নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

একটি প্রশ্ন ....শেয়ার ব্যবসা কি হালাল ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

চাকরি পাশাপাশি আমি কয়েক বছর যাবত টুক টাক শেয়ার ব্যবসা করছি। শুরুতে শেয়ার ব্যবসা হারাম না হালাল তা নিয়ে তেমন চিন্তা করতাম না আর আমার পরিচিত জন যারা নিয়মিত নামাজ আদার করে তারাও শেয়ার ব্যবসা করত তাই হারাম ও হালাল নিয়ে চিন্তা করতাম না । কিন্তু কারো কারো কাছে শুনতে পাই যে শেয়ার ব্যবসা নাকি হারাম , বিশেষ করে প্রাইমারী( যেহেতু লটারীর মাধ্যমে আবেদন করা হয়) ।

তাই এ্ বিষয়টি আমাকে বেশ কিছু দিন চিন্তায় ফেলে ফলে আমি বিভিন্ন জন কে প্রশ্বন করি কিন্তু কেউ সদউত্তর দিতে পারে নায় ।

তাই কোন ভাই বোন যদি এ ব্যপারে সঠিক ব্যাখ্যা দিতে পারেন তবে উপকৃত হবে । রেফারেন্স সহ.

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬

হেডস্যার বলেছেন:
এইটা কোন ব্যবসাই না...ইনভেষ্টমেন্ট

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

সাদামাটা মানুষ ০৭ বলেছেন: শেয়ার ব্যাবসা হালাল না হারাম ব্লগে জানার জিনিশ না কি ? ব্লগে কি মুফতি সাহেবরা বসে থাকেন ? অসুখ হলে ত আর ব্লগে জিগ্যাশ করেন না কোন ওষুধ খাবেন ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

সত্যের অন্বেষণকারী বলেছেন: ভাই ব্লগে মুফতি থাকেনা কিন্তু অনেক মুসলিম ভাই বোন আছে যারা শেয়ার ব্যবসা করে আর তার হয়তো জানে ।

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

ভোরের সূর্য বলেছেন: আমি হয়তো আপনাকে পুরোপুরি উত্তর দিতে পারবোনা তবে আমি আমার কিছু মতামত শেয়ার করছি।

প্রথম কথা হল,আপনি বল্লেন অনেকেই বলে শেয়ার ব্যাবসা হারাম বিশেষ করে প্রাইমারি শেয়ার কেননা সেখানে লটারি করা হয়। আমি ঠিক বুঝলামা না লটারি কিভাবে হারাম হল।লটারি তো জুয়া খেলা না।এটা সম্পূর্ণ ভাগ্যের একটা ব্যাপার।ধরুন আমি বাংলাদেশে জন্মগ্রহন করেছি এখানে আমার করার কিছু ছিলনা।আল্লাহ আমাকে আমার ভাগ্যে লিখছিল তাই আমি বাংলাদেশে।আবার যারা সৌদি আরবে জন্মগ্রহন করেছে সেটা তার ভাগ্যে ছিল তাই ওখানে যে জন্ম নিয়েছে।

যাইহোক এবার অন্য কথাতে আসি।শেয়ার ব্যাবসা হারাম হলে সৌদি আরবে কিভাবে শেয়ার মার্কেট থাকে? ওরাতো সম্পূর্ণ ইসলামী আইনে চলে। সৌদি আরবের শেয়ার মার্কেটের নাম Tadawul।তবে হ্যা শেয়ার মার্কেটের যে সব কোম্পানি সরাসরি সুদের সাথে জড়িত বা যে সব কোম্পানি হারাম জাতীয় বস্তু যেমন মদ,বিয়ার ইত্যাদি পন্যের ব্যাবসার সাথে জড়িত যেসব কোম্পানীর শেয়ার কেনা বেচা হারাম হবে কেননা শেয়ার কেনা মানেই আপনি ঐ কোম্পানীর অংশীদার।

পরিশেষে বলি।ভাই সত্যিকার অর্থে আমরা হচ্ছি নামে মুসলিম।ইসলামে সুদ খাওয়া হারাম কিন্তু বাংলাদেশে কয়জন মুসলিম, ইসলামী ব্যাংকগুলোতে টাকা রাখে? বেশিরভাগ মানুষের টাকা থাকে সাধারন ব্যাংকে যেখানে সরাসরি সুদ দেয়া হয়। যিনি বা যারা আপনাকে বলেছে যে শেয়ার ব্যাবসা হারাম তাদের কয়জনের টাকা ইসলামী ব্যাংকে রাখা আছে?

