নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

মেদ কমাতে ৩টি ব্যায়াম

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৯

void(1);



চলমান দৈনন্দিন জীবনে শরীরকে ফিট রাখার ক্ষেত্রে পেটের মেদ একটি বড় সমস্যা। অনেক ক্ষেত্রে দেখা যায় শরীরের অন্যান্য অংশে তেমন মেদ নেই, কিন্তু পেটের মেদ পুরো ফিটনেস্টাকেই নষ্ট করে দিচ্ছে। এমতাবস্থায় খাদ্য নিয়ন্ত্রণ করেও পুরোপুরি কাজ হয় না। আসলে খাবারের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিদিন কিছু ব্যায়ামের অনুশীলন করা উচিত যেগুলো সরাসরি পেটের মেদের উপর কাজ করে, সেক্ষেত্রে অনেক ভাল ফল পাওয়া সম্ভব। এরকমই ৩টি ব্যায়ামের নিচে দেওয়া হল-



বাই সাইকেল ক্রাঞ্চ:

- প্রথমে মেঝেতে সোজা হয়ে শুয়ে পরুন।

- হাতদুটো মাথার পেছনে রাখুন। দুই পা সোজা করে একটু উপরে তুলুন।

- এবার বাম পা সোজা রেখে ডান পা ভেঙে বুকের কাছে নিয়ে আসুন।

- এসময় আপনার কোমড় থেকে উপরিভাগ বাম দিকে একটু কাত করুন।

- একইভাবে ডান পা সোজা রেখে বাম পা ভেঙে পূণরায় করুন, যেন মনে হয় আপনি শুয়ে শুয়ে সাইকেল চালাচ্ছেন।

- এই ব্যায়ামটি ১ মিনিট করে প্রতিদিন ৩ বার করার চেষ্টা করুন। এটি আপনার পেটের পেশীর ওপর অনেক চাপ সৃষ্টি করে, যা মেদ কমাতে কার্যকরী ভূমিকা রাখে।



বোটিং:

- এর ভঙ্গিটা অনেকটা নৌকা চালানোর মতো।

- প্রথমে মেঝেতে বসুন।

- পা দুটো সোজা করে উপর দিকে তুলুন।

- হাত দুটো সোজা করে হাটু বরাবর রাখুন।

- কোমড় থেকে শরীরের উপরের অংশ সোজ করে এমনভাবে রাখুন যেন তা আপনার পায়ের সাথে সমকোণ তৈরী করে।

- এভাবে থেকে ৫ বার জোরে জোরে শ্বাস নিন এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

- এই ব্যায়ামটি দৈনিক ৫ বার করার চেষ্টা করুন।



প্লাঙ্ক:

- উপুর হয়ে মেঝেতে শুয়ে পরুন।

- হাতের কুনুুই থেকে কব্জি পর্যন্ত মাটিতে স্পর্শ করিয়ে এবং পায়ের আঙুলের উপর ভর দিয়ে শরীরটাকে উপরে ওঠানোর চেষ্টা করুন।

- আপনার পেট এবং কোমড়ের নিচের পেশীগুলোকে শক্ত করে ১০ সেকেন্ড ধরে রাখুন।

- এবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন।

- প্রতিদিন ৪ বার করে এই ব্যায়ামটি অনুশীলন করুন।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮

হতাশ নািবক বলেছেন: ধন্যবাদ।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

ভিটামিন সি বলেছেন: ভাই, ব্যায়াম কি গোসলের আগে করুম না পরে??
মাত্র ৮৪ কেজি হইছি। এ আর এমন কি?? আরো কিছু বাড়ুক, পরে করুম নে।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩১

সুমন কর বলেছেন: আমার না তবে, যাদের .... :D . তাদের জন্য কাজের পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.