![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের বিজয়টা সবাইকে নাড়া দিয়েছে সন্দেহ নেই। কিন্তু বিজয় টা এত সহজ ছিলো না। আমি নিজে কখনও খেলাধূলা তেমন করি নাই (বপু টা বরাবরই বিশাল) কিন্তু ছোট বোনের খেলার নেশায় মদদ দিয়েছি আর তখন দেখেছি কিছু ক্রিকেট পাগল মেয়ের ডেডিকেশন। তাজকিয়া নামের সেই মেয়েটা, কেমন করে খুঁজে, খুঁজে বের করেছে ওঁরই মত কতগুলা পাগলাটে. দুরন্ত মেয়ের দল, ক্রিকেট ছিলো যাদের নেশা।
আজকের এই বিজয়ে আমরা একটু যেন তাদেরও একটু স্মরণ করি। একদিন হয়তো নারী ক্রিকেটের ইতিহাস লেখা হবে। তখন যেন তথ্য খুঁজে পাওয়া যায়, বিকৃতি না হয়, এই পাগলাটে দামাল গুলা যেন তখন একটু স্বীকৃতি পায়। তাজকিয়া, ফারজু, সুমনা, আইরিন, সাজিয়া রা যেন হারিয়ে না যায় ইতিহাসের সেই গল্পে । এইটুকুই চাওয়া।
(সবার নাম মনে নেই রে, মাফ করিস। বয়স হইছে তো)
২| ১১ ই জুন, ২০১৮ সকাল ১০:২৪
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: অভিনন্দন
৩| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১০
কথার ফুলঝুরি! বলেছেন: একদিক দিয়ে দেখলে অবশ্যই তারা অভিনন্দন ও প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু রাজীব নুর ভাইয়ার কথা ও তো সত্যি
৪| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:১০
সালমা নাসরিন৯৯ বলেছেন: অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে।
৫| ১১ ই জুন, ২০১৮ সকাল ১১:২৫
জুন বলেছেন: অভিনন্দন বাংলাদেশ মহিলা ক্রিকেট টিমের প্রতিটি সদস্যদের। খুব টেন্সড ছিলাম কালকের খেলা দেখতে বসে। ভারত ছয়বারের বিজয়ী টিম তাদের সাথে স্নায়ু শক্ত রেখে যেতা সহজ ছিল না।
৬| ১৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
বিজন রয় বলেছেন: বহু পুরাতন ব্লগার আপনি!!
তা নিয়মিত হন।
নতুন পোস্ট দিন।
শুভকামনা রইল।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
সারিয়া তাসনিম বলেছেন: ইচ্ছা আছে, সময় বড্ড বাঁধ সাধে
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৮ রাত ১১:৪৬
কাইকর বলেছেন: ভাল লাগলো।