নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

ক্যানসারের কোষ গঠনে সহায়তা করে নিদ্রাহীনতা!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

নিদ্রাহীনতা দেহে ক্যানসারের কোষ গঠনে সহায়তা করে! ভাবতে অবাক লাগলেও এমনটাই বলছেন গবেষকরা। তাদের মতে, একজন মানুষের রাত্রিকালীন ঘুম যদি কম হয় তবে তার শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থায় চরম গোলযোগ সৃষ্টি হয়। এতে করে শরীরে ভয়ঙ্ককর মরণব্যধি ক্যানসারের কোষ গঠন ত্বরান্বিত হয়!



সম্প্রতি ক্যানসার গবেষণা বিষয়ক জার্নালে প্রকাশিত হয়েছে মানুষের জন্য এক ভয়ঙ্কর তথ্য। যেসব মানুষের ঘুম কম হয় তাদের জন্য খারাপ খবর হচ্ছে, তাদের শরীরে ক্যানসারের জীবাণু নীরবে বেড়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি।



গবেষকরা অণুজীবের উপরে এক পরীক্ষা চালান। এখানে দুই ধরনের ক্যানসার টিউমার আছে এমন ইঁদুর নেওয়া হয় এবং তাদের দুই ভাগে ভাগ করা হয়। এক ভাগকে বিশেষ ব্রাশের মাধ্যমে প্রতি মিনিটে নাড়ানো হয় যাতে তারা ঘুমাতে না পারে। অন্যদিকে অন্য ভাগের ইঁদুরকে সারাক্ষণ নিবিড় নিরবতায় রাখা হয়। দুই ভাগের ইঁদুরদের ক্ষেত্রে দেখা যায়, এক ভাগ সুন্দর ঘুমাচ্ছে অন্য ভাগ নির্ঘুম। নির্ঘুম ইঁদুরদের এবং বিশ্রামে থাকা ইঁদুরদের মাঝে বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায়।



যেহেতু দুই ভাগ ইঁদুরের আগে থেকেই টিউমার ছিল কিন্তু এদের মাঝে যারা ঠিকভাবে ঘুমাতে পারেনি তাদের শরীরে টিউমার ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে।



অপরদিকে যারা নিরালা ঘুমিয়েছে তাদের টিউমার অপেক্ষাকৃত কম বেড়েছে! সুতরাং উল্লেখিত গবেষণা প্রমান করে দেহে অপর্যাপ্ত ঘুম ক্যানসারের কোষ বৃদ্ধিতে সরাসরি ভূমিকা রাখে! পাশাপাশি রোগ প্রতিরোধ ব্যবস্থায় বাধা সৃষ্টি করে।



ক্যানসার গবেষক ডেভিড গোজাল (David Gozal) বলেন, এই গবেষণা আমাদের কেবল ক্যানসার কোষ বৃদ্ধি নিয়ে ভাবাচ্ছে না। এটি আরও ভয়ংকর বিষয় হচ্ছে, কম ঘুম আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থায় আঘাত হানে। ফলে নানা রোগের ঝুঁকি থেকে যায়।



গবেষকরা জানিয়েছেন, তারা ক্যানসার কোষ বৃদ্ধি রোধে বিশেষ কিছু ব্যবস্থার বিষয়ে ইতোমধ্যে গবেষণা চালাচ্ছেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৫

মেহেরুন বলেছেন: জানা থাকলো।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৯

আমি আবুল হুসেঈন বলতেছি বলেছেন: আর রাত জেগে কাজ করবো না.....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.