নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন সুন্দর, তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম

জীবন সুন্দর , তার চেয়ে সুন্দর বেঁচে থাকা

সারিয়া তাসনিম › বিস্তারিত পোস্টঃ

অভ্যাস

০৭ ই মার্চ, ২০২১ ভোর ৬:৫০

ছোটবেলায় আমার ছোট বোন বেচারী খুব কমই নতুন জামা পরতে পারতো। ওর ভাগ্যে জুটতো আামার পুরানো, আধা-পুরানো জামাগুলা। আর আমি পেতাম আম্মার বড়লোক ফুপাতো বোনদের (আমাদের খালা) জামা। উনাদের আধা-পুরানো জামা আমাদের কাছে সেই লেভেলের দামী জামা ছিলো। যাই হোক, ওসব নিয়ে আমাদের কোনদিনও আক্ষেপ ছিলো না।

আমরা দুই বোন এখন দুই দেশে থাকি। আমার একটা খুব ভারী ব্লেজার কিনেছিলাম বাংলাদেশ থেকে আসার সময়। কিন্তু এখানে তো এত ঠান্ডা পরে না , ওদিকে ওদের তো বরফে ভরপুর। ঐ যে অভ্যাস, বললো , আমাকে দিয়ে দে। সেবার যখন দুই বোন দেশে গেলাম, সেই ব্লেজার নিয়ে ওকে দিলাম। কোন দরকার ছিলো না, এর চেয়ে কম খরচে একটা কিনেই নিতে পারতো, কিন্তু ঐ যে অভ্যাস।

কানাডায় আমার বোনের বাচ্চা হবার সময়, আম্মা সাথে করে আমার ছেলের ছোটবেলার জামাকাপড় নিয়ে গিয়েছিল। এক স্যুটকেইস জামাকাপড়ের মধ্যে সেই আপা-পুরানো জামাগুলো ছিলো বেশি প্রেসিয়াস। বড় ভাইয়ের জামা ছোট বোন পরবে। ঐ যে অভ্যাস।

আমার মেয়ে হবার সময় যখন আম্মা অস্ট্রেলিয়া আসলো, দেখি একটা ছোট প্যাকেট থেকে কয়েকটা জামা বের করলো। কানাডা থেকে আসার সময়, আমার বোনের মেয়ের জামাগুলো নিয়ে এসেছে আমার মেয়ের জন্য। বড় বোনের জামা ছোট বোন পরবে। ঐ যে অভ্যাস :)

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৭:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: নতুন প্রজন্ম আর এই কাজ করবে না।তখন দেশের বেশির ভাগ লোকেরই অর্নৈতিক অবস্থা ভাল ছিল না,তাই এই ব্যবস্থা।অভ্যাস এর থেকে বাস্তবতা ছিল বড় বিষয়।

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪৪

সারিয়া তাসনিম বলেছেন: খুবই সত্য। কিন্তু অভ্যাসটা রয়ে গেছে, অবস্থার পরিবর্তন হবার পরেও।
বর্তমান প্রজন্ম কিন্তু বাবা-মায়ের অর্থনৈতিক অবস্থা ঠিক সে ভাবে বিবেচনা করে না বা আমরা তাদের এই ধরনের অভ্যাস তৈরীতেও ব্যর্থ

২| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



গার্মেন্টস'এর মেয়েরা বেকার হয়ে যাবে

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:১২

সারিয়া তাসনিম বলেছেন: হাহাহাহা আই টুক ইট এজ এ্য জোক।

এমন তো না যে আমরা নতুন জামা কাপড় একেবারেই পরি না। কিন্তু রি-ইউজ বা রি-সাইক্লিং টা আমাদের অভ্যাসের একটা বড় অংশ। ইটস্ অল এবাউট সাসটেইনএবিলিটি এন্ড প্র্যাকটিস

৩| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই অভ্যাস বড় জিনিস।

৪| ০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৪৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: বোন, এ আসলে আবেগের জিনিষ-জায়গা ।বর্তমানে বা আগেও অনেকের কাছে তা মর্যাদার ব্যাপার হয়ে দাড়াবে-দাড়িয়েছে তবে যারা আপনজনদের নিকট থেকে পাওয়া এ সব পুরানো কাপড় পড়েছে তারা জানে যে এর সাথে কতটা ভালবাসা জড়িয়ে আছে বা থাকে ।তবে এটাও সত্যি যে, তখনকার সময় পিতা-মাতার অর্থনৈতিক অবস্থা একটা ঘটনা হিসাবে কাজ করে।

আমি ও জ্ঞান হবার পর থেকে আমার কাকার পুরানো কাপড় পরেই এইচএসসি সময় পর্যন্ত কাটিয়েছি। সেই সময় গুলোর কথা মনে পড়লে এখনো ভাল লাগায় বুদ হয়ে উঠে মন। আসলে এ এক অন্যরকম অনুভূতি।

ধন্যবাদ বোন আপনাকে এরকম একটা আবেগের (যদিও অনেকের কাছেই ব্যাপার টা গ্রহনযোগ্য নাও হতে পারে) ব্যাপার নিয়ে পোস্ট দিবার জন্য।

৫| ০৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:২২

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট।

৬| ০৭ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪১

মেহেদি_হাসান. বলেছেন: দারুণ তো! সুন্দর পোস্ট দিয়েছেন।

৭| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৫০

মিরোরডডল বলেছেন:




লেখার সাথে সাথে পিচ্চি বাবু দুটোর জামাও পছন্দ হয়েছে ।

একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত আমি আর আমার মেজোবোনকে অনেকে টুইন্স মনে করতো ।
দুজনের হাইট, হেয়ার স্টাইল, ড্রেস অনেকটা একইরকম লাগতো দুজনকে ।

তারপর সে একসময় এমন লম্বা হয়ে গেলো, বাংলাদেশের ছেলেদের এভারেজ হাইট ক্রস করে গেলো ৫’ ৮”
এরপর আমাদের আর কেউ টুইন্স বলে না :(

এ লেখায় দুই বোনের গল্প পড়ে আমারও আমাদের ছোটবেলার দুই বোনের কথা মনে পড়লো ।

Missing those days ..............

১০ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

সারিয়া তাসনিম বলেছেন: পিচ্চি দুইটা মাত্র ছয় মাসের ব্যবধান

৮| ২৫ শে নভেম্বর, ২০২১ সকাল ৮:৫৭

খায়রুল আহসান বলেছেন: অভ্যাস বটে!
ভাইবোনদের মাঝে আমার ঠিক বড়টা ও ছোটটা, উভয়ে বোন হওয়াতে আমার ভাগ্যে পুরনো শার্ট-প্যান্ট পরার অভিজ্ঞতা হয়নি। তবে আমার স্ত্রী এ ব্যাপারে ভীষণ পারদর্শী। আমার বড় দুই ছেলের বয়সের ব্যবধান দুই বছর হওয়াতে মেজটাকে বড়টার জামা কাপড় ফিটিং করে পরাতো। মেজটার চেয়ে ছোটটা ছয় বছরের ছোট হলেও, তাকেও বড় দু'জনের রেখে দেয়া ভালো জামা কাপড় পরানো হয়েছে। ছেলেরা বড় হয়ে আমার কাপড় পরেছে। আর আজ আমি ওদের জামা কাপড় পরিধান করি সগর্বে!

এটা অভ্যাস ছাড়া আবার কী? পোস্টটা, বিশেষ করে শিরোনামটা আরো বেশি করে ভালো লেগেছে। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.