ইসলামে পুরুষ মানুষের সোনা এবং সিল্ক পরা হারাম কিন্তু বাংলাদেশে কয়জনই বা এটা জানে বা কয়জন মানে? সিল্ক পাঞ্জাবি বা সোনা ছাড়া বাংলাদেশে বিয়ে হয়? আমরা হর হামেশাই হারাম কাজ করছি।হারাম তো হারামই। সেটার তো কোন কম বেশি নাই যে এটা একটু বেশি হারাম আর এটা একটু কম হারাম।মানুষ মদ খেলে,জুয়া খেল্লে বা শুয়োরের মাংস খেলে আমরা নাক ছিটকাই যে হারাম কাজ করেছে কিন্তু প্রতিনিয়ত যে আমরা হারাম কাজ করছি সেটার কোন খবর নাই।

সেদিন ইজতেমার আখেরি মোনাজাতের সময় আমি উত্তরার একটি ব্যাংকে গিয়েছি টাকা জমা দেবার জন্য। খুব জরুরী একজন কে অনলাইনে টাকা পাঠাতে হবে কারন সে অন্য ব্রাঞ্চে অপেক্ষা করছে। আমি যখন টাকা জমা দিতে গেলাম তখন যিনি জমা নিবেন তিনি বল্লেন যে আখেরি মোনাজাতের জন্য ৩০মিনিট পরে টাকা জমা হবে। আমি বল্লাম আমার জরুরি দরকার আর আখেরি মোনাজাতের সময় বন্ধ রাখতে হবে কেন? ইজতেমার আখেরি মোনাজাত কি ফরজ?ওয়াজিব?নাকি নফল? এটাতো এমন কি হাদিসেও নাই(ইজতেমাকে ছোট করা আমার উদ্দেশ্য না আমি শুধু আমার পয়েন্ট পব ভিউ বলছি)।ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, প্রতিদিন জোহর নামাজ তো ফরজ।তখন কি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকে?এমনকি আযানও শুনতে হয় আপনি শুনেন?প্রতিদিন ১:৩০ মিনিটে যোহরের নামাজ হয় সেটার জন্য ব্যাংকের কার্যক্রম ৩০মিনিট বন্ধ থাকে? যদি না থাকে তাহলে ইজতেমায় কেন বন্ধ থাকবে। আর ভাল কথা আপনারা আখেরি মোনাজাত ধরবেন তাহলে প্রতিবছর দুইবার করে আখেরি মোনাজার হয়। এক এক জন কে ভাগ করে দিলেই তো হয়।
এই হচ্ছি আমরা মুসলিম।আসল কথা বল্লে আমাদের নামে মুসলমানদের ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

সত্যের অন্বেষণকারী বলেছেন: ভাই ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য এর জন্য । ভাই আপনার কথা অনেকাংশে সত্যি । ভাই আমার নামে নামে মুসলিম বলি কিন্তু আমরা কয় জন মুসলিম এর হক আদায় করি । যাই হোক আল্লাহ তায়ালা আমাদের হেদায়েত দান করুক।
যাই হোক ভাই আসল কথায় আসি, ভাই সৌদি আরবের শেয়ার মার্কেট কি আমাদের দেশের শেয়ার মার্কেটের মতো , আমাদের দেশের শেয়ার বাজারের বেশীর ভা্গই গেমলীং হয় । আর আমরা যারা শেয়ার ব্যবসা করি তারা তো শর্ট টাইম সেল বাই করি এটা কি যায়েয? আমরা বেশীর ভাগ কোম্পানীর মুনাফা খাই না । এখন বলেন কি করা যায়?

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৫

জামাল হোসেন (সেলিম) বলেছেন: ( যেহেতু লটারীর মাধ্যমে আবেদন করা হয়) ।

এটা কোন যুক্তি হলো? হজ্জ্বে যেতে লটারীর আশ্রয় নেয়া যেতে পারে, প্রাইমারীর বেলায় যত সমস্যা!
ভালোই তো!
লটারী কাকে বলে আগে সেটা জানুন।
আমার তো মনে হয় আপনি একজন যাকে বলে "হুজুগে বাংগালী।"
এদের জন্য শেয়ার বিজনেস না। যত তারাতারি পারেন, সড়ে আসুন এখান থেকে। নিজে ডুববেন, অন্যদেরও ডুবাবেন।
েেে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

সত্যের অন্বেষণকারী বলেছেন: Click This Link
ভাই আমি সঠিক জানি না তাইতো জিঞ্গাসা করলাম্

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৫

দূষ্ট বালক বলেছেন: শেয়ার বাজার নিয়ে দেশের নির্ভরযোগ্য একটি ফতোয়া কেন্দ্রের ফতোয়া দেখুন বিস্তারিত.....
হালাল-হারামের দৃষ্টিতে বর্তমান শেয়ারবাজার ঝুঁকিপূর্ণ

