নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গাজীপুর, ঢাকা

মোঃ শাকিল সরকার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

মোঃ শাকিল সরকার › বিস্তারিত পোস্টঃ

ই-লার্নিং

১৫ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৩৭



ভূমিকা

পৃথিবীতে জ্ঞান অর্জনের একটা সুনির্দিষ্ট পদ্ধতি দীর্ঘদিন থেকেই মোটামুটি একইভাবে কাজ করে আসছিল। তথ্য প্রযুক্তির উন্নতি হওয়ার পর প্রথমবার সেই পদ্ধতির এক ধরনের পরিবর্তন হতে শুরু করেছে এবং ই লার্নিং নামে নতুন কিছু শব্দের সাথে আমরা পরিচিত হতে শুরু করেছি। ই লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ এবং এটা বলতে আমরা পাঠদান করার জন্যে সিডি রাম, ইন্টারনেট, ব্যক্তিগত নেটওয়ার্ক কিংবা টেলিভিশন চ্যানেল ব্যবহার করার পদ্ধতিকে বুঝিয়ে থাকি।

করোনাকালে স্বাভাবিক শ্রেণি কার্যক্রম চালু না রাখার যুক্তিকতা
২০১৯ সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম চীনের উহান প্রদেশ করোনা রোগী শনাক্ত হয়। এই রোগটি চীন থেকে কয়েক মাসের মধ্যেই সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং মহামারীর রূপ নেয়। ফলে থমকে দাঁড়ায় পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা, যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা সহ প্রায় সবকিছুই। বিভিন্ন দেশে দেশে জারি করা হয় লকডাউন সংক্রমণ কমানোর জন্য। ফলে শিক্ষাব্যবস্থাসহ সবকিছু হয়ে পড়েছে অনলাইননির্ভর। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। বাংলাদেশ সরকার করোনাকালে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছেন, যা একটি যুক্তিসম্মত সিদ্ধান্ত। এর ফলে বাংলাদেশে করোনা সংক্রমণ প্রতিরোধ করা কিছুটা হলেও সহজ হয়েছে।

ই-লার্নিং এর ধারণা
১৮৪০ সালের স্যার আইজ্যাক পিটম্যান ই লার্নিং এর ধারণা প্রবর্তন করেন। ই-লার্নিং এমন একটি প্রথা যেখানে একজন শিক্ষার্থী প্রচলিত শ্রেণিকক্ষে উপস্থিত না হয়েও ঘরে বসে ইন্টারনেট, ইমেইল, ভিডিও কনফারেন্সিং, ইনস্ট্যান্ট মেসেজিং প্রভৃতি কম্পিউটার ভিত্তিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত পর্যায়ের শিক্ষা গ্রহণ করতে এবং প্রয়োজনে মূল্যায়ন পরীক্ষায় অংশ নেয়ার মাধ্যমে ডিগ্রী অর্জন করতে সক্ষম হয়।

ই লার্নিং এর সুবিধা সমূহ
ই-লার্নিং আধুনিক যুগে শিক্ষালাভ করার একটি জনপ্রিয় মাধ্যম। ই লার্নিং এর সুবিধা গুলো নিচে উল্লেখ করা হলো
১.ঘরে বসে অনলাইনে পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস, পরীক্ষা দেওয়া, হোম ওয়ার্ক জমা দেওয়া এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি অর্জন করা।
২.ভিডিও, অডিও কনটেন্ট অর্থাৎ মাল্টিমিডিয়ার মাধ্যমে দক্ষ শিক্ষক ও প্রশিক্ষক এর নিকট থেকে শিক্ষা গ্রহণ ।
৩.অর্থ ও সময়ের সাশ্রয়
৪.বাড়িতে বসে পাঠদান ও অন্যান্য কাজ করা।
৫. চাকরির পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাওয়া ইত্যাদি

ই-লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ
প্রচলিত পাঠদানের সময় একজন শিক্ষক তার শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন, তাদের সাথে কথা বলতে পারেন, শিক্ষার্থীরা শিক্ষকের সাথে নানাভাবে ভাব বিনিময় করতে পারে, প্রশ্ন করতে পারে। শুধু তাই নয়, তারা পাশাপাশি একে অন্যকে সাহায্য করতে পারে, একে অন্যের সহযোগী হয়ে শিখতে পারে। ই-লার্নিং এর বেলায় এই বিষয়গুলো প্রায় সময়ই অনুপস্থিত থাকে , পুরো প্রক্রিয়ায় মানবিক অংশটুকু না থাকায় পদ্ধতিটা যান্ত্রিক বলে মনে হতে পারে। ই-লার্নিং এর জন্য ইন্টারনেটের স্পিড খুব বেশি হতে হয় যার কারণে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। এছাড়াও ই লার্নিং এর জন্য প্রয়োজন মোবাইল, কম্পিউটার সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস,যেগুলো অন্তত ব্যয়বহুল । সেই সাথে দক্ষ জনবলের অভাব।

ই-লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন
ই-লার্নিং এর মাধ্যমে বিভিন্ন দক্ষতা খুব সহজেই অর্জন করা যায়। যেমন, লেখা ও পড়া,সঙ্গীত ও নৃত্য চর্চা, বক্তৃতা দক্ষতা, উপস্থাপন দক্ষতাসহ বিভিন্ন পেশাগত দক্ষতা অর্জন করা যায়। ই-লার্নিং মাধ্যমে কম্পিউটার প্রোগ্রামিং দক্ষতাও অর্জন করা যায়।

স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই-লার্নিং এর সম্ভাবনা
ই লার্নিং স্বাভাবিক সময়ে শিক্ষা পদ্ধতির বিকল্প নয়, এটি স্বাভাবিক সময়ের শিক্ষাপদ্ধতির পরিপূরক। উদাহরণ দেওয়ার জন্যই বলা যায়, শ্রেণিকক্ষে বিজ্ঞানের একটা বিষয় পড়ানোর সময় অনেক কিছুই হয়তো হাতে-কলমে দেখানো সম্ভব নয়। যেমন- সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ ইত্যাদি। শ্রেণিকক্ষে পাঠ দিতে গিয়ে শিক্ষক ইচ্ছে করলে মাল্টিমিডিয়া সাহায্য নিয়ে আরও সুন্দরভাবে বিষয়টি দৃশ্যমান উপস্থাপন করতে পারেন।

নানা ধরনের অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকার করে আমাদের স্কুল গুলোতে দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। লেখাপড়ার জন্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বলতে গেলে নেই। ল্যাবরেটরি অপ্রতুল ফলে হাতে-কলমে বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করার সুযোগ খুব কম। এ সমস্যাগুলো সমাধানের জন্য ই লার্নিং অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে।

উপসংহার
যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমাদের স্বাভাবিক সময়ের শিক্ষার পাশাপাশি ই লার্নিং এর উপর গুরুত্ব দেওয়া জরুরি। কেননা ই লার্নিং স্বাভাবিক সময়ের শিক্ষাকে করে তোলে আরও সুন্দর, সহজ এবং অভিনব।ই লার্নিং কে সবার কাছে সহজলভ্য করার জন্য, ই-লার্নিং এর পথের প্রতিবন্ধকতাগুলো সমাধান করার খুব দ্রুত প্রয়োজনীয় উদ্যোগগুলো গ্রহণ করতে হবে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.