![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতি সহজেই সবকিছু তুচ্ছ করো তুমি-
বনানীর সবুজকে করো ফ্যাকাশে হলুদ,
সূর্যের লালকে করো কালচে কালো, আর-
চুইংগামের মতো গোলাপি স্বপ্নকে
হায়নার ক্ষিপ্রতায় নিমিষেই করো বর্ণহীন ।
সবকিছুই তুচ্ছ করো তুমি-
তোমার ঠোঁটের মেরুতে জেগে ওঠা হিমেল হাসি-
বিকল করে অমার স্বপ্নালু অতীত-ভবিষ্যত ,
তচনছ করে আমার দমবন্ধ করা অস্তিত্বশূন্য বর্তমান।
তোমার রক্তোচ্ছ্বাস মাখানো চোখের কুঞ্চিত দৃষ্টি-
আমার অতল থেকে খাবলে ছিঁড়ে আনে অন্তঃসারশূন্য সত্তা।
ইতিহাসের জীর্ণ পাতা থেকে মুছে দেয়- ইতিহাসের শঙ্কিত শব্দ রাশি।
©somewhere in net ltd.