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

নাহিদ তামিম বলেছেন: ইসলামি ব্যাংক এ টাকা রাখলে কি সেটা হালাল হয়? মানে সুদের বদলে তারা যেটাকে মুনাফা বলে?
ইসলামি ব্যাংকের যারা কাস্টমার তাদের কি লস হলে ইসলামি ব্যাংক লস হিসাবে তার সুদ মাফ করে দেও? নাকি ইসলামি ব্যাংকের নিয়মানুসের ইসলামি ব্যাংকের কাস্টমারদের ব্যাবসা কখনও লস হয়না?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

সত্যের অন্বেষণকারী বলেছেন: Click This Link কোন ব্যাংকে এর সুদ তথা মুনাফা আমি বিশ্বাস করি না তাই আমি ব্যাংক এর যে সুদ পাই তা গরীব কে দিয়ে দেই/্

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

সাজ্জাদুল হাসান পন্নী বলেছেন: আমি মনে করি এটা হালাল।কারন এতে ঝুঁকি আছে।ঝুঁকি আছে এমন যে কোন ব্যবসায় হালাল।আর ব্যাংক এর টাকা ***।কারন এতে ঝুঁকি নেয়।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

সত্যের অন্বেষণকারী বলেছেন: ভাই কোথায় ঝুঁকি আছে ? ধরেন আপনি কম দামে কিনলেন আর বেশী দামে বিক্রি করবেন তাহলে কিভাবে ঝুঁকি আছে? আর যদি আপনি লস এ থাকেন তবে শেয়ার হোল্ড করলে পরে বাড়লে তো আর লস হয় না ।
যাই হোক অনেকে আমার লস এ বিক্রি করে তাদের কথা আমি বলি নাই।

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

ভোরের সূর্য বলেছেন: ভাই গ্যামলিং তো আমরা সাধারণ শেয়ার হোল্ডার রা করিনা করে ভেতরের লোকজোন সেখানে তো আমাদের কিছু করার নাই। পৃথিবীর সব শেয়ার মার্কেটের নিয়ম এক। কিন্তু অন্য দেশের মার্কেট উঠা নামা করে ওয়ার্ল্ড মার্কেট অনুযায়ী আর যার সাথে বাংলাদেশের শেয়ার মার্কেটের মিল নাই।

কিন্তু আপনার কথা হচ্ছে শেয়ার মার্কেট করা হারাম কিনা। সেটা বাংলাদেশ হোক আর সৌদি আরব হোক।আমি আমার যুক্তিগুলো দিয়েছি। এখন কথা হচ্ছে ধরুন আপনি একটি ব্যাংকে টাকা রাখেন। সেখানে চোর,বাটপার,সন্ত্রাসী,সাধারন মানুষ সবাই টাকা রাখে কিন্তু আপনি কি বলতে পারবেন যে ব্যাংক আপনাকে যে টাকাটা দিচ্ছে সেটা খারাপ কোন মানুষের টাকা কিনা।ধরুন আপনি যেই কাপড় টা কিনেছেন সেটার তো কোন দোষ নাই কিন্তু সেই মানুষটা হারামের টাকা দিয়ে ফ্যাক্টরি বানিয়েছে।কিন্তু আপনি জানেন না।

আপনাকে বলেছি যে শেয়ার ব্যাবসার মধ্যে যে সব কোম্পানি সরাসরি সুদের সাথে জড়িত বা যে সব কোম্পানি হারাম জাতীয় বস্তু যেমন মদ,বিয়ার ইত্যাদি পন্যের ব্যাবসার সাথে জড়িত যেসব কোম্পানীর শেয়ার কেনা বেচা হারাম হবে কেননা শেয়ার কেনা মানেই আপনি ঐ কোম্পানীর অংশীদার। যেমন ধরুন ব্যাংকের শেয়ার কেনা।ব্যাংক সরাসরি সুদের ব্যাবসার সাথে জড়িত।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৬

সত্যের অন্বেষণকারী বলেছেন: http://www.somewhereinblog.net/blog/forexmuni
ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনার মন্তব্যগুলো আমার ভালো লাগছে । যাই হোক ভাই আমার এই পোষ্ট এ Click This Link ভাই একটা লিংক দিয়েছেন http://www.alkawsar.com/article/175
যেখানে বলা হয়েছে যে বর্তমান পেক্ষাপটে নাকি শেয়ার ব্যবসা ঝৃকি র্পৃর্ন তাই লিংটার আরর্টিকেল এর ব্যপারে আপনার মন্তব্য আশা করছি। দয়া করে।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

