নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েল লাইট

লিখলাম

শরীফুল আলম

লিখলাম

শরীফুল আলম › বিস্তারিত পোস্টঃ

অমেরুদন্ডি প্রাণী

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

কালের কণ্ঠ পত্রিকার শেষ পেজের আগের পেজে একটা সংবাদ ছেপেছে। মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় এমএস ছাত্রাবাসে দুটি গ্রেনেড পাওয়া গেছে। রেবের ল্যন্স কর্পোরাল খলিলুর রহমান বলেছেন একটি পাইপ গ্রেনেড অন্যটি হাত গ্রেনেড। পাইপ গ্রেনেডটি খুব শক্তিশালি। বিস্ফারিত হলে১৫০ গজের মধ্যে বড় ধরনের ক্ষতি হত। এখন কথা হল, যদি এমন ঘটনা কোন মাদ্রাসায় ঘটত, মিডিয়ার ভুমিকা কী হত? তারা কী এটা ভিতরের পেজে ছোট করে ছাপতো? না। অবশ্যই না! তারা হুমড়ি খেয়ে পড়ত। মাদ্রাসা ওয়ালাদের জান বের করে ফেলত। বিশ্ব সেরা জংগী বানিয়ে ফলাও করে প্রচার করত। এখন লাখ টাকার প্রশ্ন হল, পত্রিকা ওয়ালাদের এই বিমাতা সুল্ভ আচরণ কেন? বিভিন্ন প্রশ্ন জাগে তবে আমি শুধু দুটি প্রশ্ন উথাপন করব। এক - কলেজ , ভার্সিটি গুলো কী সীকৃত সন্ত্রাসীদের আখড়া হয়ে গেছে? যার ফলে এদের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হয়! দুই -আমাদের সাংবাদিকরা কী পশ্চিমা গুরুদের সামনে আদর্শিক ও বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে মাথানত করেছে? কেন তারা নিজ ধর্মের নামে ভিরমি খায় আর অন্য ধর্মের নাম শুনে পুলকিত হয়? জাকির নায়েক বলেছিলেন, যদি ৮০ বছরের একজন অমুসলিম ১০ বছরের মেয়েকে ধর্ষণ করে সেটা ছাপা হয় ভেতরে র পাতায় ছোট্ট করে! আর ৫০ বছরের একজন মুসলিম ১৫ বছরের একটি মেয়ে কে বিয়ে করলে সেটা ছাপা হয় শিরোনাম হিসেবে। ইসলাম বিদ্বেষের এই মামদো ভূত কি তাহলে আন্তর্জাতিক অংগনে থেকে জাতীয় অংগনেও ঢুকে গেল? দেশীয় মুসলিম সাংবাদিকরা কি ইন্টারন্যাশনাল চক্রান্তে দিশেহারা হয়ে গেল? প্রশ্ন দুটা পাঠকের কাছে র্ইল।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৯

mrof বলেছেন: বলব কি ভাই?
বলার কিছু নাই।
তবে ++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.