![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটা বিকৃত মস্তিষ্কের পরিচায়ক হওয়া সত্ত্বেও কিছু লোক বারবার এটা আওড়াচ্ছে! আর এখন তো ওদের মচ্ছব লেগেছে। ছদ্মনামে ব্লগ, ফেসবুকে ভিন্নধর্মের কিছু অতি নীচ ও নির্বোধ ছেলেপেলে দিনরাত এসব বকে যাচ্ছে। এক্ষেত্রে তাদের রক্ষাকবচ : ধর্মনিরপেক্ষতার ভেক।
সাবধান! আপনি কিন্তু তাকে আবার বেরসিক লোকদের মতো ইসলামবিদ্বেষী মালু, ছুপা মালু ভেবে বসবেন না! ওরা মোটেও ইসলামবিদ্বেষী না, শুধুমাত্র ধর্মনিরপেক্ষ। তবে হ্যাঁ! ওদের এই নিরপেক্ষতা হেব্বি স্ট্রং। দূর্গা-কালী- লক্ষীপূজা এদের নিরপেক্ষতাকে টলাতে না পারলেও ঈদুল ফিতর আর আজহায় গেলে কিন্তু এ আর রক্ষে হপে না বাপু! পাঠাবলিতে উৎসর্গ আর নিবেদনের আত্মত্যাগ থাকলেও গরু কোরবানিতে শুধুই নিষ্ঠুরতা! হাঁ ধর্মনিরপেক্ষই বটে !
---------------------
যতদোষ নন্দঘোষ :
দুনিয়াজুড়ে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা যতই আকাম কুকাম করুক এর দায় কখনোই সে ধর্মের না। মুসলিমরা করলে আর ছাড় নাই। এর দায় অবশ্যই ইসলামকে নিতে হবে। যদিও সে অপরাধী জীবনে একবার আল্লাহর নাম না নেয়, ইসলাম কী বাপের জন্মে না শুনে। ভারতের হিন্দুরা মানুষ বলি দিলে সেটা (যদিও বছরে ছত্রিশজন) হয় কুসংস্কার, উপজাতীয় অজ্ঞতা। কিন্তু পাকিস্তান আর আফগানিস্তানের উপজাতিরা ঘরপালানো বিয়ের অপরাধে মেয়েকে হত্যা করলে সব দোষ ইসলামের। মেক্সিকোতে বিলিয়ন ডলারের মাদক পাচার, পাচারকারীদের হাতে সত্তর হাজার মানুষের মৃত্যু আর অগনিত মানুষের দাসত্ব সত্ত্বেও এর সাথে খৃস্টধর্মের দূরতম কোন রিলেশনও নেই। কিন্তু আফগানিস্তানের লোকাল ডাকাত দল দশ টাকার মাদক পাচার করলেও এটা হয়ে যাবে কোটি ডলারের মাদক ব্যবসা! আর এর দায় অবশ্যই নিতে হবে তালেবান, আল কায়েদা ও ইসলামকে।
-----------------------
জঙ্গিবাদের ধর্মনিরপেক্ষ সংজ্ঞা :
মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা যে ইস্যুতেই অস্ত্র হাতে নিক সেটা ভৌগলিক, রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে। আর মুসলিমরা যে কারনেই অস্ত্র ধরুক সেটা ধর্মের নামে যাবে। মানুষগুলো মরবে ধর্মের নামে। চাই সেটা বসনিয়াবাসীর মতো চাপিয়ে দেয়া যুদ্ধ হোক, কিংবা ফিলিস্তিনিদের মতো স্বীয় ঘর ফিরে পাবার জন্যই হোক, অথবা রোহিঙ্গাদের মতো অস্তিত্ব রক্ষার তাগিদেই হোক। এরা জঙ্গি! ইসলামী জঙ্গি! এক্ষেত্রে ভুখন্ড, রাজনীতি, অর্থনীতি কোনও ইস্যু না! ধর্মটাই মুখ্য। মানুষ যা মারবে স....ব....ধর্মের নামে। সব!
২| ১১ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৫৪
কি করি আজ ভেবে না পাই বলেছেন: বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কথাটাই জাকির নায়েক বলেছিল তাঁর লেকচারে। তাই তাঁর চ্যানেল এখন নিষিদ্ধ...
++++++++++++++++
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৬ রাত ১:০৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই কথাটাই জাকির নায়েক বলেছিল তাঁর লেকচারে। তাই তাঁর চ্যানেল এখন নিষিদ্ধ...