নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পথ হারিয়েছে পথে .....

সেইভ পয়েন্ট

তবুও পথচলাতে বিশ্বাস রাখি | কাল নয়তো আগামীদিন ; গন্তব্য অনিবার্য | আমার এই পথচলাতেই আনন্দ ||

সেইভ পয়েন্ট › বিস্তারিত পোস্টঃ

হট্টগোল ১

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

আমার প্রথম প্রশ্ন ,আপনারা কে কে কাদের মোল্লার ফাসিতে খুশি হতে পারেন নাই ?

যারা পারেন নাই তাদের মধ্যে বেশ কয়েকটা শ্রেণী আছে ।তার মধ্যে অন্যতম একটা বুদ্ধিজীবী শ্রেণী ।

বিচার বেবস্থা স্বচ্ছ ছিল না ।তাই এই বিচার মানতে পারি না ।

----আরে ভাই আপনার দেশের লোকজনকে হত্যা করছে,মা বোনকে বেইজ্জত করছে ,আপনি এখন বিচারের প্রক্রিয়ার পিছনে পরছেন কেন ? আপনার তো খুশি হবার কথা বিচারের রায় শোনার পরই ।আপনি কেন বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেন ?মানবধিকার কর্মীরা ,জাতিসংঘ করতে পারে আপনার করার পিছনে কারণ কি ?আপনি কি জামাত করেন বা আপনার নেতা কি কাদের মোল্লা? নাহ ,আপনি জামাত করেন না ।

কিন্তু আজকাল জামাতের ওপর যে নির্যাতন চলছে তা আপনি সহ্য করতে পারেন না কারণ আপনি রক্তপাত সহ্য করতে পারেন না যদি তা আওয়ামী লীগ দ্বারা সৃষ্ট হয় অথবা আপনার মনে উকি দেয় আমি তো মুসলমান ।আপনাদের জন্য সহজ উত্তর ,কাদের মোল্লা কোন দেশের নাগরিক ?বাংলাদেশ । কোন দেশের জন্য শহীদ হলেন ?পাকিস্তান ।ইসলামের যুক্তিতে তিনি কিভাবে শহীদ ?এত সহজ কথা বলতে আসলেই ভালো লাগে না ।আপনি কি বিএনপি করেন ?আপনি প্রগতিশীল ।আপনার যুদ্ধ হয়ত আওয়ামী লীগের সাথে ?আপনি কেন যুদ্ধপরাধীর বেপারে নিশ্চুপ ?আপনি কেন জামাতের কর্মী মারা গেলে কষ্ট পাচ্ছেন ?মানবতা ? কার জন্য ? যারা এক রাতে ৫৮০০০ মানুষ হত্যা করলো ?

আপনি দেশের সার্বিক পরিস্থিতে অনেক বেশি চিন্তিত ?আপনি কি দেশের অগ্রগতি বাধাগ্রস্থ হচ্ছে এই নিয়ে ঘুমাতে পারছেন না ?আপনার কাছে সমাধান কি ? হাসিনা পরাজয় স্বীকার করুক এই বলে যে ,আমি এই বিচার করে ভুল করেছি ..নিরপেক্ষ নির্বাচন দিচ্ছি এখনই ।ফলাফল কি দাড়াবে আপনার মতে?

স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি কেন আজও জোর গলায় বলতে পারেনা আমরা যুদ্ধপরধির বিচারের বিচারকে সমর্থন করলাম । এবার নিরপেক্ষ নির্বাচন দাও ? আপনি সেই একই গোয়ালের গরু । রং বদল হইসে মাত্র ।যুদ্ধপরাধীর বিচার নিয়ে আপনি যেমন ভাবসেন হাসিনা রাজনীতি করসে ,আপনি ও বিএনপি হোক বা অতি মাত্রার মুসলিম হউন একই কাজ এ করছেন ...শান্তির ঝান্ডা নিয়া আপনি সেই একই রাজাকারের সমর্থন করছেন ক্ষমতার বদলের জন্য ।

যতদিন আপনার মনে কাদের মোল্লার ফাসি নিয়ে সন্দেহ আসে ততদিন পর্যন্ত আপনি মুসলিম হতে পারেন , জামাত হতে পারেন ,বিএনপি হতে পারেন এমন কি আওয়ামী লীগ ও হতে পারেন কিন্তু সত্যিকারের বাংলাদেশী না ।

RELIGION CAN BE A BROTHERHOOD BUT CANNOT BE A NATIONHOOD.

এই সত্য মানতে না পারলে আপনি সঠিক মানুষই না কেননা ইসলামই বলে যার যার ধর্ম তার তার কাছে ।

"মানুষ কেউ খারাপ না । বুঝের অভাবেই এমন ভুল ত্রুটি করে।"

বুঝের অভাবে যে একই ভুল বারবার করে সে অবুঝ না ,সে আসলেই খারাপ ।কারণ সে বুঝেশুনেই ভুল করে ।আর যে বুঝে শুনে ভুল করে সে আপনার কাছে অবুঝ হতে পারে ,সবার কাছে না !!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:১১

েফরারী এই মনটা আমার বলেছেন: সুন্দর পোস্ট । সহমত ।প্রিয়তে নিলাম ।

১। যাদের লোভ ও লালসার আগুনে পুড়ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল , তাদের প্রত্যাখান করার জন্য না ভোটের পূণঃ প্রচলন চাই ।
Click This Link

২।বরং ইসলামী আদর্শের ভিত্তিতে আমরা সব রাজাকারদের বিচার চাই।
Click This Link

৩।জামাতীরা জাহান্নামী ।
Click This Link

৪।কসাই কাদের মোল্লা কতটুকু ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলো ?
Click This Link

২| ২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:৪০

সেইভ পয়েন্ট বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.