নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

মির্জা ফখরুল আটক, কাল হরতাল

১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নিজস্ব প্রতিবেদক

নতুন বার্তা ডটকম

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার‌্যালয় থেকে তাকে আটক করা হয়। এসময় আরো ১০ জন নেতাকর্মীকেও আটক করা হয়। নয়া পল্টনে ১৮ দলের সমাবেশস্থলে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ও মহা সচিবের আটকের প্রতিবাদে ১৮ দলীয় জোট আগামি মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা ডেকেছে।



সূত্র জানায়, বিএনপি অফিসের ভেতর থেকে মির্জা ফখরুলকে আটক করা হয়।



সোমবার বিকেলে নয়াপল্টনে ১৮ দলীয় জোটের সমাবেশে কয়েকটি ককটেল বিস্ফোরণ ও এক পর্যায়ে পুলিশি অ্যাকশন শুরুর পর বিএনপি অফিসে ঢুকে পড়ে পুলিশ।



সন্ধ্যা ৬টার দিকে ২০/৩০ জন পুলিশের একটি দল কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের পর নেতাকর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। একে একে নেতাকর্মীদের আটক করতে থাকে তারা।



আটকের সময় মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, “আমি হাইকোর্টের বেইলে আছি। এ অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি জানি না কেন তারা এটা করছে।”

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: সাধু সাবধান

২| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২০

মন শিকারি বলেছেন: আমাদের দেশের প্রত্যেকটা রাজনীতিবিদদের(প্রায় ৯০%,যারা দেশকে নিজের বাবার সম্পত্তি মনে করে) জুতা দিয়া পেটানো উচিত |

৩| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

রওনক বলেছেন: সাধু, সাবধান!!

৪| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

বিদ্রোহী ভৃগু বলেছেন: শেখ হাসিনা স্বৈরাচার
এই মূহুর্তে বাংলা ছাড়!!!


ডিজিটাল বাকশাল
নিপাত যাক ধ্বংস হোক।

নিপীড়ন আর নির্যাতনে
থাকা যাবেনা মসনদে!!!

এই দিন দিন নয় আরো দিন আছে-
এই দিনেরে নেব আমরা সেই দিনের কাছে....

৫| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩১

একমত না বলেছেন: জামিন থাকা অবস্থায় একজন কে আটক করে কি করে পুলিশ? এইটা আদালত অবমাননা।

৬| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯

সেখঃজাকিরহোসেন বলেছেন: beshi valo valo na din kinto b.n.p ro acbe

৭| ১১ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৯

পেন্সিল চোর বলেছেন: ডিজিটাল বাকশাল দেখছি !! মজাই লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.