![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খোলা মনের মানুষ। একটু হলেও ভিন্ন ভাবে চিন্তা করতে ভালোবাসি। হক কথাটাকে সোজা সাপ্টা করে বলতে চাই
জালানার পর্দা গুলো দুলে দুলে পাক খায়
বিছানার চাদরে তোমার শীররের গন্ধ
বালিশে গুজে রাখা হাজারো নালিশ
দেয়াল জুড়ে ছেলে মানুষির দাগ
সেই ঘর, সেই সব চিহ্ন
সূর্যের আলো জালনায় উকি দিয়ে
আপন মনে পেরিয়ে যায় চৌকাঠ
দক্ষীনা বাতাস এখনো শীতল করে ঘর
টিনের চালে বৃষ্টির মাতাল ছন্দ
সেই ঘর, সেই সব নিয়ম
ফোন না ধরা, দেরিতে বাড়ি ফেরা
তোমার জন্মদিনে শুভেচ্ছা না জানানো
তৈরী থাকতে বলেও ভুলে হওয়া
সিগারেটের ধোয়া তুলে ঘর ভোরিয়ে ফেলা
সেই ঘর, সেই সব অনিয়ম
২| ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ২:০৭
মামুন ইসলাম বলেছেন: অন্যরকম লেখনী !
©somewhere in net ltd.
১|
১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮
ফুলফোটে বলেছেন: আসলেই ভাবনা টা অন্যরকম ...।।