নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

ঢাকা-চট্টগ্রামে সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ল !

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

ঢাকা ও চট্টগ্রামে সিএনজিচালিত বাস, মিনিবাস ও অটোরিকশার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে দূরপাল্লায় চলাচলকারী গণপরিবহনের ভাড়া বাড়ছে না। আগামী ১ অক্টোবর থেকে বাস ও মিনিবাসের এবং ১ নভেম্বর থেকে অটোরিকশার বর্ধিত ভাড়া কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বৈঠকের পর পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। সিএনজিতে চলে না—এমন গণপরিবহনের ভাড়া বাড়বে না বলে তিনি জানান।

আগে প্রথম দুই কিলোমিটারে অটোরিকশার ভাড়া ছিল ২৫ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৪০ টাকা। পরের প্রতি কিলোমিটারে ভাড়া বেড়ে হয়েছে ১২ টাকা। আগে এই ভাড়া ছিল সাত টাকার বেশি। প্রতি মিনিটের ওয়েটিং চার্জ বেড়ে হয়েছে দুই টাকা। আগে এই ভাড়া ছিল এক টাকা ৪০ পয়সা।

মালিকদের অটোরিকশা জমা দেওয়ার ভাড়া আগে ছিল ৬০০ টাকা, এখন তা বেড়ে ৯০০ টাকা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের অভ্যন্তরে চলা সিএনজিচালিত বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ছে। বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা করে বেড়েছে। আগে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ছিল এক টাকা ৬০ পয়সা। এখন তা বেড়ে হয়েছে এক টাকা ৭০ পয়সা। মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ছিল এক টাকা ৫০ পয়সা, এখন তা বেড়ে এক টাকা ৬০ পয়সা হয়েছে।

বৈঠকের পরে মন্ত্রীর কাছে দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে কি না, জানতে চাওয়া হয়। এ সময় তিনি বলেন, দূরপাল্লার বাসের ভাড়া বাড়বে না। কারণ দূরপাল্লার বাস সিএনজিতে চলে না।

সিএনজি অটোর এত বাড়লো কেন? ২৫ টাকার ভাড়া ৪০ টাক ,, ৭ টাকা ১২ টা, ১।৪০ পয়সার ২ টাকা?
সুত্র: প্রথম আলো

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.