নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর, তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম

জীবন সুন্দর , তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম › বিস্তারিত পোস্টঃ

অতীতের গন্ধ - ১

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

গতকার বেশ আয়োজন করেই ৩৯তম জন্মদিন পালন করা হলো। মনে হলো পেছনে ফেলে আসা দিনগুলো বড্ড টানছে আজকাল।

আগের জন্মদিনগুলো কত উত্তেজনার ছিল, মনে হতো দিনটা কেবল আমার, নিজেকে কেমন গুরুত্বপূর্ণ লাগত :)
বন্ধু মন্জু এসে ঘুম ভাঙাত খুব ভোর বেলা, এক গুচ্ছ ফুল আর একটা উপহার নিয়ে। ওর হাতে সবসময় দুইটা ফুলের তোড়া থাকত। একটা আমার জন্য, একটা ওর ভাবীর জন্য।

স্কুলের বান্ধবীরা নিজের হাতে কার্ড বানিয়ে উইশ করত, এখন তো Facebook এ HBD লিখেও সেরে ফেলা যায়। তখনকার অনুভূতিগুলো এত সংক্ষিপ্ত ছিলনা।

আমার বান্ধবি আইলিন অনেকদিন যাবৎ টিফিনের টাকা জমাতো আমাকে জন্মদিনে গিফ্ট দিবে বলে। সাথী, মনি, দিপু পাগলি আমার ছোট বেলার সখিরা, ওদের ছাড়া জন্মদিন ভাবাই যায়নি তখন।

আমার ছোট্ট ছাত্র সোয়েব তার পকেট মানি থেকে জমিয়ে, জমিয়ে আমার জন্য নিয়ে এসেছিল ছোটদের গল্পের বই, বহুদিন আমি বইটা যত্ন করে রেখেছিলাম।

বন্ধু খালেদ, নিজের চাইতে বড় সাইজের ফুলের তোড়া নিয়ে ভয়ে, ভয়ে চুপ করে দরজার সামনে রেখে যেত।

কলেজে 'হাম পাঁচ' (আমি সহ জাকিয়া, পান্না, পপি, শিল্পী) নিজেদের জমানো টাকা দিয়ে আমার জীবনের সেরা একটা জামা কিনে দিয়েছিল। এখনও জামাটা যত্ন করে রেখে দিয়েছি।

একটু বড় বেলায় এসে ছোট বোন সুমনা, ওর বন্ধু আইরিন, মিমি, ভাবী, প্রাপ্তি, বড় ভাইয়া আর আশরাফ প্রতি বছর আমাকে নতুন, নতুন চমক দিতো। একবার সবাই মিলে রাঙামাটি গেলাম শুধু আমার জন্মদিন উপলক্ষে। তিনটা কেক কাটা হল। একটা বাসে, একটা রাঙামাটির লেকে আর একটা ঘটা করে ফ্লোটিং রেস্টুরেন্টে। সেদিন ছিল ভরা পূর্ণিমা।
বন্ধু ইশতিয়াক, অফিস শেষে ক্লান্ত হয়েও একটু উঁকি দিয়ে যেত শুভেচ্ছা দিতে।
কিছু মানুষ ছিল, যাদের শুভেচ্ছা না পেলে জন্মদিন অপূর্ণ থেকে যেত।