ভোরের সূর্য বলেছেন: ভাই,আপনি যে লেখাটির কথা বলেছেন তার সাথে আমি এতক্ষন আপনাকে যা বলেছি তার অনেকখানি মিল রয়েছে আপনি সেটা মিলিয়ে দেখতে পারেন।
ইসলামে আসলে ব্যাবসা সম্পর্কিত যে সব বিষয় বলা আছে সেখানে এবিষয়ে সরাসরি কিছু বলা নাই। যেমন ৪০ দিনের বেশি কোন পন্য আপনি স্টক করতে পারবেন না। সুদের ব্যাবসা করতে পারবেন না। কিন্তু শেয়ার ব্যাবসা কিন্তু পন্য না। এটা অংশীদারিত্ব।আর সুদের ব্যাবসার সাথে রিলেটেড এরকম কোম্পানীর শেয়ার না কিনলেই তো হল। এখন কোম্পানী যদি কোন ভুল তথ্য আপনাকে দেয় সেটার জন্য কিন্তু আপনি দ্বায়ী না। যেমন ভুল তথ্য দিয়ে কোম্পানীর শেয়ারের দাম বাড়ানো।এটা কিছু কিছু কোম্পানী করছে বা বড় বড় শেয়ার হোল্ডার রা বাজারে রিউমার করছে যে ২০% বা ৩০% ডিভিডেন্ট দেয়া হবে তখন শেয়ারের দাম বেড়ে যাচ্ছে। এটা শেয়ার মার্কেটের রুল অনুযায়ী ঠিক না কিন্তু সেই কোম্পানী বা ব্যাক্তি নিজ নিজ দ্বায়ীত্বে এসব করছে কিন্তু সেটার দায় দায়িত্ব আপনার বা আমার না। যদী স্টক এক্সচেঞ্জ এর নীতিমালা অনুযায়ী এগুলো বৈধ হত তাহলে এটা খারাপ হত কিন্তু কেউ নিজে দোষ করলে সেটার রেসপনসিবিলিটি এক না।

কম বেশী পৃথিবীর সব শেয়ার মার্কেটের নিয়ম কানুন এক। এমন কি বাংলাদেশের টাও কিন্তু বাইরের নিয়ম কানুন ফলো করে কিন্তু সমস্যা হচ্ছে মার্কেট ম্যানিপুলেট করার সুযোগ সব জায়গায় আছে কিন্তু অন্য জায়গায় সেটা হয় না বা হলেও অপরাধীরা শাস্তি পায় আর আমাদের দেশে অপরাধ করে কিন্তু শাস্তি পায় না। কিন্তু তাই বলে সিস্টেম টা তো আর হারাম না।

আপনাকে বলেছি যে যেসব কোম্পানী সরাসরি ঘোষনা দিয়ে সুদের ব্যাবসার সাথে জড়িত যেমন ব্যাংক বা লিজিং কোম্পানীগুলো সেগুলর শেয়ার কেনা মানে সেটার অংশীদার হওয়া আবার কোন কোন কোম্পানী ব্যাংক থেকে লোন নিয়ে ফ্যাক্টরি করেছে ব্যাবসা করছে এবং ব্যাংক কে সুদ সহ ফেরৎ দিচ্ছে সেক্ষেত্রে আপনাকে উদাহরন দিয়েছি সেই কাপরের মতন।

ব্যাবসা মানেই ঝুকি।কিন্তু সেটা ব্যাপার না।ব্যাপারটা হচ্ছে বৈধ কিনা বা হালাল উপায়ে হচ্ছে কিনা।শেয়ার ব্যাবসা হারাম না কিন্তু আপনাকে দেখে শুনে শেয়ার কিনতে হবে কোম্পানী অনুযায়ী। কিন্তু আসলে এসব দেখতে গেলে আপনার শেয়ার কেনার কোম্পানী লিমিটেড হয়ে যাবে।মানে হাতে গোনা কয়েকটি কোম্পানীর শেয়ার কিনতে পারবেন সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটাও বেড়ে যায় যেটা অনেক কেই উৎসাহী করবেনা শেয়ার ব্যবসা করতে।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১

দি সুফি বলেছেন: লটারী ইসলামে হারাম।
শেয়ার ব্যাবসা হারাম নয়। তবে কোন কম্পানির শেয়ার কিনছেন সেটার উপর নির্ভর করে। যেমনঃ সুদ ভিত্তিক প্রতিষ্ঠান (ব্যাংক, বীমা ইত্যাদি), হারাম পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান (মদ, সিগারেট ইত্যাদি)।
এছাড়াও অনেক কম্পানী শেয়ারের উপর সুদ দেয় (ইন্টারেস্ট)।
সেগুলোও হারাম হবে। রোল-ওভার ফীও নিষিদ্ধ।
ইন্টারনেটে খুজে দেখুন। এ বিষয়ে অনেক আর্টিকেল পাবেন।
এছাড়া ভালো কোন আলেমের সাথে যোগাযোগ করুন, যিনি ইসলামিক অর্থনীতি সম্পর্কে ভালোভাবে অবগত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.