![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু দিন আগে আমার অফিসের স্যার বলেছিলেন যে ,ড্রেসিং করা করা মুরগীর খাওয়া ঠিক না । তিনি আমাকে যুক্তি দেখালেন যে, প্রথম যে মুরগীটা ড্রেসিং করা হয় সে টা পরিষ্কার পানি তে করা হয় কিন্ন্তু দ্বিতীয় তথা তার পরবর্তী যে মুরগী ড্রেসিং করা হয় সে গুলো ময়লা পানিতে করা হয় । তাই প্রথম ড্রেসিং বাদে সব মুরগী পাক ও পরিষ্কার হয় না তাই ড্রেসিং করা মুরগী না খাওয়ার যায়েয।
এর পর আমার পাড়ায় মসজিদে এক জুম্মায় ইমাম সাহেবও বয়ার করেন যে ,যদি মুরগীর নাড়িভুড়ি সহ ড্রেসিং করা হয় তবে সে মুরগী হারাম । আর যদি নাড়িভুড়ি ছাড়া প্রথম ড্রেসিং করা তবে যায়েয কিন্তু দ্বিতীয় তথা তার পরবর্তী যে সব নাড়িভুড়ি ছাড়াও ড্রেসিং করা হলেও সে গুলো যায়েয নয় । সুতরাং সেই মুরগীও হারাম ।
তাই আসুন আমরা সাবধান হই এবং সামান্য অসাবধানতার বশত হারাম না খাই।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৫
সাহাদাত উদরাজী বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৪
দূষ্ট বালক বলেছেন: ব্যাপারটা অনেক আগে থেকেই জানি....তাই আমাদের বাসায় কখনও ড্রেসিং করা মুরগী আনা হয় না। প্রয়োজনে দোকান থেকে জবেহ করে হাতে সুলে আনা হয়