নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিয়েল লাইট

লিখলাম

শরীফুল আলম

লিখলাম

শরীফুল আলম › বিস্তারিত পোস্টঃ

আল্লাহর নামসমূহের উৎস

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

জায়গাটার নাম কী দেয়া যেতে পারে? এখানে গেলে সবাই উড়াল দিতে চেষ্টা করে, ধরাকে সরা জ্ঞান করে। আমেরিকার কথা বলছি। লতিফ উড়াল দিয়েছে, এখন দিয়েছে আগাচৌ  (আব্দুল গাফফার চৌধুরী, কী অপূর্ব নাম! কিন্তু .....)তবে এর উড়ালের রেঞ্জ বেশি। আগেরজন রাসুলুল্লাহ সা. পর্যন্ত গিয়েছে, এ গিয়েছে আল্লাহ্ তায়ালা পর্যন্ত!!###তবে সে যা বলেছে তা নিতান্ত মূর্খতা বৈ কিছুই না। বুদ্ধিজীবী হতে গেলে কিছুটা কষ্ট করতে হয়, কিছু পড়াশোনা করতে হয়। আল্লাহর নামসমূহ দেব-দেবিদের থেকে নেয়া? তবে কুরাইশের সবচে বড় দেবতার নাম হোবল, আল্লাহর পবিত্র নামসমূহে এটা নেই কেন? এ নির্বোধের কাছে এর কী জবাব আছে।######আমি পবিত্র কোরআন থেকে দুটিমাত্র উদ্ধৃতি দিব।###"যখন তাদেরকে বলা হয় রহমানকে সিজদা কর, তারা বলে রহমান আবার কী? "(সুরা ফোরকান, 60)######আল্লাহর একটি অতি প্রসিদ্ধ নাম রহমান, অথচ আরবের মুশরিকরা তা কখনো শুনেইনি! এটা কীভাবে দেবতার নাম হয়? যা তারা জানেই না!!######"তোমরা কী দেখেছ লাত, উজ্জাকে? এবং মানাত নামের অন্য এক দেবতাকে? "(সুরা নাজম, 19, 20)######এখানে আরবের সুপ্রসিদ্ধ দেবতাদের নামোল্লেখ করা হয়েছে, কিন্তু আল্লাহ তায়ালার নামসমূহে এর একটিও নেই!! কেন?? কেন রাসুলুল্লাহ সা. প্রসিদ্ধ সমস্ত দেবতাদের নাম ত্যাগ করলেন? অতপর কোথা থেকেই বা আর দেবনাম পেলেন?? এই অবার্চিনের কাছে কি কোন জবাব আছে?######সে মস্তবড় উড়াল দিয়েছে, এর কিছু না কিছু পুরস্কার তো পাওয়া চাই। নয়তো জাতে উঠার চেষ্টাটা যে একেবারে মাঠে মারা যায়!! সে তার এই আবর্জনা ঝেড়েছে আমেরিকায়। সেখানে কয়দিন আগে একটি ভুতুড়ে "বিয়ের" আইন পাস হয়েছে, আর এই গাধার স্ত্রী বিয়োগ হয়েছে কবছর আগে। তাকে আমেরিকায় একটি এই বিশেষ "বিয়ে" করিয়ে দেয়া যেতে পারে। তাতেও যদি মাথা কিছুটা ঠান্ডা হয়!!######এতদিন জানতাম বুদ্ধিজীবী সৃষ্টি হয় পড়াশোনার মাধ্যমে, বুদ্ধির জোরে।###আগাচৌ কে না দেখলে জানতে পারতাম না যে, মদের বার আর বেশ্যাদের ব্রায়ের তল থেকেও বুদ্ধিজীবী উদগত হতে পারে!!

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:

উড়ালের ক্রমিক নম্বরে, আপনি ৩য় স্হানে; লতিফ ও গাফ্ফারের পর, আপনাকে উড়াল দিতে হবে; রেডি?

০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

শরীফুল আলম বলেছেন: চাদগাজি ভাই! আমি ত ইতিমধ্যেই উড়াল দিয়া ফালাইছি!! তয় এইডা ব্যাকসাইডে!!!

২| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৪১

শহিদুল ইসলাম শামীম বলেছেন: আল্লাহর গজব নামবে আমেরিকায়।

০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:১২

শরীফুল আলম বলেছেন: আল্লাহর গজব নামবে না, নেমেছে। আল্লাহ যখন কাউকে সাজা দিতে চান তার বিকৃতি ঘটান, পূর্বে ঘটাতেন শারীরিক বিকৃতি, এখন ঘটান মানসিক!

৩| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

ইকবাল হোসাইন সুমন বলেছেন: অনেক ভাল বললেন ভাই।

৪| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৮:১৩

শরীফুল আলম বলেছেন: আপনাকে ধন্যবাদ, উৎসাহ পেলাম।

৫| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৯:৩০

শার্লক_ বলেছেন: ঠিক। ব্লগে তার কিছু চামচাকে দেখা যাচ্ছে সাফাই গাইতে। একটা ব্যাপার দেখলাম দুনিয়াতে মূর্খের দল বরাবর কমই থাকে। এখানেও তাই, গুটিকয়েক মূর্খ আছে তার দলে।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৮

শরীফুল আলম বলেছেন: ঠিক, তবে মূর্খের অস্তিত্ব সমাজের কিছুটা হলেও উপকার করে! তারা না থাকলে জ্ঞানের কদর থাকতো না

৬| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১১:৪৩

সজিব্90 বলেছেন: অনুপ্রেরণা পেলাম সুন্দর যুক্তির জন্য ,লেখাটা আরো বড় হলে ভালো হতো।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০১

শরীফুল আলম বলেছেন: ভাই! রোজায় আমার কিছু ব্যাস্ততা আছে, সো লেখাটা আরও তথ্যবহুল করার ইচ্ছে সত্ত্বেও পারলাম না। স্যরি!

৭| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:০০

তাজ উদ্দীন বাবুল বলেছেন: ভাল লাগলো খুব বেশী। ধন্যবাদ দিলে কম হবে। শুভ কামনা রহিল।

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০২

শরীফুল আলম বলেছেন: আপনার জন্যও শুভকামনা, অনেক অনেক।

৮| ০৭ ই জুলাই, ২০১৫ ভোর ৬:৩৩

রামন বলেছেন:
কাবা শরীফে কাফেরদের ৩৬০টি দেবতা ছিল৷ আপনার কাছ থেকে একটির নাম জানলাম, বাকি গুলোর নাম আপনার জানা আছে কী?

০৭ ই জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

শরীফুল আলম বলেছেন: না, সবগুলোর নাম জানা নেই। শুধুমাত্র কোরআন ও হাদীসে যেগুলোর বর্ণনা এসেছে সেগুলো জানি। একটি নয় আরও কিছু নাম দ্বিতীয় উদ্ধৃতিতে আছে। ধন্যবাদ।

৯| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ৯:০৫

চাঁদগাজী বলেছেন:

গাফ্ফার সাহেব না ভেবে আজীবন কথা বলে আসছিলেন, এবার লেজ আটকা পড়েছে!

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১০:৫১

শরীফুল আলম বলেছেন: ফটকা বুদ্ধিজীবীর অবস্থা এমনই হয়!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.