নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর, তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম

জীবন সুন্দর , তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম › বিস্তারিত পোস্টঃ

তোমার কাছে আমার চাওয়া

১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:২৯

তোমার কাছে আমার চাওয়া ছিলো দুই কামরার একটা ছোট্ট বাসা
একটা ভাতের হাড়ি, দু'টো কি একটা তরকারীর
দু'টো চায়ের মগ, বা অল্প কিছু বাসন-কোসন
জানালায় নীল পর্দায় অবশ্য কোন ছাড় নেই।।

ড্রেসিং টেবিল না হলেও চলত,
তোমার চোখেই না হয় ঠিক করে নিতাম কপালের টিপটা
চাইনিজ খাওয়ার বিলাসিতা না হয় ছেড়েই দিতাম
ঝাল, ঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখাতেই তো আমি বেজায় খুশি ছিলাম
অথবা নীলক্ষেতের 'ফুলুরি', কাঁচা কলার চপ দিয়ে গরম ভাত।।

ঈদে আমার নতুন কাপড় কখনই তেমন চাইনা
শুধু চাওয়া একটা ১০ টাকার নতুন নোটের বান্ডেল
৯টা - ৫ টা চাকরিতেই আমি চালিয়ে নিতাম
দরকার ছিলনা হাইলি পেইড কর্পোরেট হওয়ার
অফিস শেষে রিকশা করে বাড়ি ফেরা, না হয় বাস-ই মন্দ কি?

চাওয়া গুলো এত্ত বেশি সাধারন বলেই কি, কিছুই হলো না পাওয়া ?

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৯ সকাল ৯:২৬

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা!
কাঁচাকলারর চপ দিয়ে গরম ভাত! - দারুণ কম্বিনেশন।
সকালে অফিস ধরতে খুব তাড়াহুড়োর সময় কেউ গরম রুটিতে ঘি মেখে, চিনি ছড়িয়ে, রোল করে মুখে ঢুকিয়ে খাইয়ে দেয়া!!!!
চাওয়া আর পাওয়ার মধ্যে ব্যবধান হলেও হতে পারে, তাই বলে চাওয়ার সৌন্দর্য হারিয়ে যায় না।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল :)

৩| ২০ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ ছিলো কবিতা

৪| ২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

আলমগীর হোসেন (রাজ) বলেছেন: অসাধারণ সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.