নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছায়েদ০৯

যে যাই বলুক, তাতে অামার মাথা ব্যাথা নেই।

সৈয়দ ছায়েদ অাহমদ

অামি একজন সাধারন পাবিলক মানে ধুম পাবলিক!!

সৈয়দ ছায়েদ অাহমদ › বিস্তারিত পোস্টঃ

মাহমুদুর রহমানের মুক্তি দাবি হেফাজতের, শুক্রবার বিক্ষোভ

১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম





ছবি:ফাইল ফটো

ঢাকা: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। একই সঙ্গে শুক্রবার জুমার নামাজের পর দেশব্যাপী প্রতিবাদ সমাবেশে ডেকেছে সংগঠনটি।



বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে পাঠানো হেফাজতের বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, “অবিলম্বে হেফাজতে ইসলাম উত্থাপিত ১৩ দফা দাবির বাস্তবায়ন, শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালনের সময় নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ এবং দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে শুক্রবার বাদ জুমা হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে।”



বিকেল ৪টায় দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে ইসলাম বিদ্বেষী নাস্তিক ব্লগার ও ইসলাম অবমাননার বিরুদ্ধে চলমান আন্দোলনে পরবর্তী করণীয় নির্ধারণের জন্য হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলামের আমির দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক এবং বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা হাফেজ শামসুল আলম, মাওলানা হাফেজ তাজুল ইসলাম, মহাসচিব আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী, যুগ্মমহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মুঈনুদ্দীন রুহী, কেন্দ্রীয় নেতা মুফতী জসীম উদ্দীন, মাওলানা ফোরকান আহমদ, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আনাস মাদানী, মাওলানা মুনির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, হাফেজ মুহাম্মদ তৈয়ব, মাওলানা শাহাবুদ্দীন নানুপুরী, মাওলানা হাবীবুল্লাহ নদভী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা শফিউল আলম, মাওলানা হাফেজ মুজাম্মেল হক, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, আব্দুল্লাহ আল-মাসরুর, মাওলানা ফেরদৌস হাসান প্রমুখ।



হেফাজতে ইসলামের বৈঠকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সর্বসম্মতিক্রমে মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।



বৈঠকে মাহমুদুর রহমানের গ্রেফতার প্রসঙ্গে শাহ আহমদ শফী বলেন, “মাহমুদুর রহমান সত্যপ্রকাশে আপসহীন সাহসী এক বীর যোদ্ধা। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি আগ্রাসী যে কোন হুমকির ব্যাপারে জনগণকে অবহিত করতে যেমন কখনো বিলম্ব করতেন না, তেমনি ইসলাম ও মুসলমানদের দুশমন নাস্তিক্যবাদীদের ষড়যন্ত্র ও অপতৎপরতা সম্পর্কেও জাতিকে সজাগ করে প্রশংসনীয় দায়িত্ব পালন করেছিলেন।”



তিনি অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তিদানসহ গণমাধ্যমের কণ্ঠরোধে সকল তৎপরতা বন্ধের আহ্বান জানান।



আল্লামা শাহ আহমদ শফী হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “হেফাজতে ইসলাম শুরু থেকেই অরাজনৈতিক ও শান্তিপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সর্বশেষ ৬ এপ্রিল লংমার্চ ও ঢাকায় এ যাবত কালের বৃহৎ মহাসমাবেশের মাধ্যমে আমাদের শান্তিপূর্ণ অরাজনৈতিক অবস্থান জাতির কাছে পরিষ্কার করেছি।”



সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বৈঠকে মাহমুদুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।



মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

কাকতড়ুয়া007 বলেছেন: বুঝ এবার ঠেলা কারে কয় !

২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

আকাবাকা বলেছেন: কালকের দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ হচ্ছেনা..

দৈনিক আমার দেশের ছাপা খানায় অভিযান শেষে তালা ঝুলিয়ে গিয়েছে শেখ হাসিনার বাকশালী পুলিশ। এমতবস্থায় কালকে থেকে দৈনিক আমার দেশ পাঠকের হাতে না পৌছানোর সম্ভবনাই বেশী।

সত্যের পক্ষে থাকা প্রতিটি নাগরিকের কাছে আহবান আপনার এলাকায় যেন কাল থেকে কোন পত্রিকা বিক্রি হতে না পারে সে ব্যবস্থা নিন। আমার দেশ না থাকলে কোন পত্রিকাই পাঠকের হাতে পৌছাতে দেওয়া হবেনা....

৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

উলাম বলেছেন: ডলা দিলে সব বলে দেবে কে কতো টাকা নিছে। এই জন্যে হেপাজতের এত ভয়।

৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম এই তো বাইর হৈতাসে কানেকশন। ;)

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

লিঙ্কনহুসাইন বলেছেন: উলাম বলেছেন: ডলা দিলে সব বলে দেবে কে কতো টাকা নিছে। এই জন্যে হেপাজতের এত ভয়।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৭

মুক্তকণ্ঠ বলেছেন: উলাম বলেছেন: ডলা দিলে সব বলে দেবে কে কতো টাকা নিছে। এই জন্যে হেপাজতের এত ভয়।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৮

শিপু ভাই বলেছেন:
হেফাজত এর সাথে মাহমুদুরের সম্পর্ক কি???

তাদের ১৩ দফা কি এখন ১৪ দফা হল???


