| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যের অন্বেষণকারী
আমার বাসায় বর্তমানে রান্নার গ্যাস এর যে অবস্থা তাতে মনে হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ গ্যাস এর ভান্ডার দিন দিন শেষ হচ্ছে।েআমার বাসায় প্রতি দিন সকাল আটটার আগে গ্যাস কমে আর মনে হয় তিনটা দিকে আসে । আবারও রাত আটটায় কমে যায়।আমার এলাকা রমনা থানার দিলুরোড এলাকায়। এলাকাটা মোটামুটি অভিজাত এলাকা। এখানে যদি এরকম গ্যাস না থাকে তবে অন্যান্য এলাকায় অবস্থা মনে হয় আরোও শোচনীয় ! আমার বাসায় গরমেও গ্যাসের সমস্যা থাকে । যদি গ্যাস পরিমান কমে যাচ্ছে তাহলে কেন সিএনজির মাধ্যমে গাড়ীতে গ্যাস দেয়া হচ্ছে ! আমার মতে যে সব লোক গাড়ী কিনতে পারে তাদের পেট্রল ব্যবহার করার ক্ষমতা থাকার কথা। তাই কর্তৃপক্ষের উচিত আবাসিক এলাকায় রান্নার কাজে যে গ্যাস ব্যবহার হয় তার সরবরাহ বাড়ানো ।
©somewhere in net ltd.