নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

আপনার এলাকায় ও কি গ্যাসের সমস্যা !

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৬

কি বলব ভাই এটা কি বাংলাদেশ এর রাজধানী ঢাকা! এখানে গ্যাসের অভাব , গ্যাসের জন্য আমাদের খাওয়া দাওয়া , ঘুম, গোসল আর ও কত না সমস্যা ।এটা যদি হয় একটা দেশের রাজধানী অবস্থা তাহলে তো গ্রাম অনেক ভাল . যদি গ্রাম ভাল হয় তবে একে রাজধানী নাম থেকে বাদ দেয়া হোক।
আমার বাসায় তো গরমেও গ্যাস এর সমস্যা থাকে শীত আসলে তো কথাই না , আর গত ২/৩ থেকে গ্যাসই যে কখন আসে বলা যায় না! । গ্যাস এর জন্য ছোট ছোট শিশুরাও আছে বড় কষ্টে । বড়দের খাবার না হয় একটু বাসি খাওয়া যায় কিন্তু শিশুদের খাবার কি বাসি খাওয়া যায় , বড় রা না হয় শীতে কষ্ট করে গোসল করতে পারে কিন্তু ছোট শিশুদের কি হবে। তাই গ্যাসের ভবিষ্যতের কথা সরকার ও নীতিনির্ধারকদের ভাবতে হবে । এর অপচয় রোধ করে সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে হবে । বর্তমানে যে প্রচুর সমস্যা হচ্ছে তাই এখন সিএনজির মাধ্যমে গ্যাস সরবরাহ কমাতে হবে। সর্বোপরি বর্তমানে গ্যাসের যে প্রকট সমস্যার , তার আশু সমাধান করতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.