যাকেল বলেছেন: ভারতের বিজেপি/বিএসএফ যদি জানিত ইহা সনাতনী তবে হয়ত মারত না।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৩
ঊণকৌটী বলেছেন: আপনার বাড়িতে অবাঞ্ছিত অতিথি আসলে কি রসগোল্লা খাওয়ানো হয়? ভিসা নিয়া তো হাজার হাজার লোক আসছে কই তাদের কে নিয়া তো কোন সমস্যা নাই, আর যে ভাবে সন্ত্রাসী মুক্তি পাচ্ছে, BSF আর বাচবিচার করবে বলে মনে হয়না, বর্ডার এর চিনি, গরু পাচারকারি দের আজ বড়ই দূরদিন
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪
জ্যাকেল বলেছেন: আমরা বাংলাদেশিরা অবাঞ্চিত কোন অতিথি বলে কোন তত্বে বিশ্বাস করি না। কলিকাতা এইসকল তত্বে বিশ্বাস করতে পারে। যাই হোক, আপনার প্রতি প্রশ্ন-
অবান্ছিত অতিথি আসলে কি আপনারা খুন করে ফেলেন?
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০৫
ঊণকৌটী বলেছেন: সবচেয়ে বড় কথা, মামার বাড়ির আব্দার মনে ধরলো আর বর্ডার ক্রস করে চলে আসে
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৬
ভুয়া মফিজ বলেছেন: ব্লগে কয়েকটা অর্ধশিক্ষিত ভারতীয় শুয়োর আছে; এদের কাজ হলো সারাদিন ঘোৎ ঘোৎ করে বাংলাদেশ আর তার জনগনের নামে কুৎসা রটানো। ওদের দেশে মুসলমানদের গরুর মাংস খাওয়া/রাখার জন্য পিটিয়ে মেরে ফেলে, সেইসব নিয়ে কোন কথা বলে না। আমাদের দেশে মহানবী (সাঃ)কে নিয়ে আজেবাজে কথা বললে যে পাবলিক রিয়্যাকশান হয়, সেটা নিয়ে ল্যাদাইতে থাকে।
এই অর্ধশিক্ষিতগুলি এইটাও জানে না যে, সভ্য দেশের সভ্য আইন হলো একজন ক্রিমিনালকেও গুলি করে মারা যায় না। বিচার করতে হয়। অবশ্য একটা জারজ, অসভ্য সরকারকে যারা ক্ষমতায় আনে, তারা কতোটুকু সভ্যই আর হবে!!!!
আমাদের দেশ নিয়ে ক্রমাগত প্রোপাগান্ডা আর গুজব ছড়ানো সব কয়টা ভারতীয় আর তাদের এদেশীয় দোসরদেরকে লাথি মেরে ব্লগ থেকে বের করে দেয়া এখন সময়ের দাবী।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৭
জ্যাকেল বলেছেন: এইসকল অল্পশিক্ষিত শুয়রদের কমেন্ট দেখে মনে মনে বলি- আহা কি নির্লজ্ব এরা!!
এই সেদিনও জয় শ্রিরাম বলাতে চেয়েছে জোর করে মুসলিম ভাইদের। এরাই আবার হিন্দুদের আলাদা করে নিরাপত্তা চায়, কি সংকীর্ণ মন-মানসিকতা ইহাদের। ছিঃ ছিঃ ছিঃ
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১৭
ঊণকৌটী বলেছেন: এদের যন্ত্রণায় সীমান্ত এলাকায় মানুষেরা অতিষ্ঠ, জেল গুলি ভর্তি, এদের লক্ষ্যই থাকে যেনতেন উপায় বর্ডার ক্রস করে ভারতে আসা, না হলে বর্ডার এর এই টাইট অবস্থায় ও ক্রস করার সাহস করে, নিশ্চয় আগেও আরো বহুত বার ক্রস করেছে আর BDR কি করে ওই দেশে? নিশ্চয় BDR কে ফাঁকি দিয়ে আসে? BDR কি সীমান্তে চোখ বন্ধ করে রাখে, আজকে চিটাগাং এর এক ভদ্র লোক দশ তারিখ আগরতলা আসবে তার জন্য হোটেল বুকিং confirmation করে পাঠিয়ে দিতে বললেন তাই বলছি দুই নম্বরে ভাবে আসতে গেলে এইটা যাতে মাথায় থাকে, যেকোন সময়ে গুলি খেতে হতে পারে, বিশ্বাস না হলে বলবেন অনুপ্রবেশ করার জন্য প্রতিদিন যে পরিমাণে ধরা পড়ে তার নিউজ পাঠিয়ে দেব
