![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই আমি বলে নিতে চাই , আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নই। তাই আমি যা বলবো এটা আমার ব্যক্তিগত মতামত। স্বাধীনতার ৪২ বছর পার হলেও আমাদের দেশের রাজনৈতিক দলগুলো স্বাধীনতা বিরোধী,রাজাকার,আলবদর,আলসামস্ ,গনহত্যাকারীরা সব দলেই ঢুকে আছে। আমার মনে হয় দলগুলোর চেয়ার পারসন এসব জানার পরও নিজস্ব স্বার্থের কারনেই তাদের আগলিয়ে রাখছেন। খালেদা জিয়া মুখে দেশ প্রেমের কথা বললেও ঐসব দেশাদ্রোহীদের সাঁজা দেওয়ার কোন কথা শোনা যায়নি।বরং উনি তাদের নিয়ে জোট গঠন করে, দেশে নানা ধরনের বিশৃংখলা সৃষ্টি করার মৌন সম্মতি দিয়ে, মুক্তিযোধ্যাদের মুখে থুতু দিচছেন।ওনার কি একটুও নিজের মাথায় ঘিলু নাই। নিজের ছেলেদের দিয়ে সাধারন জনগনের ধনসম্পদ লোটপাট করানো, প্রতিহিংসার রাজনীতি শিখানো।শেখ হাসিনা মুখে বলে একটা আর নিজের পাচাটাদের দেয়ে করান অন্যটা।উনি যদি যুদ্ব্যাপরাধীদের বিচার আসলেই করতে চান, তবে কেন নিজদলের লোকদের থেকে শুরু করে না? গোলাম আজমতো উনার আত্বীয়, তাই দেশের মানুষের , নিজের বাবার মুখে চুনকালী দিয়ে,তার ফাঁসী দেন নি। নিজের ছেলেকে শিখাচছে প্রতিহিংশার রাজনীতি। দুজনের ছেলেই মন্চে উঠে একে অন্যের দুর্নাম করে। খালেদা জিয়া,শেখ হাছিনা আপনাদের কে অধিকার দিয়েছে দেশের জনগনে হয়ে কথা বলার? আপনারা কে? সময় আছে ভাল হয়ে যান।বাংলার জনগন আপনাদের দুজনের মুখ আর দেখতে চায় না, তাই যত শীঘ্র সম্ভব ভাগেন।আপনারা দেশের মানুষের সব দুঃখ্ কষ্টের মুল কারন। তাই দেশের স্বার্থে আপনারা রাজনীতি থেকে সরে যান।দেশে অনেক টেলেন্ট আছে, যারা আমাদের দেশকে বিশ্বের দরবারে সন্মানজনক পদে নিয়ে যেতে সক্ষম হবে।
২| ২১ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:০০
ছাসা ডোনার বলেছেন: সেটাই তো ! গনতন্ত্র কি সেটা তো হাসিনা খালেদা বুঝেই না। কোন দেশে আছে পার্টির প্রধান সারাজীবন একজনই থাকে?ঐ দুই মহিলা যা বলবে সবাইকে সেটাই মেনে নিতে হবে। তাহলে পার্টির মিটিংয়ের আলোচনা সভার দরকার কি?সারাটা দেশ এই দুই মহিলার কাছে জিম্মি একজনের বাপের সম্পত্তি আর একজনের স্বামীর সম্পত্তি আমরা হলাম গোলাম। যারা এদের পা চাটে তারা যা ইচ্ছে তাই করতে পারে আর যারা সত্য কথা বলে তাদের গুম করে ফেলে বা মামলা দিয়ে জেল হাজতে পাঠায়। আসলে এদের কবে যে আল্লাহ শাস্তি দেবেন সেদিনের অপেক্খায় আছি। এই দুইজনের মধ্যে কোন মায়ামমতা নাই।
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৫
ফেরদাউস আল আমিন বলেছেন: আমরা শুধু বললে হবে না, গণসচেতনতা তৈরী করে জনগনকে জানাতে হবে যে দুই দলের অভ্যন্তরে গণতন্ত্র নেই, তারা জনগনকে কি ভাবে গণতান্ত্রিক শাষন দেবে?