![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ডমূর্খ
নিকোটিন,তামাক এসবে আমার কি প্রয়োজন??
আমাকে নেশাগ্রস্ত করে তুলতে তোমার হাসিটাই যথেষ্ট।
একটুখানি কবিতায়, আমার উদাসীনতায়।
পাল্টাবেনা কোনো কিছুই, অবিরত ভালোবেসেই যাবো।
আমার পৃথিবীতে চিরন্তন শুধুই ভালোবাসা।
চিরদিনই ভালোবাসা চাদরে ঘেরা আমার প্রেম।
প্রেম যেমনই হয় চলে সে সময়ের সাথে
অতীতের মত আজও প্রেমিকেরা চিরতরুন
২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৫
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই আপনারও কী সেই আমার মত অবস্থা??"তুমির" জন্যই পাগল।আমার 'তুমির' তো গত কাল বিয়ে হলে গেলো।
২| ২০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৪৪
মহা সমন্বয় বলেছেন: আপাদত নিকোটিনই আমার একমাত্র এবং বিশ্বস্ত সঙ্গী। ( স্বংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধুমপান স্বাস্থের জন্য ক্ষতিকারক )
আমার 'তুমির' তো গত কাল বিয়ে হলে গেলো।
হায় হায় !! এ তো মহা সমস্যা ছ্যাকা খাওয়ার এক জ্বলজ্যান্ত উদাহারণ
তা ঠিক এই মূহুর্তে আপনার অনুভূতি কি? একটু শেয়ার করেন দেকি?
এসব তুমি'দের কেন যে এত আগে আগেই বিয়ে হয়ে যায়
তা ভেবে আমি কূল কিনারা নাহি পাই।
আপনার জন্য এত্তগুলো সমবেদনা, আশা করি ভেঙ্গে না পড়ে অতি শীঘ্রই আরেকটি "তুমি" জোগাড় করে ফেলবেন।
পরাজয়ে ডরে না বীর।
২০ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৫৪
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ঠিক এই মূহুর্তে আমার অনুভূতি--বুকের ভিতর মনে হচ্ছে কি জেনো পুড়ে যাচ্ছে আমি নিভানোর চেষ্টা করছি কিন্ত পারছিনা।অপর দিকে তুমি মনে খুব সুখেই আছে গতকাল বাসর রাত শেষ হলো।
তুমির সাথে আগের স্মৃতি গুলো চোখের সামনে ভাসছে আমি স্পষ্ট দেখতে পারছি।
ভাই এখন মনে হচ্চছে জীবনটা বৃথা।
জোগাড়ের কথা আর বইলেন না।এই তুমির স্মৃতি পিছু চাড়ছেনা।অপরাধী মনে হচ্ছে
৩| ২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৪
মহা সমন্বয় বলেছেন: কি আর কমু ভাই জানি আপনাকে বৃথা শ্বান্তনা দিয়ে লাভ নেই। তয় শুধু এতটুকু বলি, আস্তে আস্তে সব ঠিক হই যাইবো।
যাবার আগে আপনাকে একটা গান হুনিয়ে দেই। গানটা আগে শুনছেন কি না জানি না? আশা করি ভাল লাগবে।
২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৮
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই কি গান দিলেন!!!
এই গানে তো আবেগ বাড়ায়।
কষ্ট হচ্ছে খুব।পরিচিত একটা গান
৪| ২০ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৭
মহা সমন্বয় বলেছেন: হিঃ হিঃ আরেকটা দিলাম।
শুভ রাত্রি।
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৬ রাত ২:১১
মহা সমন্বয় বলেছেন: নিকোটিন,তামাক এসবে আমার কি প্রয়োজন??

আমাকে নেশাগ্রস্ত করে তুলতে তোমার হাসিটাই যথেষ্ট।
কথা কিন্তু সত্যি।