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৮
জ্যাকেল বলেছেন: থাক আর কিছু বললাম না। তুরা অমানুষ একটা মানুষের জানের মুল্য তরা বুঝবি না।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬
ঊণকৌটী বলেছেন: ওহ ইন্ডিয়া এর দিকে পাচারের যত সাহায্যকারি আছে পাইকারি ভাবে সবগুলিকে ধরছে
৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:০০
জুল ভার্ন বলেছেন: ভারত বাংলাদেশের মানুষের বন্ধু ছিল না, শেখ পরিবারের বন্ধু মাত্র।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:১৯
জ্যাকেল বলেছেন: সঠিক, স্যাঁক পরিবারের ঐতিহ্য ঘষেটি বেগমের ঐতিহ্যের সাথে মেলে।
৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৫৯
এইচ তালুকদার বলেছেন: অনেক আগে ফেসবুক এ কোলকাতা কেন্দ্রিক ''বইপোকা'' গ্রুপটির সদস্য ছিলাম সেখানে প্রায়ই বাংলাদেশীদের অযৌক্তিক ভাবে আক্রমন করা হত। আমি সবসময়ই সেগুলোর যৌক্তিক প্রতিবাদ করতাম তাতে ঠিক কাজ হত না।
০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৪
জ্যাকেল বলেছেন: সঠিক। আমিও শিকার হইয়াছি।
১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৩
ঊণকৌটী বলেছেন: তোমরা বাংলাদেশের মানুষের এরা, সাধারণ মানুষ কে কয়েক হাজার মানুষ মিলে কুপিয়ে গণ হত্যা করছো, তারপরও জ্ঞান দিছেন,উৎসব কে কি করেছো, শালা পাপীর গোষ্ঠী, আর পরিস্কার করে শুনে রাখ ভারতে .বিনা পাসপোর্টতে আসতে গেলে আমরা মনে করবো তোমরা সন্ত্রাসী তো আসতে গেলে গুলি খাবার জন্য প্রস্তুতি নিয়েই আসবে
০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৮:৪৫
জ্যাকেল বলেছেন: দাদা আগে মানুষ হ! তারপর ব্লগে আসিস।
১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১১
নতুন বলেছেন: ঊণকৌটী বলেছেন: আপনার বাড়িতে অবাঞ্ছিত অতিথি আসলে কি রসগোল্লা খাওয়ানো হয়? ভিসা নিয়া তো হাজার হাজার লোক আসছে কই তাদের কে নিয়া তো কোন সমস্যা নাই, আর যে ভাবে সন্ত্রাসী মুক্তি পাচ্ছে, BSF আর বাচবিচার করবে বলে মনে হয়না, বর্ডার এর চিনি, গরু পাচারকারি দের আজ বড়ই দূরদিন
দাদা আপনি কি আসলেই ভারতীয়? আসলেই মানুষ?
এখানে পাখি মারার কথা হচ্ছেনা। এটা স্বর্ণাদাস নামে একজন মানুষ হত্যার কথা হচ্ছে।
০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:২৯
জ্যাকেল বলেছেন:
হুম। এইসকল হিন্দুদের দুর্বুদ্ধি আর নিষ্টুরতা দেখে মনে বড় দুঃখ লাগে ভাইসাহেব।
১২| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:১৯
সামিউল ইসলাম বাবু বলেছেন: ভারত বাংলাদেশ সিমান্তে পশুর মতো আচরণ করে।
০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩০
জ্যাকেল বলেছেন: সঠিক।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:০৪
জ্যাকেল বলেছেন: এই হইল বন্ধু রাষ্ট্র তথাকথিত একাত্তরের বন্ধু।
সত্য হইল আমরা কোন দোষ করি না করি, ভারত আমাদের চিরশত্রু ছিল, আছে, থাকবে। আর আওয়ামীলীগ হইল ভারতের পালিত এজেন্ট যাহারা কেবলমাত্র ভারতের স্বার্থ সংরক্ষণ করিবে, বাংলাদেশ গোল্লায় যাক, কিছুই না।