নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খোলা মনের মানুষ। হক কথাটা সোজা করে বলতে পছন্দ করি। একটু ভিন্ন ভাবে ভাবতে চেষ্টা করি।

সাইদুর সাবু

খোলা মনের মানুষ। একটু হলেও ভিন্ন ভাবে চিন্তা করতে ভালোবাসি। হক কথাটাকে সোজা সাপ্টা করে বলতে চাই

সাইদুর সাবু › বিস্তারিত পোস্টঃ

তোমার কবিতা

১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

নতুন করে তোমার কথা কি লিখবো
তোমার সাথের প্রতিটি মুহুর্তই তো কবিতা
অফিসের চৌকাঠ থেকেই, শুরু তোমার কবিতা
একেকটি নতুন ভোর, নতুন স্বপ্ন, নতুন কবিতা
আইডিবি থেকে ইসলামিক ফাউন্ডেশন
সংসদ ভবন থেকে ধানমন্ডি কফি ওয়ার্ল্ড
কবিতার মুর্ছনা প্রতিটি ক্ষনে ক্ষনে
তোমার সাথে আমার কবিতার সম্পর্ক
সেই নীল টি-শার্ট জিন্সেও কবিতা ছিলো
মৈত্রী হলের সামনেও ছিলো যুগল বন্দী কবিতা
তোমার উদ্ধত মর্মস্থলের ভাঁজের কবিতা
রিক্সায় বসেও ঝুরঝুর ঝোরিয়েছি কবিতা
টিএসসি থেকে রবীন্দ্র সরোবরে কিংবা
নিউ মাকের্টের এক নং গেটের সামনের
মাত্র কয়েকটি সেকেন্ডে, ছিলো সহস্র কবিতা
ছিলো শত আবেগ আর দীর্ঘশ্বাসের কবিতা
এয়াপোর্টের আলিঙ্গনেও কবিতা ছিলো
তেমার শরীরের উষ্ণতায় ছিলো কবিতা
হাজার কবিতার ভিড়ে আমি একটুও
নামতে পারিনি তোমার দু’বাহুর নরম ইদারায়
চারদিকে শুধু বির্স্তণ কবিতার মায়া জাল
তুমি আমার বহু দুষ্টু মিষ্টি কবিতার অংশ
আমার সকল কবিতা তো শুধু তুমিই

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৮

নীল কপোট্রন বলেছেন: ভালো লাগলো!

২| ১৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫

রুদ্র জাহেদ বলেছেন: সাবলীল তুমিময় কবিতা।ভালো লাগল।তোমার কবিতায়+ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.