নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
The inspiration you seek is already within you. Be silent and listen. (Mawlana Rumi)
ভাই আমাকে প্রায়ই বলে বাসায় আস, মনটা খারাপ, আমি একা। খুনসুটিতে কত নির্ঘুম রাত কেটেছে দু'ভাইয়ের। ঝগড়া-ঝাটি তর্কা-তর্কিতে আমাকে পেয়েই হবু ভাবির কষ্ট ভুলেছে।
আজ বড্ড একা একা লাগছে নিজেকে। প্রচণ্ড শূন্যতা গ্রাস করতে খাঁমচে ধরছে। জানি তার কাছে গেলেই ভুলে যাব সব। বাসায় যাব বলে ভাইকে ফোন দেই। সে আজ দু'কা? বড় কোলাহলে আছে। ফোন রাখতে হয়। অফিস থেকে নেমে সেই শাহবাগে।
আজ শাহবাগটাও যেন ঘুমিয়ে পড়েছে। রাত দশটা না বাজতেই সবাই ফিরে গেছে বাড়িতে। ফুটপাতে ক'টি ক্লান্ত দেহ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। আমি আবার একা অফিসের পথে হাঁটি...
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
সরোজ মেহেদী বলেছেন: আমি আসলে আপনার অর্থে কিছু বোঝাতে চাইনিরে ভাই।
©somewhere in net ltd.
১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১১:৩৩
মামুনুর রশী২৪৩৭ বলেছেন: আসলে ভাইয়ের চেয়ে ভাবির কাছে দেবরের দরদ বেশী। আপনার অবস্থাও েএকই কারণ শাহবাগ নিয়ে আজ আর কোন মাতামাতি নেই কেননা মানুষ আজ আর বোকার রাজ্যে বাস করে না। দেশে শুধ আওয়ামী লীগ নই বিএনপি কিন্তু রয়েছে।