নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবুও পথচলাতে বিশ্বাস রাখি | কাল নয়তো আগামীদিন ; গন্তব্য অনিবার্য | আমার এই পথচলাতেই আনন্দ ||
ঘন কালো মেঘ -দমকা হাওয়া ;
এরপরই প্রশান্তির রিমঝিম টানা বৃষ্টি ।
খোলা উঠোনের খাদে জমে থাকা বদ্ধ জলে প্রাণের সন্ঞ্চারণ ,
পুরনো খোলস বদলে যেন নতুন কোন সৃষ্টি ।
অভিলাষের শহরে সুখ অনুভূতি গুলোর বিচিত্র সব উল্লাস,
ঝিমিয়ে পড়া সব দেহে প্রাণের নব জাগরণ ,
শত বছর বাচবার অদম্য আকুতি ;
দুঃখ আজ দূরাতীত ,শুধু উপহাস ।
ই.পা .
©somewhere in net ltd.