![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!
সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী আর নেই। বুধবার রাত ১০টা ১০মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর।
বৃটিশ আমল থেকে পাকিস্তান কিংবা পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যাঁর দৃপ্ত পদচারণা ছিল, সেই মানুষটি এখন চলে গেছেন না ফেরার জনপদে। বিনোদ বিহারী আর কখনও বলবেন না-‘ভীরুতা, কাপুরুষতা পাপ। মনের মধ্যে সাহস রেখো।’
বয়সের সীমা শতকের কোঠা পার করেছিলেন তিনি, কিন্তু বয়স তাকে কখনও কাবু করতে পারেনি। আজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন, সৃষ্টি করেছেন অধিকার আদায়ের অসংখ্য সহযোদ্ধা। বীরের মৃত্যুতে এখন শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তার সহযোদ্ধারা, শোকের সাগরে ভাসছেন চট্টগ্রামবাসী, যে চট্টগ্রাম, যে বাংলাদেশ, যে মাতৃভূমির মায়ায় তিনি একদিন সহধর্মীণীকে নিয়ে থেকে গিয়েছিলেন এ মাটিতে।
স্বজনদের বরাত দিয়ে বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক মানবতা বিরাধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
তিনি বাংলানিউজকে জানান, বিনোদ বিহারী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কোলকাতার ফোর্টিস নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিনোদ বিহারীর স্ত্রী বিভা দাশ মারা যান ২০০৯ সালের ২৯ ডিসেম্বর।
তাদের দু’পুত্রও মারা গেছেন বিনোদ বিহারীর জীবদ্দশায়। কোলকাতার বারাসাতে থাকেন পুত্রবধূ আর নাতি।
আরো বিম্তারিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম
©somewhere in net ltd.