![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলা মনের মানুষ। একটু হলেও ভিন্ন ভাবে চিন্তা করতে ভালোবাসি। হক কথাটাকে সোজা সাপ্টা করে বলতে চাই
আমি সকালের শুভ্র, স্নিদ্ধ
শিশিরের মত হতে পারি না আর
সোনালী উষার আলোর মত করে
কোন কিছু্তেই ঝলমল করে
আর জ্বলে উঠতে পারিনি বহুদিন
এখন, মনের ঈষাণ কোনে
মেঘেরা লুকোচুরি খেলে বেড়ায় সারাক্ষণ
শুষ্ক বৃক্ষের মত কষ্ট বুকে নিয়েই
এখন আমার জীবনের পথচলা
আমিতো এমন ছিলাম না কখনো
বই মেলায় ঘুরতে ইচ্ছা করতো
নভোথিয়েটার, আহসান মঞ্জিল
সংসদ ভবনের খোলা মাঠের সামনে বসে
চাঁদের জোসনা গায়ে মেখে
গল্প করেই কাটিয়ে দিতে চাইতো মন
ঢাকা শহরের শান্ত নিথর পথ ধরে
ফ্লাড লাইটের আলোয় হাটতে ইচ্ছে হতো
রঙ্গীন স্বপ্নের জাল বুনে বুনে
পৃথিবীকে রাঙ্গিয়ে দিতে চাইতো মন
অথচ এখন এসব থেকে বহু দুরে চলে এসেছি
বুঝতে অনেক দেরী হয়ে গেছে যে,
আমার স্বপ্ন গুলো জমিয়ে ছিলাম
বালু চরের বুক জুড়ে।
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪১
রুদ্র জাহেদ বলেছেন: স্নিগ্ধ সুন্দর কবিতা+