নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার প্রতিবাদ/ সত্যের অন্বেষণ

আমি মিথ্যাকে, অন্যায়কে সহ্য করতে পারি না । তাই আমি স্পষ্টবাদী

সত্যের অন্বেষণকারী

সত্যের অন্বেষণকারী › বিস্তারিত পোস্টঃ

এত মিথ্যাচার কেন!তাহলে কি আমাদের ভবিষ্যত অন্ধকারাছন্র !

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪

গত কাল বাংলাদেশের প্রায় ৭০০ টি ইউপি নির্বাচন হল। এই নির্বাচন যে শান্তিতে ভোট দেয়ার নির্বাচন হয়নি তা প্রায় সকলেরই জানা । এই নির্বাচন প্রায় ১১ জন মারা গেছে এবং ৮০০ জনের মত আহত হয়েছে তা প্রায় পত্রিকায় উঠে এসেছে . প্রায় কেন্দ্রেই সহিংসতা হয়েছে আর যার জোর ছিলবেশী সেই জিতেছে ।
কিন্তু এত সহিংসতার যে নির্বাচন হয়েছে , তা আমাদের ইসি ও সরকার দলীয় লোক স্বীকার করছে না । আজ রেডিও টুডের নিইজে শুনলাম জনাব প্রধান ইসি বিবৃতি দিয়েছেন যে ২ /৪ টা সমস্যা ছাড়া নির্বাচন সুষ্ঠ হয়েছে ! উনি কি কানা না রবোট এমন কথা বল! এছাড়া আর আজজেব বিবৃতি দিয়েছেন আমাদের সাবেক পররাষ্ট্র মন্ত্রী দিপু মনি । তার মতে কালকের নির্বাচন নাকি স্বরণ কালের সুষ্ঠ নির্বাচন । আমার প্রশ্ন এটা যদি সুষ্ঠ নির্বাচন হয় তবে এত লোক মরল কেন ! আর এত আহত হল কেন ! এত সহিংসতা হল কেন !
আমরা ভবিষ্যতে কি পেতে যাচ্ছি ! এটা ‍মিথ্যুক জাতি বর্তমারে যারা রাজনীতি করে বা দেশের উচ্চ পদে আছে তারা যদি এরকম চোখ কানা মিথ্যা বলে আমাদের ভবিষ্যত প্রজম্ম কি হবে তারাতো আরও মিথ্যুক হবে । তাহলে কি আমাদের ভবিষ্যত অন্ধকারাছন্র !
সহিংসতা, গুলিতে নিহত ১১
http://www.sheershanewsbd.com/2016/03/22/121150

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

ফাহিম আবু বলেছেন: সরকার তো টিকে আছে মিথ্যার উপর, মিথ্যাচার না করলে তো ক্ষমতাই থাকতে পারবে না !!

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৯

সত্যের অন্বেষণকারী বলেছেন: কিন্তু ভাই এরকম মিথ্যা ,যা দিবালোক এর মত সত্য তা যদি মিথ্যা দিয়ে ঢাকে তা কি হয় ! আর এতে তো আমরা ধ্বংস হব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.