![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
''আমি শুনেছি হিন্দি খুব নাকি মিষ্টি ভাষা। আমার মনে হয় না। লেডিস টয়লেটের হিন্দি হচ্ছে- 'দেবীও কি হাগন কুঠি' অর্থাৎ 'দেবীদের হাগাঘর'। যে ভাষায় মেয়েদের বাথরুমের এত কুৎসিত নাম সেই ভাষা মিষ্টি হবার কোন কারণ নেই।''
- হুমায়ূন আহমেদ (পৃষ্ঠা ৮৩, হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম)
আবার কবে কার কলম এমন সাবলীল 'রসিকতা' নিয়ে আবির্ভূত হবে জানা নেই।
সেলুট স্যার !!
হুমায়ূনের চল্লিশা কিন্তু আমরা পড়ে ফেলেছি। শোরগোল ও অনেকটা কমে এসেছে। এখন হয়তো শুরু হবে তার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে নতুন করে দ্বন্ধ। মামলা হামলা হওয়াটাও অস্বাভাবিক কিছু না। এ ব্যাপারটা আমাদের জন্য কষ্টের। তবু তাকে মনে পড়লে আমাদের হাসতে হবে। তিনি হাসানই না শিখানও । যেমন এখানে বাংলাকে হাসাতে হাসাতে মহান করেছেন। স্যারের কয়েকটা লাইন পড়তে গিয়ে আমার এ কথাটাই বারবার মনে পড়লো। তিনি সব সময়ই ছিলেন আমার কাছে বিস্ময়কর একজন মানুষ। আমার ভাল লাগার, ভালবাসার। তার প্রতি বিনম্র শ্রদ্ধা।
কোটেশান অংশ আল নাহিয়ানের এফবি ওয়াল থেকে নেওয়া।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৯
সরোজ মেহেদী বলেছেন: আমরা বড়জোর বলি মহিলা টয়লেট।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৭
বিস্কুট বলেছেন: উর্দূ ভাষা মার্জিত এবং মধুর। কিন্তু হিন্দি ভাষা হল মেথরদের ভাষা, এদেশের মেথররাও কিন্তু হিন্দি ভাষায় কথা বলে। একচুয়ালি হিন্দি ভাষার নামে সিরিয়াল এবং সিনেমায় কিন্তু উর্দূই চলছে ভারতে। হিন্দি নয়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪০
সরোজ মেহেদী বলেছেন: আমার আরও বেশি জানার শখ। আপনি কি এ ব্যাপারে বিস্তারিত বলতে পারেন ,বা কোন লিংক দিতে পারেন।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৭
নাঈম আহমেদ বলেছেন: বাংলাতে মহিলা শৌচাগার হবে...
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
সরোজ মেহেদী বলেছেন: হতে পারে।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪৮
নাঈম আহমেদ বলেছেন: আমিও হিন্দি ও উর্দু ভাষার পার্থক্য সম্পর্কে জানতে চাই।।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
সরোজ মেহেদী বলেছেন: আমিও চাই।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০২
আমি তুমি আমরা বলেছেন: পোস্টের কন্টেন্টের সাথে শিরোনামের সম্পর্ক সামান্যই
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
সরোজ মেহেদী বলেছেন: আমি আপনার সাথে একমত না । আমি আসলে স্যারের মাহাত্ম্য তুলে ধরতে চেয়েছি। একিটি পোস্টের সবগুলো বাক্য কনটেন্ট রিলেটেড হবে ব্যাপারটা এমন না।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৩:১০
কে এম শিহাব উদ্দিন বলেছেন: আচ্ছা আমরা তো কখনই উর্দূ চর্চা করি না...অন্তত আমি দেখি নাই...কিন্তু হিন্দি ভাইরাসের মত ছরাচ্ছে।
এখানে হিন্দিকে ডিফেন্ড করতে চাওয়ার অর্থ কি???
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৮
সরোজ মেহেদী বলেছেন: দেখেন, আমরা যেখানে যেভাবেই বাঁচি-বাংলা হবে আমাদের পরিচয়। হিন্দিকে আমাদের ছেলরা অনেক স্মার্ট ভাষা মনে করে। আসলে বাংলার তুলনায় হিন্দি অনেক নিচু মানের ভাষা। আমি যদি কখনো পারি উর্দু শিখবো।
হিন্দিও শিখার ইচ্ছা আছে । তবে তার সিরিয়াল অনেক নিচে।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৭:৫৯
আবুল হাসান নূরী বলেছেন: লাড়কা সে লাড়কা কা গু ভারী
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৫৯
সরোজ মেহেদী বলেছেন: আশাকরি বিস্তারিত বুঝিয়ে বলবেন।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ৮:৫০
সাবু ছেেল বলেছেন: বিস্কুট বলেছেন: উর্দূ ভাষা মার্জিত এবং মধুর।
আমি উর্দু ভাষা অপছন্দ করি ফাকিস্তানিদের জন্য আর হিন্দি ভাষা অপছন্দ করি ইন্ডিয়ান চোরদের জন্য।
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:০১
সরোজ মেহেদী বলেছেন: আমার মনে হয় ভাষার জন্মটা প্রাকৃতিক। দেশের সাথে কোন ভাষাকে মিলিয়ে লাভ নেই। তার মন্তব্যের সঙ্গে আপনার কথাটা ঠিক যায় না ।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১২
আবুল হাসান নূরী বলেছেন: প্রথম আলোর গত বছরের ঈদসংখ্যাতে হুমায়ূন আহমেদ টিভিতে প্রচারিত অনুষ্ঠানের সময় বিজ্ঞাপনের অত্যাচারের ব্যাপারে বলেন লাড়কা সে লাড়কা কা গু ভারী
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:০৪
শার্লক বলেছেন: বিস্কুট বলেছেন: উর্দূ ভাষা মার্জিত এবং মধুর। কিন্তু হিন্দি ভাষা হল মেথরদের ভাষা, এদেশের মেথররাও কিন্তু হিন্দি ভাষায় কথা বলে।
আমি যদি বলি বাংলা ভাষাও মেথরদের ভাষা। রাগ করবেন?
উভয় ভাষা মানে হিন্দি / উর্দু এবং বাংলা সংস্কৃত থেকে উদ্ভূত। আর হিন্দির সাথে বাংলার অনেক মিল পাবেন।
আমি যতদূর জানি মেথররা দলিত শ্রেনীর মানে নিচু জাতের ওরা বংশপরমপরায় মেথর, ওরা অন্য কোন পেশায় যেতে পারে না বা সমাজ ওদের গ্রহন করে অন্য পেশায়। ওরা অনেক আগে থেকে এদেশে আছে।
লেখক বলেছেন: আসলে বাংলার তুলনায় হিন্দি অনেক নিচু মানের ভাষা।
ব্যাখ্যা দিন একটু কেন?
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:২২
অনুমান বলেছেন: হিন্দিতে বলা হয় - "মহিলা প্রসাধন"
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৫
শার্লক বলেছেন: আচ্ছা তো বাংলাতে কি হবে? মেয়েদের হাগাঘর নিশ্চয়ই। হা হা হা