![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু কাকে করবেন??
প্রকৃতি কে ?
সে তো প্রতি ক্ষণে ক্ষণে পরির্বতন হতে থাকে !!!
সকালের শিশির কে ??
সে তো হারিয়ে যায় সকালের সূর্যরে আলোতে !!!
নদীর ঢেউকে ??
সেও তো হারিয়ে যায় বাতাস না থাকলে!!!
পাখি কে?
সে তো উড়ে যাবে ছাড়া পেলে !!!
ফুল কে?
সেতো ঝরে যাবে সময় শেষে!!!
চাঁদ কে?
সে তো ডুবে যাবে রাতের শেষে!!!
আলো কে??
সে তো হারিয়ে যাবে অন্ধকার এলে !!!
মানুষ কে?
সে তো সময়ের সাথে পাল্টে
যাবে প্রতি মূহুতে !!!
তাহলে কাকে বন্ধু
বানাবে..????
কেউ কাছে আসার
আগেই হারিয়ে যায়..........! !
কেউ ভালোবাসার
আগেই দুরে চলে যায়.........!!
কেউ পাশে থেকেও
আপন হতে পারে না...........!!
-_-_-_-_-_-_-_- _-_-_-_
বন্ধু বানাও এক মাত্র
আল্লাহ কে॥
যে তোমার পাশে
সারাক্ষন থাকবে
তোমার বিপদে সাহায্য করবে।
পরকালে ঠাই দিবে
জান্নাতে।
তাহলে আসুন
আজকেই আল্লাহর
সাথে বন্ধুত্ব করি।
২| ১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৫
বিপরীত বাক বলেছেন: এটা হবে, " প্রভূ কাকে করবেন?"
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৫
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