![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গন্ডমূর্খ
আমাদের দেশে- ইস্যু আসে ইস্যু যায়
সব খুনি'রা রক্ষা পায়।
৮ম শ্রেনীর ছাত্রী রিশা।তাকে ফুট ওভার ব্রিজের ঊপর সন্ত্রাসীরা আক্রমন করেছিলো।এবং হত্যা করা হয়।এই নিয়ে এখন পুরো সোসাল মিডিয়া মাতামাতি।ফেসবুকে অনেক ইভেন্ট খোলা হচ্ছে। #জাস্টিক ফর রিশা।রিশা হত্যার দাবী এখন পুরো দেশের মানুষের।এই হত্যার বিচার কি আদো হবে বলে তো মনে হয় না।এটা শুধু কয়েকদিনের একটা ইস্যু মাত্র।হুজুগের বাঙালীরা এই নিয়ে কয়েকদিন মাতামাতি করবে,তারপর আবার অন্য আরেকটা ইস্যু আসবে এই রিশা'রে ভুলে যাবে অন্য ইস্যুটা নিয়ে আবার মাতামাতি শুরু।অবশ্য আমাদেরও কি করার আছে?যেখানে এসব কিছু করাচ্ছে উচ্চ পর্যায়ের মানুষরা।যেখানে দেশের সুশীল সমাজ,সমাজবিদরা নিরব।
এসব আমাদের দেশে বিগত বছর গুলো থেকে হয়ে আসছে।
সেই সাগর-রুনি থেকে আজ রিশা পর্যন্ত।আমরা আন্দোলন করেছি,পথে নেমেছি আরো অনেক কিছু করছি।কোনটাই সফল হয়নি।দেশে ঘটে যাওয়া এসব মার্ডার,ধর্ষন,টাকা লুটপাট, কোনো কিছুরই বিচার পাইনি।এখন আমাদের দেশের পরিবেশটাই এমন হয়ে গেছে।একটা পর আরেকটা।আমরা শুধু বিচারই চাইতে পারবো।আর কোনো কিছুই না।এখন যা দেখছি চাইলেও দেশটাকে বদলানো সম্ভব না।
আমরা ব্যার্থ'ই থাকব
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৬
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: কিন্ত ভাই তাদের দ্বারাই এসব হচ্ছে।সব ক্ষমতার পূজারি
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: সর্ষের মধ্যে ভূত থাকলে সাধারণ মানুষের গলা ফাটিয়ে কোন লাভ নেই।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:০৬
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: ভাই ঠিক বলছেন।
কিন্ত আমরা হুজুগের বাঙালী,কিছু একটা পাইলেই লাফালাফি শুরু করে দিবে।কাজের কাজ কিছুই হয় না।এসব বন্ধ করা ধরকার এভাবে আর কত?
©somewhere in net ltd.
১|
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৫৫
রায়হানুল এফ রাজ বলেছেন: যারা উপরে আছে তারা চাইলেই সব কিছু সম্ভব।