নাস্তিকদের নোংরামী শুধু আমরা ব্লগাররা দেখতাম, প্রতিবাদ করতাম, ভার্চুয়াল উত্তম মধ্যম দিতাম, পোস্ট মুছাতাম, ব্যান করাতাম।

কিন্তু মাহমুদুর সেই মুছে ফেলা নোংরা কথাগুলো ঢাক ঢোল পিটিয়ে সারা দেশবাসীকে জানিয়ে দেশে একটা বিশৃংখল পরিবেশ সৃষ্টি করেছে, সরাসরি যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করছে, পবিত্র কাবা শরিফের ছবি দিয়ে মিথ্যা সংবাদ ছেপেছে, সাম্প্রদায়োক উস্কানী দিয়ে দেশে সংঘাতের সৃষ্টি করেছে।

তার উপযুক্ত বিচার চাই।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

আয়না বাবা০০৭ বলেছেন: ভাগের টাকা বোধহয় এখনো পায়নি

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৯

পথ-হারা এক পথিক বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: উলাম বলেছেন: ডলা দিলে সব বলে দেবে কে কতো টাকা নিছে। এই জন্যে হেপাজতের এত ভয়। :P

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫

শাদা-অন্ধকার বলেছেন: উলাম বলেছেন: ডলা দিলে সব বলে দেবে কে কতো টাকা নিছে। এই জন্যে হেপাজতের এত ভয়।

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

অবয়ব বলেছেন: সব রসুনের কোয়ার পাছা একখানে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গ আসলে হেফাজতিরা বলে, ওগুলো রাজনৈতিক ব্যাপার স্যাপার। তারা ওসবে নাই। কিন্তু মাহমুদুর ভন্ডরে আটকের পরে লুঙ্গি খুলে গেছে।
মাহমুদুরের পত্রিকায় পবিত্র কাবা শরীফ নিয়ে মিথ্যাচার হয়েছে। গুটিকয়েক উগ্র নাস্তিকের লেখা দিয়ে গনজাগরন মঞ্চে যোগ দেয়া সকল মুসলিমকে নাস্তিক আখ্যায়িত করেছে। ন্যায়বিচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই ব্যাটাকে অনেক আগেই গ্রেপ্তার করা উচিত ছিল।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৯

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: হেফাজতের ল্যাঞ্জা বেরিয়ে গেল =p~ =p~ =p~ =p~

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

কাজী মামুনহোসেন বলেছেন: বিস্তারিত আছে নিচের লিংকে


মাহমুদুর সমর্থকদের প্রতি কয়েকটি প্রশ্ন আছে, পড়ে দেখবেন আশা করছি


Click This Link

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

প্রত্যাবর্তন@ বলেছেন: পথ-হারা এক পথিক বলেছেন: লিঙ্কনহুসাইন বলেছেন: উলাম বলেছেন: ডলা দিলে সব বলে দেবে কে কতো টাকা নিছে। এই জন্যে হেপাজতের এত ভয়

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯

অগ্নি সারথি বলেছেন: খুব খারাপ একটা গালি খুজছি। এই খানকইর বাচচা গুলার জন্য। হেল্পান।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

সোহেল কারি বলেছেন: তাহলে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতির স্কাইপি সংলাপ
সত্য এবং সঠিক। #:-S ডালমে কুচ কালা হে।
sorry ভাই আমি যে এখন রাজাকার হইয়া যাব। /:) /:)

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

দখিনা বাতাস বলেছেন: কান টানলে মাথা আসে। মাহমুদুররে ধরার সাথে ষাথে হেফাজতের চেহারা বার হইয়া গেছে। কাহিনি রে কাহিনী :)

১৮| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

ম্যাংগো পিপল বলেছেন: গুম সরকারের হাগুম সমর্থকগো দেখলে পিত্তি জ্বলে X(( X(( X((

ভালো কে ভালো, মন্দকে মন্দ বলা এরা আর কবে শিখবো ??? কোন দলের সাপোর্ট করলেই কি তাদের সব কাজ কে ভালো বলতে হবে ??? সালার বাল সরকার।

** কিছুক্ষন আগে একটি চ্যানেলে হেফাজতের এক নেতাকে প্রশ্ন করা হইছিল আপনারা কেন মাহমুদুরের মুক্তি চাইলেন ??
তার উত্তর হলো ঃ আমার দেশ পত্রিকার মাধ্যমে আমরা আমাদের দাবি দেশবাশীকে জানাতে পারছিলাম এবং যে স্কাইপে কেলেংকারী ফাস করার জন্য তাকে আটক করা হইছে তা দেশের সবাই যানে যে সত্য এবং এর দায় নিয়া বিচারক নিজেই পদত্যাগ পর্যন্ত করছে, তাই এই সত্য প্রকাশের জন্য তাকে আটক করা অন্যায় হইছে বলে আমরা এর প্রতিবাদ করছি।

মাহমুদ এর আগে ছবি জালিয়াতি করেছে তার জন্য তাকে আটক করা যেতে পারে, কিন্তু স্কাইপে কেলেংকারীর ঘটনাতো একদম সত্য । এর জন্য উনাকে আটক করা মেনে নিতে পারছি না।
আমি

১৯| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩

এই আমি সেই আমি বলেছেন: হায় হায় হেফাজতিদের এক বিজনেস পার্টনার কে গ্রেফতার করা হল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.