![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের সবচে আরামদায়ক ভ্রমণ কর্লাম আজ। ভাববেন না দামী গাড়িতে চড়েছি! গুলিস্তান পর্যন্ত আসার জন্য একজন সাথী অনেক খুঁজেছি, পাইনি। গুলিস্তান এসে গাড়ির মাথা দেখে মনে মনে হাঁপ ছেড়েছি, যাক বাবা! কেউ দেখেনি!!
কিন্তু, কিন্তু হাতে একটি মাসিক মেগাজিন ছিলো, আল কাউসার। সেখানে একটি লেখা ছিলো, আবু তাহের মেসবাহ এর! আমার সিদ্ধান্তে - তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিত্য প্রতিভা।
কিন্তু স্বীকৃতি পাননি। কারণ, কারণ তিনি "মুসলিম" সাহিত্য চেতনা রাখেন! হ্রদয়ে ইসলাম পুষেন!! যাক সে কথা, আসার পথে তার সে লেখাটি পড়ছিলাম। এমনিতে গাড়ি চড়লে একটু পরপর্ই চোখ মুছতে হয়, বাতাসে কটকট করে। আজ কি যে হলো!! চোখ মুছেছি বারবার, কিন্তু একি? স্যাতস্যাতে কেন?? শুধু ভাবছিলাম আহা! যদি সফর টা আরেকটু দীর্ঘ হতো!
©somewhere in net ltd.