মন্জু এখন সৌদিতে, চাইলেও ফুল নিয়ে এসে ঘুম ভাঙাতে পারে না।
সাথী অতি মাত্রায় সহজ সরল জীবন যাপনে ব্যস্ত, ফেইসবুক ও ব্যবহার করে না মেয়েটা। ওর বর আমাকে ওর হয়ে শুভেচ্ছা দিয়েছে:)
মনি কিছুদিন হল মা হয়েছে, তার ভুবনটা এখন অন্যরকম ব্যস্ততায় ভরা, তেমনি পাগলি দিপুও। তবে আমাকে ভালোবাসা জানাতে কখনও ভোলে না, এখনও আমার চোখ ভেজায়।
খালেদ বহু কষ্টে একটু সময় বের করে আজ সকালে ফোন করেছে, থাকে আমার থেকে তিন ঘন্টা এগিয়ে সিডনিতে। ভয়ে, ভয়ে গিফ্ট রেখে যাওয়ার বয়স পার করেছি আমরা, এখন আর ভয় নেই, সেই সাথে এখন আর সময়ও নেই।
মিমি এখনও চমক দেয়। গোপনে আশরাফ কে বুদ্ধি দেয় কি করতে হবে। এখনও আমার বউ পাগল বরটা সারপ্রাইজ কে সারপ্রাইজ রাখতে পারেনা।
সুমনা সুদূর কানাডায় বসে ছটফট করে আমার জন্মদিনে, পেরে উঠে না, ১২ ঘন্টা সময়ের ব্যবধানে চাইলেও হয়ে উঠে না। তখন গ্রুপ ভিডিও হয়ে উঠে ভরসা।

আইরিন, রুমি সবাই কেবল ডুকরে উঠে স্মৃতিগুলো ভেবে। খালাতে, চাচাতো ভাই-বোনগুলো কেবলই হাহাকার করে হারিয়ে যাওয়া শৈশবের জন্য।

পুরনো মানুষগুলোর জায়গায় এখন নতুন মানুষেরা নতুন, নতুন আয়োজন করে। স্বর্ণা, সুমি, সংগিতা, তানিয়া আমাকে বুড়ো হতে দেয়না। আমার বাচ্চাদু'টোর উত্তেজনা দেখলে মনে হয় প্রতি মাসেই কেন জন্মদিন হয়না ? তারেক, কাব্য, বারী ভাই, লোচন - ওদের লেখায় চোখ ভেজে। কিছুই থেমে নেই, সবাই যার, যার জায়গায় থেকে সময় বের করে নেয় ভালোবাসা জানানোর। পুরনো মানুষগুলোর ভালোবাসা আছে আগের মতই, আবেগ কমেনি, শুধু বদলে গেছে সময়, অবস্থান, পরিস্থিতি। আর তাই এখনও পুরনো গন্ধগুলো ফিরে, ফিরে আসে।


মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

সনেট কবি বলেছেন: চমৎকার লিখেছেন ।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

আর্কিওপটেরিক্স বলেছেন:
গতকাল হবে

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ জন্মদিন।
আরো সুন্দর হউক আপনার সামনের দিনগুলি।

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুখে থাকুন আজীবন। ভাল বন্ধু পাওয়া অনেক ভাগ্যের ব্যপার...

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

রাজীব নুর বলেছেন: মানুষ শুধু ঘুমের জন্য বা পলক ফেলবার জন্য চোখ বন্ধ করে না।
মানুষ চোখ বন্ধ করে অতীত অথবা ভবিষ্যতে যাওয়ার জন্য।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১:০৪

মনিরা সুলতানা বলেছেন: মেঘলা আকাশ মন নিয়ে পড়তে শুরু করছিলাম আপনার লেখা , পড়তে পড়তে নিজের স্মৃতির জানালা ও খুলে গেলো।
লেখায় ভালোলাগা।

জন্মদিনের শুভেচ্ছা নিন ।

০৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৯

সারিয়া তাসনিম বলেছেন: ধন্যবাদ মনিরা। ভালো থাকুন

৭| ০৩ রা জুন, ২০১৯ দুপুর ১২:০২

খায়রুল আহসান বলেছেন: "ভয়ে ভয়ে গিফট রেখে যাওয়ার বয়স পার করেছি আমরা। এখন আর ভয় নেই, সেই সাথে এখন আর সময়ও নেই।" - :)
চমৎকার লিখেছেন। লেখাটা পড়ে মনে হলো, আপনি বন্ধু, বর আর বাচ্চাদের নিয়ে বেশ ভাগ্যবতী।
আরো লিখুন। পোস্টে প্লাস + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.