![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার যারা চাকরি করি তাদের প্রতিদিন সকালের একটা টেনশন ভীষন পিড়া দেয় ,তা হলো যথা সময়ে অফিসে হাজির হওয়া। দেখা যায় যে যথা সময়ে বাসা থেকে বের হয়েও ঠিক মত সঠিক সময়ে হাজির হওয়া যায় না ।তাই প্রতিদিনই আমাদের একটা টেনশন ভীষন পিড়া দেয়। আমি যে এলাকায় থাকি ঐ এলাকার একটি অফিস এর হাজিরার সময় মনে হয় সকাল ৮:৩০ মিনিটি ।বিষয় আমি বুজলাম এ কারণে যে যখনই সকাল ৮:৩০ মিনিটি এর কাছাকছি হয় তখনই দেখা যায় যে,ঐ অফিসের কর্মীদের হাজিরা দেয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু! কিন্ত এটা কেন করা হয় ! যদি একটা অফিসের কর্মীদের সকাল বেলায় এই টেনশন থাকে তবে কি সারাদিন তাদের থেকে ভাল কাজ ফলাফল পাওয়া আশা করা যায়?
আমার অফিসেও হাজিরা দেয়ার শেষ সময় সকাল ৯ঃ১৫ মিনিট ।তাই আমি যখন বাসা থেকে বের হই তখন থেকেই টেনশন শুরু হয়, আর যদি বের হয়ে গাড়ী না পাই, রাস্তায় জ্যাম পাই তবে তো কথা নাই ,টেনশন আরও ১০ গুন বেড়ে যায়!
তাই এটা অফিস হাজিরার সময়টা নমনীয় হওয়া দরকার নয় কি? যে যত টুকু সময় পরে আসবে সে ততটুকু দেরী করে অফিস ত্যাগ করবে এছাড়া অফিস টাইম সকাল ১০ থেকে হলে ভাল হয় কারণ আমাদের অফিস টাইম ৮ ঘন্টা হলেও আমরা বিকাল ৫ টা বের হতে পারি না ,তাই যেহেতু বের হতে হতে বিকাল ৬/৭ বেজে যায় তাই অফিস টাইম সকাল ১০ থেকে হলে ভাল হয় ।
২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১৯
শামীম সরদার নিশু বলেছেন: খুব সুন্দর উপস্থাপন , ভালো লাগল খুব
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২০
আহা রুবন বলেছেন: দশটা না হয়ে আর একটু বেশি হলে দুপুরের ভাত খেয়েই যাওয়া যায়
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:২২
সত্যের অন্বেষণকারী বলেছেন: আমরা দুপারের ভাত অফিসেই খেতে চাই ,কিন্তু সকাল বেলা যদি মনে টেনশন থাকে কখন অফিসের যাবো ? ঠিক টাইমে পৌছাতে পারবো কিনা তবে সকালেই আমার হুদয়ের খড়ণ শুরু হয়ে যায় ভাই।
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১
মোস্তফা সোহেল বলেছেন: অফিস টাইম দশটা হলে ভাল হয় এইটা আমরা যারা চাকরি করি তারা বুঝি কিন্তু প্রতিষ্ঠান তো বোঝে না ভাই
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৮
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: দু:খিত, আপনার চিন্তা ভাবনার মধ্যে প্রাগৌতিহাসিক ছাপ পরিলক্ষিত হচ্ছে। আপনি এই যুগের ট্রেনটা মিসড করছেন।
২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৭
সত্যের অন্বেষণকারী বলেছেন: বিস্তারিত বলুন
৬| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩১
ধ্রুবক আলো বলেছেন: বেশির ভাগ অফিসের কাজ ১০টাই শুরু হয়!!
এখন আপনার অফিসের সময় নিয়ে কর্তৃপক্ষকে জানান. অবশ্য জানিয়ে লাভ নেই কারন উপর মহল লোক , সমস্যা আর জ্যাম বুঝেনা!!
ঢাকা শহরে টাইম মত অফিসে পৌছোনো একটা চ্যালেন্জ।
ভাই শুভ কামনা রইলো, ভালো থাকবেন।।।
৭| ২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১
ভাবুক কবি বলেছেন: যথার্থ বলেছেন ভাই
৮| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮
টারজান০০০০৭ বলেছেন: স্কুল, কলেজ , ইউনিভার্সিটি টাইম সকাল ৮ থেকে বিকাল ৪ টা হলে ভালো হয়।কর্পোরেট,গার্মেন্টস সকাল ১১ টা থেকে রাত ৭ টা হলে ভালো হয়। সরকারি অফিস ৯-৪ টা হলে ভালো হয়। তাহলে ট্রাফিক জ্যাম থেকে বাঁচা যায়।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৫
ফটোকার্ট বলেছেন: ভালো বলেচেন